নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।
দেশের তরুণদের ওরা চিনতে বড্ড ভুল করে ফেলছে! এরা ভাইয়ের, বোনের রক্তের সাথে কখনোই বেইমানি করতে পারে না।
দেশের কোনো আইন এই স্বৈরাচারী সরকারের পুলিশকে নিরস্ত্র শিক্ষার্থীর মুখে চড় মারার অধিকার দেয়নি। রি চড় পুরো জাতির মুখে পড়েছে, পড়েছে এই দেশের আইন ও বিচার ব্যবস্থার ওপর! ছিঃ! ধিক্কার জানাই ছিঃ!
নিরীহ গরিব মানুষেরও এই স্বৈরাচারী সরকারকে অভিশাপ দিচ্ছে। এভাবে আর দেশ চলতে পারে না!
অভিভাবকদের হাত থেকে সন্তানদের ছিনিয়ে নিচ্ছে পুলিশ! এমন বর্বরতা দখেনই বিশ্ব।
নিরস্ত্র, নিরাপরাধ শিশু শিক্ষার্থীদেরকে আটক করছে স্বৈরাচারী সরকারের পুলিশ!!
আবারও রাজপথে নামতে শুরু করেছে শিক্ষার্থীরা! সত্যের বিজয় হবেই।
দেশের সব প্রান্তে ছড়িয়ে পড়ছে আন্দোলন! শিক্ষার্থীর এই গণহত্যার বিচার চায়।
স্বৈরাচারী পুলিশের সামনে বুকচিতিয়ে নিজেদের অধিকার চাইয়ছে শিক্ষার্থীরা।
কোর্টের রায়ের পরও ছাড় হচ্ছে না আটক ৬ সমন্বয়কে। ৬ সম্মনয়কে ধরে ভাতের হোটেলে ছবি তোলায়; হাই কোর্ট বলেছে- "জাতির সাথে মশকরা করবেন না।"
রিয়া মনি এখন ওর বড় ভাইবোনদের সাথে নিরাপদে আছে!!!
খবর গুলো দেখতে চাইলে শিরোনাম লিখে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে। (যদি স্বৈরাচারী সরকারের ভয়ে ভিডিও সড়িয়ে না নেয়।)
২| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৪
মিথমেকার বলেছেন: স্বৈরাচারী পুলিশের গাড়ি আটকে দিয়েছে শিক্ষার্থীরা। লাইভ
৩| ২৯ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১২
মিথমেকার বলেছেন: বন্ধু!!! এমন বন্ধু প্রতিটি মানুষের জীবনে থাকুক!
৪| ২৯ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
মিথমেকার বলেছেন: আবারও গুলি গ্রেনেড!!
৫| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ৮:০১
আরেফিন৩৩৬ বলেছেন: বদ্বীপে বীর সন্তান।
৬| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩৩
মিথমেকার বলেছেন: আবারও মেয়ে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন!!! এই পশুত্বের শেষ কোথায়!আবারও মেয়ে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন!!! এই পশুত্বের শেষ কোথায়!
৭| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ১২:১৫
মিথমেকার বলেছেন: নিরস্ত্র ছাত্রদের পুলিশের হাতে তুলে দিচ্ছে কিছু ফুটফুটে সুন্দর স্বেচ্ছাসেবী! পুলিশও সাদরে গ্রহণ করছে এসব অবৈধ কার্যকলাপ।
৮| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ১২:২০
মিথমেকার বলেছেন: নিরস্ত্র, নিরীহ শিক্ষার্থীদের হাত থেকে ব্যানার প্লাকার্ড ছিনিয়ে নিচ্ছে স্বৈরাচারে আরেক হায়না।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫০
মিথমেকার বলেছেন: এত মৃত্যুর পরও শিক্ষার্থীদের ওপর আবারও নির্বিচারে গুলি করছে স্বৈরাচারী সরকারের পুলিশ