নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

২৪ এর গণঅভ্যুত্থান সামু তেও এসেছিল..

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৫



বাংলাদেশে বা বাংলায় কথা বলা মানুষের মাঝে একটি নব জাগরণ হবে আর সেটা নিয়ে সামু ব্লগারেরা লিখবেন না, তা কি হয়!

সামুতে রক্তপাতহীন ২৪ এর বিপ্লব হয়েছে। যেখানে ছিলো সত্য নায়্যের পক্ষের লেখক-পাঠক, তেমনি কিছু ব্লগীয় প্রলাপ বকা ব্লগার, কিছু গিরগিটি, আর নীরব লেখক-পাঠক!

যে ব্লগারেরা তীব্র আতঙ্ক, ভয়কে জয় করে লিখে গিয়েছেন তাঁদের ২৪ এর বিপ্লবের আন্তরিক শুভেচ্ছা! আপনাদের লেখা বৃথা যায়নি। খুনি স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, ছাত্র-জনতার বিজয় হয়েছে! বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে!

একটাইতো জীবন। এই জীবনে সত্য-সুন্দরের পক্ষ নিন। জুলুম, অন্যায়, অবিচার, মিথ্যার বিরুদ্ধে কথা বলুন। অন্যায়, অবিচার, মিথ্যার প্রতিবাদ করে যে স্বর্গীয় তৃপ্তি পাবেন সেটা কখনই নিজের ইগো ডিফেন্ড করে, মিথ্যার পক্ষ নিয়ে পাবেন না!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমি শুধু মনের জ্বালা মেটানোর জন্য লিখে গেছি একের পর এক কবিতা । গণ অভ্যুত্থান আন্দোলিত করেছে সবাইকে বাধ বাঙার আওয়াজ সামহুয়ার ইন ব্লগ তার ব্যতিক্রম নয়। সে যে এক মহা গণ অভ্যত্থান।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১০

মিথমেকার বলেছেন: অনেক অনেক বিপ্লবী সালাম শুভেচ্ছা কবি!
মনে রাখবেন; সকল কবি প্রতিবাদী কবিতা লিখতে পারেন না। যখন দেখেবেন আপনি কিছু লিখে মুছে ফেলছেন। বারবার সেটা লেখা যাবে কিনা ভাবছেন, তখনই বুঝে নিবেন আপনি স্বাধীন নন।

২| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০৯

নয়া পাঠক বলেছেন: রাস্তায় গিয়ে স্বশরীরে আন্দোলন করা সম্ভব ছিল না বলেই ব্লগে আন্দোলন করেছি। কিন্তু কিছু ব্লগীয় সন্ত্রাসীদের মন্তব্যে কিছুটা ভীত হলেও দমে যাই নি। চাইলে দেখে আসতে পারেন আমার ব্লগীয় প্রোফাইল, গত একমাসের খেরোখাতা। সাথে মন্তব্যগুলিও পড়তে পারেন ইচ্ছে হলে।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১১

মিথমেকার বলেছেন: অনেক অনেক বিপ্লবী শুভেচ্ছা আপনাকে!!! সব সময় সত্য নায়্যের পক্ষে থাকবেন এটাই চিরকামনা!

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৫

সোনাগাজী বলেছেন:


@সেলিম আনোয়ার ,

আপনি বলছেন আপনি কবিতা লিখে গেছেন! আপনি বিরক্তিকর মানুষ, ১ম শ্রেণীর বাচ্ছা আপনার থেকে ভালো লেখেন।

আপনি বড় সরকারী চাকুরী করেন, নাসির উদ্দিন পিন্টুর মতো সন্ত্রাসী আপনাকে চাকুরী যোগাড় করে দিয়েছে।

আপনার কবিতা ১ম শ্রানইির বাচ্ছাদের চেয়েও নীচু মানের কবিতা; আপনার কবিতাকে আরও কিছু বলা যেতো; কিন্তু এডমিন সাহেব সেই শব্দের জন্য আাকে "জেনারেল" করে দেবেন; আপনার মত লোকজন বড় বড় চাকুরী দখল করে দেশটাকে সুদানে পরিনত করেছে; আপনার কবিতা পড়লে আপনাকে মুদি-দোকানদার মনে হয়।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৯

মিথমেকার বলেছেন: আপনি পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার অনুভূতি আরও বিস্তারিত ভাবে লিখে একটি থেসিস প্রকাশ করুন।
পরবর্তীতে সেটা দেশের যেকোনো একটি টিস্যু কোম্পানিতে দেয়া হবে ওহার সর্বোচ্চ প্রয়োগ এর জন্য!
আপনার থেসিস পেপারটি দেশের প্রতিটি বাড়িতে থাকবে। তখন আপনি হয়তো পরিচিত হতে পারবেন, আপনর সারাজীবনের বাসনা পূর্ণ হবে।

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০

নতুন বলেছেন: সোনাগাজী বলেছেন: @সেলিম আনোয়ার ,
আপনি বলছেন আপনি কবিতা লিখে গেছেন! আপনি বিরক্তিকর মানুষ, ১ম শ্রেণীর বাচ্ছা আপনার থেকে ভালো লেখেন।
আপনি বড় সরকারী চাকুরী করেন, নাসির উদ্দিন পিন্টুর মতো সন্ত্রাসী আপনাকে চাকুরী যোগাড় করে দিয়েছে।
আপনার কবিতা ১ম শ্রানইির বাচ্ছাদের চেয়েও নীচু মানের কবিতা; আপনার কবিতাকে আরও কিছু বলা যেতো; কিন্তু এডমিন সাহেব সেই শব্দের জন্য আাকে "জেনারেল" করে দেবেন; আপনার মত লোকজন বড় বড় চাকুরী দখল করে দেশটাকে সুদানে পরিনত করেছে; আপনার কবিতা পড়লে আপনাকে মুদি-দোকানদার মনে হয়।


@সোনাগাজী

* আপনি কি ১ম শ্রেনীর বাচ্চার কবিতা পড়েছেন?
* আপনার কাছে কি প্রমান আছে যে উনাকে নাসির উদ্দিন পিন্টুর মতো সন্ত্রাসী চাকুরী জোগাড় করে দিয়েছে?

সরকারী বড় আমলারাই দেশের সবচেয়ে ক্ষতি করে এটা ঠিক বলেছেন। আমলা দূনিতি করে বেশি, অশিক্ষিতরা দূনিতি বেশি করার সুযোগ পায় না।

কিন্তু আপনি অহেতু উনাকে আক্রমন করছেন কেন?

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১১

রানার ব্লগ বলেছেন: শুভেচ্ছা!! স্বাধীনতার সুফল ভোগ করুন কিন্তু সতর্ক থাকুন এক শক্তি কিন্তু সুফলের আড়ালে তাদের নিজেস্ব ছক কষছে।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৬

মিথমেকার বলেছেন: বিপ্লবী শুভেচ্ছা!
সতর্ক থাকুন। এই স্বাধীনতা রক্ষা করতেই হবে।

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৪

ধুলো মেঘ বলেছেন: এর মধ্যে গোফরান নামক পল্টিবাজের ভোল পাল্টানোর দৃশ্য ছিল দেখার মত। একদম সময় মত কাপড় চেঞ্জ করে ফেললো।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮

মিথমেকার বলেছেন: পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের পা চাটা শুরু করে কিনা দেখেন! এসব লোকজন রঙ পালটাতে ওস্তাদ।

৭| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৯

রানার ব্লগ বলেছেন: চাঁদগাজী @ সেলিম ভাইয়ের উপর উত্তেজনা দেখিয়ে কি লাভ। সবার মতাধিকার আছে। উনি ওনার মতামত কবিতায় প্রকাশ করেছেন। এতে দোষের কি আছে? এটা ব্লগ ব্যক্তিজীবনের কোন ঘটনা টেনে আনার কোন দরকার দেখি না। উনি কবিতা টা ভালো লেখেন। দিন শেষে তিনি একজন কবি, আম যেহেতু নিজে লেখার চেষ্টা করি কবিতা তাই ওনার প্রতি আপনার খামকা উত্তেজনার প্রতিবাদ জানাচ্ছি।

৮| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: @সোনাগাজী আমি চাকুরী করি ২৮ তম বিসিএস এর মাধ্যমে । উহা কার সময়ের নিয়োগ একটু খোজ খবর তো নিবেন মূর্খের মতো কথা বললে কি হবে? এরেআগে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকার্স রিক্রোটমেন্ট ২০০৮ এর মাধ্যমে। আর ২৭ বিসিএস এ পুলিশে সুপারিশপ্রাপ্ত হয়ের খুনি হাছিনার কারণে জয়েরন করা হয়নাই। তার আগে কাজ করতাম কলম্বিয়াবিশ্ববিদ্যালয় আমেরিকা - ঢাকা বিশ্ববিদ্যলয়ের কোলাবোরেশনে একটি প্রজেক্টের সমন্বয়ক হিসেবে , ডিউক বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যলয়েরে কোলাবোরেশনে একটি রিসার্স প্রোজেক্টের সমন্বয়ক হিসেবে আর কি বলা লাগবে?.............

৯| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যের পথে যারা আজে তাদের বিজয় অনিবার্য। খুনী সরকারের পতন সেটাই প্রমাণ করে। ভালো থাকুন।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৩

মিথমেকার বলেছেন: বিপ্লবী শুভেচ্ছা নিবেন!

১০| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৩

দি এমপেরর বলেছেন: @ সোনাগাজী! সেলিম আনোয়ারের ব্যাপারে আপনি যা বলেছেন তা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা? আপনাকে কেন বারবার ব্যান করা হয় তা আজ খুব ভালোভাবে বুঝতে পারলাম। আপনার প্রতি যা-ও সহানুভূতি ছিল তা আজ থেকে তা উবে গেল। আপনার কমেন্টব্যানে রাখাটাই ভালো ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.