নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

ব্যঞ্জন বর্ণ

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯


ছবি: নেট

জি স্যার!
হয়ে যাবে, ৪০ পারসেন্ট..

চল, ইতিহাসকে আজ রাজহাঁস বনিয়ে,
ভুনা করে মাংস খাই।
দারুণ স্বাদ বুঝেছিস; এই বুনোহাঁস গুলো পাওয়া বড় দুষ্কর।
পালিত গুলোর কথা আলাদা, ওগুলো তো প্রতিদিনই খাচ্ছি।
জি ভাই- সহমত!
আরে; পলাশ, শাড়ি, কৃষ্ণচূড়া দিয়ে কি হবে?
মাখিয়ে খাবো নাকি!
জি ভাই- ফালতু যতসব!
শোন; ওগুলো আগে হত এখন হয় না।
বই পড়ে কি আর সাইকেল চালানো সম্ভব নাকি; আহ হা হা হা!
সব বোকার দল ভাই, বস্তা বস্তা কাগজ বানিয়েছে।
শীতের দিনে মিসকিন গুলোকে আগুন পোহাতে দিব; সমস্যা নেই ভাই।
ওই শালা-গুলো মরলে সমস্যা!
আরে; এখনও অনেক বকরি আছে, সবে তো বিকেল হল।
টাকা নিয়ে যা, প্যানা করে আনিস,
ওসব হাতে লেখালেখি আমাদের কাজ নয়।
জি ভাই- সব কিছু ডিজিটাল।
ওই বেয়াদব!
কাগজ খেয়ে আমার কথাই বলে দিলি?
ভাই আপনার ভাষা বুঝতে পারছি না,
রক্ত দেব, খেয়ে কথা বলেন?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৯

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা। কিছু একটা বুঝেছি হয়ত B-)

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

মিথমেকার বলেছেন: বোঝার চেষ্টা করেছেন এটাই অনেক! সকলের মনের সত্য কবিতা হয়ে প্রস্ফুটিত হোক।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.