নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

"খেলা হবে" বলা সেই বিশিষ্ট খেলোয়াড় গোপনে মাঠ ছাড়লেন: ব্যাড বয়\'স গোস টু থাইল্যান্ড (সাময়িক)...

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৮




একজন বিশিষ্ট খেলোয়াড়ের এমন নীতিবহির্ভূত কর্ম কি ঠিক হয়েছে?
নিউজ লিঙ্ক
নিউজ লিঙ্ক ২

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:১২

রানার ব্লগ বলেছেন: দেশেই আছে !

০৩ রা আগস্ট, ২০২৪ দুপুর ১:৩১

মিথমেকার বলেছেন: তাহলে তো খুবই ভালো কথা!

২| ০৩ রা আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১

ভুয়া মফিজ বলেছেন: শামীম ওসমান ভেগে গিয়েছে, খবর নিশ্চিত। ছাত্ররা খেলতে চেয়েছিল, ব্যাটা না খেলেই ভেগে গেল!! আফসোস!!!

শুনলাম ফজলে নূর তাপসও ভেগে গিয়েছে। এটা অবশ্য নিশ্চিত না। তবে এখন যে কেউ যে কোনও সময়ে ভাগতে পারে। ট্যাকা যা চুরি করার করেছে, সেগুলো ভোগ করতে হবে না!!!

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

মিথমেকার বলেছেন: তল্পিতল্পা নিয়ে ভেগে যাওয়ার ধুম পড়েছে!!! =p~

৩| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

অপলক বলেছেন: গলির কুত্তা ভোগে (চিল্লায়) বেশি। পালাবে না তো কি করবে...

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

মিথমেকার বলেছেন: ওই লোকের আগেও হাঁকডাক দিয়ে পালানোর রেকর্ড আছে।

৪| ০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তার চিঠিতে লেখা তিনি থাইল্যান্ড যাবেন চিকিৎসা নিতে। আর খবরে দেখলাম তিনি ওবায়দুল কাদেরের মিটিঙে বসা। তার পালানোর কথাটা গুজব হতে পারে।

০৩ রা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

মিথমেকার বলেছেন: কে যে কখন পালাচ্ছে কখন ফেরত আসছে কিছুই বলা যাচ্ছে না। এটাও হতে পারে সব কয়টা স্বৈরাচার একস্থানে সেফ হাউজে এ রয়েছে।

৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৮:২৬

মিরোরডডল বলেছেন:





মিথ, তার ছেলেতো স্টেটমেন্ট দিলো এটা ফেইক নিউজ।
তবে শুধু শামীম না, অন্য নেতারাও যে কোন সময় পালাতে পারে।
পরিস্থিতি যেদিকে যাচ্ছে।


০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৪৬

মিথমেকার বলেছেন: কেযে কখন পালাচ্ছে কিছুই বলা যাচ্ছে না! ডাইনিটা ধরা পড়বে জনতার হাতে নাকি পড়বে এটাই দেখার অপেক্ষায় আছি!!!!

৬| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৩৫

ভুয়া মফিজ বলেছেন: মিরোরডডল বলেছেন: মিথ, তার ছেলেতো স্টেটমেন্ট দিলো এটা ফেইক নিউজ। শামীম ওসমানকে যারা চিনে তারা জানে দেশে থাকলে এই ধরনের পরিস্থিতিতে সে নিজেই মিডিয়ার সামনে আসতো, কারো মাধ্যমে স্টেইটমেন্ট দিতো না। আমার কাছে লন্ডনের এক সাংবাদিকের কাছ থেকে পাওয়া তথ্য হলো, সে তার পরিবারের পাচ সদস্য নিয়ে থাইল্যান্ড চলে গিয়েছে।

তবে পরিস্থিতি ভালো হলে চামে দেশে চলে আসবে। তখন হয়তো মিডিয়ার সামনে এসে বলবে, আমি দেশেই ছিলাম। ডায়রিয়া হওয়াতে মিডিয়ার সামনে আসতে পারি নাই!!!! =p~

৭| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৮:৪৪

মিথমেকার বলেছেন:

ভিডিও লিঙ্ক

মাস্ট ওয়াচ!!!!

৮| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:০০

মিরোরডডল বলেছেন:





পলক যেনো কোনভাবে পালাতে না পারে।
একে জনমঞ্চে তুলে দিগম্বর করে পেটানো উচিত।

আমি তাকে পছন্দ করতাম কিন্তু লাস্ট ফিউ উইক্স তার সীমা ছাড়ানো মিথ্যাচারিতা দেখে দেখে ক্লান্ত।
Currently Internet is everyday necessity of life. We can't imagine a day without it.
সেই ইন্টারনেট নিয়ে যা করলো এবং এখনো করছে, this is not acceptable.


০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:০৮

মিথমেকার বলেছেন: ওই বদমাইশটার বিচার নাকি শাপলা চত্বরে হবে জনতার আদালতে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.