নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

আবারও ফেসবুক বন্ধ করল স্বৈরাচারী সরকার! (সাময়িক)

০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮



মোবাইল নেটওয়ার্কে ফেসবুক, টেলিগ্রাম বন্ধ আজ দুপুর ১২টা থেকে।


আপনাদের কী এই অ্যাপ গুলো কাজ করছে?



নিউজ লিঙ্ক

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৩০

রানার ব্লগ বলেছেন: তাই!!??

০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৬

মিথমেকার বলেছেন: অবাক হলেন মনে হচ্ছে!! =p~

২| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৭

রানার ব্লগ বলেছেন: আরে অবাক না! আমার কাজ করছে তাই জিজ্ঞাসা করলাম।

০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:০১

মিথমেকার বলেছেন: মোবাইল নেটওয়ার্কে কাজ করলে, বলতে বাধ্য হচ্ছি আপনি স্পেশাল মানুষ বটে!

৩| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:০২

রানার ব্লগ বলেছেন: নাহ কাজ করছে না। বন্ধ!! ধুর একটু শান্তি মতো রিল দেখবো তাও যদি পারি। কতো মজার মজার রিল মিস হবে :(

০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:১০

মিথমেকার বলেছেন: থাক মন খারাপ কইরেন না! দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেন পারলে।

৪| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:১৩

মিথমেকার বলেছেন:
@রানার ব্লগ
ইউটিউব খোলা আছে এখনও সম্ভত। গান শুনেন কী আর করবেন।

৫| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:২০

নতুন বলেছেন: ভিপিএন ব্যবহার করবে জনগন।

ইন্টারনেটের কানেকসন ইন্দুরে কাটবে এবার। পলক সাহেব কই?

০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:২৭

মিথমেকার বলেছেন: নতুন বলেছেন: ভিপিএন ব্যবহার করবে জনগন।

ইন্টারনেটের কানেকসন ইন্দুরে কাটবে এবার। পলক সাহেব কই?

আছে বোধহয় কোনো অতি জরুরি বৈঠকে ব্যস্ত!

ইন্টারনেটের কানেকসন ইন্দুরে কাটবে এবার।
=p~ =p~ =p~
হয়তো শোনা যাবে জাকের বার্গ বলেছে; তিনি বাংলাদেশের মানুষকে পচ্ছনো করেন না। এই জন্যই তারাই ফেসবুক বন্ধ হয়েছে!! =p~

৬| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩১

নতুন বলেছেন: মিস্টার পলককে বলুন রিজাইন করতে। মিথ্যা বলার একটা সীমা আছে। উনি শিক্ষিত মানুষ উনার কাছ থাকে এটা আশা করিনাই।

আমি উনারে ইমেইল করে চাই উনার ব্যক্তিগত ইমেইল ঠিকানাটা খুজতেছি।

০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৮

মিথমেকার বলেছেন: নতুন বলেছেন: মিস্টার পলককে বলুন রিজাইন করতে। মিথ্যা বলার একটা সীমা আছে। উনি শিক্ষিত মানুষ উনার কাছ থাকে এটা আশা করিনাই।

আমি উনারে ইমেইল করে চাই উনার ব্যক্তিগত ইমেইল ঠিকানাটা খুজতেছি।


আইসিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এ পেতে পারেন। যদি সেটা এখনও হ্যাক না হয়ে থাকে।
কিছু মানুষ সত্য মিথ্যার একদমই বুঝতে চান না। তাদের জন্য প্রার্থনা তাদের যেন সৃষ্টিকর্তা সত্য বোঝার ক্ষমতা দিক।

৭| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৭

মিথমেকার বলেছেন: সামু থেকে এখনও এই নির্মম গণহত্যার প্রতিবাদ কেন করা হচ্ছে না বুঝতে পারছি না!!!



৮| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৬

আদিত্য ০১ বলেছেন: কই, ফেসবুকে তো এখনও ঢুকে আছি

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৮

মিথমেকার বলেছেন: মোবাইল নেটওয়ার্কে?

৯| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:১২

আদিত্য ০১ বলেছেন: আরে ভাই মোবাইল নেটওয়ার্কে ঢুকে আছি, মোবাইল নেটওয়ার্ক ও ফেইসবুক সবই সচল, এখন সরকার অনেক বিপদে আছে বলেই গুজবও সত্যি হিসেবে নিবে অনেকেই

০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৪

মিথমেকার বলেছেন: যদি ভিপিএন ইউজ না করে থাকেন তাহলে আপনি বেশ লাকি মানুষ বলতে হচ্ছে!
এটা গুজব না প্রথমআলোর নিউজ দেখে নিন লিঙ্ক দেয় আছে।

১০| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: অধিকাংশ মানুষ এখন ভিপিএন ব্যবহার করে ফলে নো টেনশন।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ২:০০

মিথমেকার বলেছেন: ভিপিএন এ নেট মারাত্মক স্লো করে দেয়, যদি ভালো পেইড ভিপিএন না হয়। তারপরও এখন ভিপিএন দারুন ভাবে সাপোর্ট করছে।

১১| ০২ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:১২

আদিত্য ০১ বলেছেন: ভিপিএন ছাড়াই ফেইসবুক ব্যবহার করছি, যাইহোক, শেখ হাসিনা পদত্যাগ করলে অন্তত ক্রিমিনাল নায়ক তারেককে ক্ষমতায় না বসিয়ে ভালো কাউকে বসাক এই প্রত্যাশা রইলো

১২| ০২ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৩| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৮:০৫

রানার ব্লগ বলেছেন: ক্ষমতায় যেই আসুক চোর তারেক আর জামাত শিবিরর আগমনের ছায়া দেখা গেলেই এর থেকে বড় ম্যাসাকার হবে। এটাও এই সব সংস্কারবাদীদের ভেবে রাখা উচিৎ।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ২:০২

মিথমেকার বলেছেন: একজন সৎ যোগ্য লোককে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করে স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচন দেয়া এখন সময়ের দাবি।

১৪| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩০

ভুয়া মফিজ বলেছেন: মিথমেকার বলেছেন: সামু থেকে এখনও এই নির্মম গণহত্যার প্রতিবাদ কেন করা হচ্ছে না বুঝতে পারছি না!!! সামু একটা সামাজিক প্ল্যাটফর্ম। এই ধরনের প্ল্যাটফর্মের নিরপেক্ষতা পূর্বশর্ত; সরাসরি কোন পক্ষ নেয়া সেই পূর্বশর্তের বিরুদ্ধে যায়। এখানে যেমন প্রচুর সরকারী দালাল দেখছেন, তেমনি আন্দোলনকারীদের পক্ষের লোকজনও দেখছেন। সবাই যার যার মতামত প্রকাশ করবে আর সামু সেটা প্রকাশ করবে। এখানে সামু'র কোন সরাসরি দায়বদ্ধতা নাই।

তবে স্বৈরাচারী সরকার বিভিন্ন সময়ে যে কোনও মিডিয়ার কন্ঠরোধ করতে পারে। এক সময়ে সামু'রও করেছিল।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ২:০৮

মিথমেকার বলেছেন: এট লিস্ট যারা প্রাণ হারিয়েছেন সবার জন্য একটা পিনপোস্ট তো দেয় যেতে পারে। দেখেছি মোডুগণেরা বেশ ভালো কৌশলী নিরপেক্ষ লেখা দেন। তারই একটি লিখে দিতে পারেন। ব্যানার ও চেঞ্জ করা যেতে পারে। লেখালেখির এত বড় একটা প্লাটফর্ম তাইবলে একদম নির্বিকার থাকবে? মানতে পারছি না!

১৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ২:১৬

ভুয়া মফিজ বলেছেন: লেখালেখির এত বড় একটা প্লাটফর্ম তাইবলে একদম নির্বিকার থাকবে? কিছু একটা করলে তো ভালোই হতো। তবে ওই যে বললাম, একবার গলা চেপে ধরেছিল!!! এখনও ব্যথা আছে। তাই কিছুটা ভয়ও কাজ করে। :)

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ২:২৩

মিথমেকার বলেছেন: "এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল।"
:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.