নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ভুলে যাবে না!!! বাংলাদেশ ভুলে যাবে না!!! বাংলাদেশ ভুলে যাবে না!!! বাংলাদেশ ছেড়ে দেবে না!!! তোদের পতন অনিবার্য।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৯





বাংলাদেশের ইতিহাসে একদিনে এত মানুষ আগে কখনও প্রাণ হারায়নি!!! আর কত লাশ চাস তোরা? আর কত? আর কত?
তোদের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। এই দেশের মানুষ সহনশীল কিন্তু সর্বসহা নয়!
তোদের বিচার জনতার আদালতে!


নিউজ লিঙ্ক
নিউজ লিঙ্ক
নিউজ লিঙ্ক
অটোমেটিক অসল্ট রাইফেল থেকে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে নির্মম ভাবে গুলি করা হয়েছে! (ভিডিও লিঙ্ক)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৪

মিথমেকার বলেছেন:



২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৯

সামরিন হক বলেছেন: সহ্য করা যাচ্ছে না।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০৩

মিথমেকার বলেছেন: অশ্রুকে শক্তিতে রূপ দিন! সত্যের জয় হবেই!

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৩:৩৭

মিথমেকার বলেছেন:
নিউজ লিঙ্ক

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:০০

কামাল১৮ বলেছেন: যারা অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হবে।বিচার হীনতা থেকে বের হয়ে আসছে এই সরকার।মুজিব হত্যার বিচার হয়েছে।রাজাকারদের বিচার হয়েছে।এই সব হত্যাকান্ডের বিচার অবশ্যই হবে।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭

মিথমেকার বলেছেন: আপনি কী আপনার বিচার চাইছেন?

৫| ০৫ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কোটা আন্দোলনকারীরা ভয়াবহ সন্ত্রাসী ।
তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
তারা যেভাবে দেশের ক্ষতি করছে সেই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না সহজে।

তারা বিশেষ একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভাড়াটিয়া হিসেবে কাজ করছে।
এবং প্রচুর পরিমাণে টাকা পাচ্ছে এতে কোন সন্দেহ নেই ।
কম বয়সে টাকা পেলে যা হয়।
দেশের সম্পদ ধ্বংস করতে তাদের বিবেকে একটু বাঁধছে না।
আফসোস।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৮

মিথমেকার বলেছেন: আপনাকে নিয়ে আমি বড্ড হতাশ! ভুয়া সিন্ডিকেট ছাড়ুন। সত্য নায়্যের পক্ষ নিন। অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন।

৬| ০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: জনতার আদালত প্রস্তুত প্রায় আর স্রষ্টাই ভালো জানেন কিভাবে এই অপশক্তিকে ধ্বংস করবেন। তবে ধংস নিশ্চিত টুডে অর টুমুরো।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯

মিথমেকার বলেছেন: আপনার প্রেডিকশন সত্য হয়েছে। বিপ্লবী শুভেচ্ছা কবি!!!

৭| ০৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫

পাইকার ১.১.২ বলেছেন: ঢাকাতেও অটোমেটিক রাইফেল হাতে লীগের সন্ত্রাসী / র এজেন্টদের দেখা গেছে। ইউটিউবে আছে। সম্ভবত বাংলাভিশন চ্যানেলে।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২০

মিথমেকার বলেছেন: দেখেছি। ওদের বিচার হবে নিশ্চিত থাকুন।

৮| ০৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭

পাইকার ১.১.২ বলেছেন: বাংলাভিশন মনে হয় ডিলিট মারছে। কপি করাটা পাইলাম। রেজুলেশন ভালো না। তাও পুরাটা নাই।

আমার ফোনে রেকর্ড করা আছে। ক্রেডিট pusab কে দিয়েছিলো। ধানমন্ডির ঘটনা।এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে পৌঁছানো দরকার।

একটু চিন্তা করেন এমন সবকিছু হচ্ছে চুলপ্রেমিকদের চোখের সামনে। তাদের যদি এতোই প্রেম থাকে তো তাদের রেইড দিয়ে ধরছেনা কেন? ছাত্রদের উপর তো ঠিকই রেইড চালাতে পারে। তাদের প্রহরায় পুলীশ বিজিবি লীগ গণহত্যা চালালো। তারাও জনতার দিকে তাক ট্রেনিং এক্সারসাইজের মতো গুলি করল। এতকিছুর পর হঠাৎ কয়েকটা পটকা ফুটাইলো তাতেই আপনারা অতীতের সবকিছু ভুলে মাথায় তুলে ফেললেন।




১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৫

মিথমেকার বলেছেন: সকল অপরাধীদের বিচার হবে। দেশের ছাত্র-জনতা ওদের সকল চক্রান্ত ধূলিস্যাৎ করে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.