![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাফর ইকবাল:মীর জাফরের লেটেসট
ভার্সন।
বন্য মানুষ
বন্য দেহ
বন্য মনের বাসনা
ভদ্র সাজে
বন্য মানুষ
বন্য মুখের ভদ্রতা!
উপরের লাইন কবিতাটিতে জাফর
ইকবালের চরিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে।
অনেকে সম্মান
করে উনাকে জাফর ইকবাল স্যার(??) বলে
ডাকেন। আচ্ছা এই নামটি কি আপনাদের
মনে আছে নাকি ভুলে গেছেন??অবশ্য
তিনি যেভাবে আত্মগোপন করেছেন সে
হিসেবে ভুলে যাওয়ারই কথা।
এই লোকটি গত চার দলীয় জোটের আমলে
খুব সরব ছিলেন। প্রায় প্রতি সপ্তাহেই
তথকালীন সরকারের সন্ত্রাস, দুর্নীতি
নিয়ে জ্বালাময়ী কলাম লিখতেন। বলতে
গেলে সরকারের কট্টর সমালোচক ছিলেন।
কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে-বর্তমান
আওয়ামী লীগ সরকারের এই ৫ বছরে
তিনি ৫ টা কলাম লিখেছেন কিনা
আমার সন্দেহ হয়, যদি লিখেও থাকেন
তা সরকারের সমালোচনা করে নয়, বরং
সরকার বিরোধীদের সমালোচনা করে।
আসলে এই সরকারের সমালোচনা করার
মতো তেমন কিছুই তিনি পাননি! পদ্মা
সেতু দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি,
সোনালী ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার
বাজার লুট-এগুলো উনার কাছে তেমন
কোন গুরুত্বপূর্ণ বিষয় না!!
উনি নিজেকে নির্দলীয় মুক্তিযুদ্ধের
চেতনাধারী সুশীল বলে দাবী করেন।
প্রকৃতপক্ষে উনি যে একজন সুস্পষ্ট ভণ্ড,
পেইড দালাল সচেতন মানুষ মাত্রই তা
এখন আর বুঝতে অসুবিধা হয় না।
ফেইসবুকে আর ব্লগে লেখালেখি করে
কি পেয়েছি জানিনা তবে এতটুকু বলতে
পারি জাফর ইকবালের মতো একজন প্রচণ্ড
ইসলাম বিদ্বেষী ভণ্ডের চরিত্র উন্মোচন
করতে কিছুটা সক্ষম হয়েছি। খুব ভালো
লাগে যখন স্কুল কলেজ পড়ুয়া অনেক ছোট
ভাই-বোন ইনবক্স করে বলে,
“নোমান ভাইয়া" আমি জাফর ইকবাল
স্যারের একজন প্রচণ্ড ভক্ত ছিলাম।
আমাদের বাসায় জাফর ইকবাল স্যারের
বইয়ে ভর্তি। কিন্তু আপনার লেখা পড়ার
পর বুঝতে পেরেছি যে উনি আসলে একজন-
ইসলাম বিদ্বেষী ভণ্ড, তরুণ তরুণীদের
বিপথগামী করার জন্যে মগজ দোলাই
করে থাকেন”।
আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এভাবেই যুগে
যুগে ভণ্ডদের আসল চরিত্র উন্মোচন করে
থাকেন।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
noman kingdom বলেছেন: m.youtube.com/watch?v=MafXInhhFaE জাফর
ইকবালের চরিত্র? দেখুন
ষাঁড় জাফ্রিকবাল ও কচি
যুবতীদের উন্মাদ নৃত্য
youtube.com ·