নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।
ভিডিও এবং ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে পুলিশ এর পোর্টেবল স্টিল রড দিয়ে হেলমেট পরিহিত একজন মানুষ রূপধারী জানোয়ার নারীর শরীরে দেহের শর্ব শক্তি প্রয়োগ করে প্রহার করছে! আরেকটু খেয়াল করলেই দেখবেন পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে। পুলিশের লাঠি ওই জানোয়ারের কাছে কিভাবে গেলো? ওই জানোয়ারটা যদি পুলিশ ও হয় তারপরও একজন নারীকে (বা পুরুষ) পশুর মতো মারার কোনো অধিকার ওকে এই দেশের আইন দেয়নি। এই জানোয়ার তা ক্ষভাবেই পুলিশ নয় এটা ডাইনি রানীর পালা হায়নার একটি!
দেশটা আসলে কোথায় যাচ্ছে? ৭১ এর পর আমরা কী মেরুদণ্ডহীন কাপুরুষ জাতিতে পরিণীত হয়েছি? নিজের ভয়ে নিজের পরিবার এর ভয়ে দেশের মানুষ আর কতদিন এই অন্যায় অবিচার সহ্য করবে?
ওই নারীর শরীরে স্টিল এর রড দিয়ে যে প্রহার করা হয়েছে সেটা সমগ্র বাংলাদেশের ওপর আঘাত! এখনও যারা এই নিকৃষ্ট কার্যকলাপ এর প্রতিবাদ না করছেন, তারা মেরুদন্ডদহীন-ক্লীব।
আর যে কুলাঙ্গার গুলো এখনো ইনিয়ে-বিনিয়ে এই ডাইনি রানির সরকার এবং ওর নিকৃষ্ট কর্মকাণ্ডের সাফাই গাইতে আসবে তাদের উদ্দেশে বলছি; তোরা আর মানুষ নেই, আগে তোর মানুষ হ! তারপর তোদের কথা শুনব।
সংবাদ সূত্র:
১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২৪
মিথমেকার বলেছেন: এই দেশে পুলিশ একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, যেটাকে ডাইনি রানি ওর পেটুয়া বাহিনী বানিয়ে রেখেছে। #ShameOnBDPolice
২| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২১
ঢাবিয়ান বলেছেন: জুলুমের দিনে তুমি যদি নির্বিকার থাক
তাহলে তুমি জুলুমের পক্ষই নিয়েছ ।
চোখ থাকতে অন্ধ ,কান থাকতে বধির সেজে বসে থাকা সুবিধাভোগীরা হচ্ছে যে কোন দেশের জন্য সবচেয়ে বিপদজনক প্রানী। শত্রুদের তাও চেনা যায়। এদের চেনা খুব কঠিন। গিরগিটির মতই বহুরুপী এরা।
১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২৯
মিথমেকার বলেছেন: প্রতিবাদ হবে ব্লগে, প্রতিবাদ হবে রাজপথে!
গিরগিটি গুলোকে চিহ্নিত করে সামাজিক ভাবে বহিস্কার করা উচিত। এরা সব সময় বেহায়া-চাটুকার, যেখানে অবৈধ সুবিধা সেখাইনেই এরা।
৩| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: দামাল ছেলেরা
ছবি কপিরাইট: প্রথম আলো।
১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৫
মিথমেকার বলেছেন: জনতা ওদের চিনে রাখছে, ওদের কর্ম ফল ওদের ভোগ করতে হবেই।
৪| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৪
মেঠোপথ২৩ বলেছেন: https://www.youtube.com/watch?v=fxxwg5Q22Xg
উপড়ের ভিডিওতেও মেয়েদের ওপড় প্রথম হামলার যে বিবরন পাওয়া গেছে তা ভয়ঙ্কর।
এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত মুখপাত্র ম্যাথু মিলার মিলার বলেন, বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। আমাদের তথ্যমতে, এই বিক্ষোভে এখন পর্যন্ত ২ জন নিহত এবং হামলায় শতশত বিক্ষোভকারী আহত হয়েছে। সুত্র ঃ আমাদের সময়
১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১৪
মিথমেকার বলেছেন: এই বেজন্মা জানোয়ার গুলো কখনোই নারীদের সম্মান করেনি করতে জানে না, ওদের কাছে নারী মানেই ভোগ এর জিনিস।
৫| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১৫
মিথমেকার বলেছেন:
৬| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৪
বিদ্রোহী পুরুষ বলেছেন: বঙ্গবন্ধু বেচে থাকলে আজ তিনি লড়তেন এই বৈষম্যের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই চেতনা ব্যবসায়ীদের বিরুদ্ধে।
৭| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৪
মিথমেকার বলেছেন:
৮| ১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
পাইকার ১.১.২ বলেছেন: নুরুল আমিনের আত্মা শেখ হাসিনার উপর ভর করেছে। পুলিশের জন্য ০% হুমকি ছিলেন তারপরও নরুল আমিনের পুলিশ বাহিনী তাকে গুলি করলো। ৫২ আবার ফিরে এসেছে ফিরে।
১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৬
মিথমেকার বলেছেন: স্বৈরাচারে পতনের আগমুহূর্তে এরা পদে পদে ভুল করতে থাকে।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১০
ঢাবিয়ান বলেছেন: ছাত্রলীগকে হেলমেট, স্টিক সব কিছু সাপ্লাই দিচ্ছে পুলিশ। গতকাল রাতে বিশ্ববিদ্য্যালয়ের হলগুলোতে হামলার পর ঢাকা মেডিকেলের অভ্যন্তরে ঢুকেও শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ। পুলিশ নির্বিকার দাড়িয়েছিল।