নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগটি আমার ডাইরির পাতা বলা যেতে পারে। অবসর সময়ে টুকটাক অনেক কিছুই লিখে ফেলি। মাথায় যা আসে তাই। আর সেগুলোই এই ব্লগের পাতায় প্রকাশ করা।

মাহদী সাব্বির

আমি একজন ফ্যাশন ডিজাইন স্টুডেন্ট। পাশাপাশি টুকটাক লেখালেখির চেষ্টা করি। রাজধানী ঢাকাতে আমার আপাতত বসবাস।

মাহদী সাব্বির › বিস্তারিত পোস্টঃ

মেইক ইয়োর লাভ

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

আমার একটা প্‌লাস পয়েন্ট হল আমার রান্নার হাত খুব ভালো।

বিয়ের পর টোনা-টুনি দুজন মিলে একসাথে কিচেনে রান্না করব আর ছুটিয়ে প্রেম করব। ছোটখাটো এই ব্যাপার গুলো ভালবাসাকে আরো গভীর আর মধুর করে।



ভালবাসা থাকবেনা কেন? ভালবাসা শুধু ধরে রাখলেই হয়না, ভালবাসাকে ভালবাসতে হয়, আদর করতে হয়।

মাঝে মধ্যে ছোটখাটো একটা সারপ্রাইস, এক সাথে দুজন মিলে কিছু করা, রাস্তায় এক সাথে হাটাঁর সময় হঠাৎ করে গালে একটা চুমু দেয়া, হালকা মিউজিকের তালে তালে কাপল ড্যান্স করা।

এইতো ভালবাসা। ভালবাসাকে নিজের মত করে নিয়ে ভালবাসা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

নিলু বলেছেন: হেড লাইন ইংরেজি কেনও ? রাস্তায় চুমু খেলে , আসল ভালোবাসা হয় কি ? লিখে যান

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

মাহদী সাব্বির বলেছেন: হেডলাইন ইংরেজি কারণ এই সেন্টেন্সটাই আমার থেকে যথার্থ লাগসে। নেক্সট্ টাইম সব বাংলায় হবে।
হ্যাঁ অন্তত আমি তাই মনে করি। মানুষের ভীড়ে হাত ধরে হাঁটা কিংবা ছোট একটা চুমু দেয়ার মত ব্যাপার গুলো ভালবাসায় রোমান্টিকতা বাড়ায়। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.