![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী নজরুল ইসলাম বেচে থাকলে
সমাজের বর্তমান অবস্থা দেখে নিজের
কবিতাটি সংশোধন করে হয়ত এভাবেই
লিখতেন।
চল চল চল,
উর্দ্ধ মহলে
চোরের দল,
খাটিয়ে প্রভাব
খাটিয়ে বল
দেশের ১২টা বাজিয়ে চল
চলরে চলরে চল,
চল চল চল।
–
দেশের কপালে হানি আঘাত
জনতা খাবে পান্তা ভাত
আখের গোছায় নেতার হাত
দেশ সেবাতে ছল;
চলরে চলরে চল,
চল চল চল।
–
গরিবের লাগি গাহিয়া গান
দেশ বানাবো মহাশশ্মান
জনতা হইবো ভীতুর দল;
চলরে চলরে চল,
চল চল চল।
–
বুবুরা এখন বিড়াল পোষেন
যাকে খুশি তাকেই দোষেন
থলের বিড়াল বেড়িয়ে গেলে
উপায় কি আর বল;
চলরে চলরে চল,
চল চল চল।
–
সুর্যের চেয়ে বালি গরম
ইহাই সত্য ইহাই পরম
খালি পায়ে বালির উপর
আম জনতার ঢল;
চলরে চলরে চল,
চল চল চল। —
২| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
বাচ্চাকাচ্চা বলেছেন: ভাল লেগেছে
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
সাবলীল মনির বলেছেন: বাহ, বেশ লিখেছেন ।