নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।
১৮ জুলাই বিকাল ৩টার পর ওরা দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আক্রমণ করে। প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে ভবনের নিচে পার্কিংএ থাকা গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে ভবনের নিচতলায়ও ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়া হয়।
আরটিভি অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গিয়েছে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে; ঢাকা উত্তরের ২০ নাম্বার ওয়ার্ড এর সভাপতি জুনায়েদ মনির, স্থানীয় আওয়ামীলীগ নেতা নায়েব আলী, শ্রমিকলীগ নেতা সোহাগ আকন্দ এবং রাজু।
আওয়ামলীগের ১৬ বছরের অপকর্মের আমল নামা ধীরে ধীরে বের হওয়া শুরু করেছে। এই বদমাইশ গুলো যে অ্যাকচুয়াল অগ্নি সন্ত্রাস করত এবং ওদের ডাইনি নেত্রীর সেই প্রিয় ডাইলগ জ্বালাও-পোড়াও এর বাস্তবায়ন করত এতে এখন আর কোনো সন্দেহ নেই।
সঠিক তদন্ত করলে ২০১৩-১৪ সালের সেই ভয়াবহ অগ্নি সন্ত্রাস কারা করেছে, সেই সত্য বেরিয়ে আসবে। সাথে সাথে ২০২৪ এর প্রহসনের নির্বাচনের আগে গণহারে কারা ট্রেনে আগুন দিয়ে নিরীহ মানুষগুলোকে নির্মম ভাবে পুড়িয়ে মেরেছে সেটাও বেরিয়ে আসবে।
নিউজ লিঙ্ক
ভুলে গেলে চলবে না; সত্য কখনো চাপা থাকে না!
১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯
মিথমেকার বলেছেন: ওদের সকল অপকর্ম ধীরে ধীরে দেশের মানুষের সামনে বেরিয়ে আসছে। বাংলাদেশে আওয়ামীলীগ-ছাত্রলীগ-যুবলীগ এখন একটি মারাত্মক গালাগালি।
দেশের মানুষ এখন ওদের ঘৃণা করে!
২| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুষ্ট বুদ্ধিতে আর গুণ্ডামিতে আওয়ামীলীগের সাথে জেতা খুব মুশকিল। কিন্তু এবার ধরা খাইসে। বেশী লাশ ফেলে দিয়েছিলো। ৫ টা বা ১০ টা লাশ পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারতো হয়তো। শেখ হাসিনা আরেকটা কারণে পতিত হয়েছে। সেটা হল ছাত্রদের দাবি মেনে নেয়ার পরে সে পুলিশকে এবং ছাত্রলীগকে হুকুম দেয় বিভিন্ন এলাকা পুরোপুরি ব্লক করে (ঘিরে ফেলে) বাড়ি বাড়ি গিয়ে গভীর রাতে ছাত্রদেরকে গ্রেফতার এবং চিরুনি অভিযান, গুম (প্রত্যেকের মোবাইল চেক করা হয়েছে)। পরাজয় মেনে নিতে পারছিল না হাসিনা। তাই দাবি মানার পরেও প্রতিশোধ নিচ্ছিল। হাসিনার উচিত ছিল সকলকে ছেড়ে দেয়া। প্রচুর পরিমানে মামলা করা হয়েছিল ছাত্রদের বিরুদ্ধে। দাবি মেনে নেয়ার পরে উচিত ছিল সব ভুলে গিয়ে মামলা প্রত্তাহার করা।
১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫০
মিথমেকার বলেছেন: শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট সাইকোপাথ স্বৈরশাসক হিসাবে অমর হয়ে থাকবে। তার অমর হওয়ার বাসনা পূর্ণ হয়েছে।
৩| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫
দি এমপেরর বলেছেন: আমার আগেই সন্দেহ ছিল। ব্লগার নতুনও সন্দেহ প্রকাশ করেছিলেন এই ব্যাপারে। এসব অপকর্মের হোতা যে সরকারদলীয় লোকজন ছিল এখন তা সত্য বলে প্রমাণিত হচ্ছে।
১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৯
মিথমেকার বলেছেন: সকল সত্য সামনে আসবে। সত্য কোনোদিন লুকায়িত থাকে না।
৪| ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৪
নতুন নকিব বলেছেন:
আমার মাথায় ধরিতেছে না, হাসিনা ইহা কী করিল! আর যাহাই হউক, অনেকেরই তাহার প্রতি ব্যাপক ভরসা ছিল যে, তিনি কোনো অবস্থায়ই কূটবুদ্ধিতে হেরে যাওয়ার পাত্র নন। কিন্তু কিসে যে কি হইয়া গেল! সাড়ে চুয়াত্তুর ভাই বললেন, লাশ বেশি ফালাইয়া দেওয়ার কারণে না কি এই সমস্যাটা হইয়াছে। হয়তো বা ইহাই কারণ।
আসল কথা হইল, পাপের প্রায়শ্চিত্য প্রত্যেককেই করিতে হইবে। দুই দিন আগে আর পরে। এত দিনে তাহলে থলের বিড়াল বাহির হইয়া আসিতেছে। আরও অনেক বিড়াল বাহির হওয়ার অপেক্ষায়। আয়না ঘর নাটক আর ইন্টারনেট বন্ধকরণের তেলেসমাতি হইতে শুরু করিয়া জাতি একে একে সবই জানিতে পারিবে।
ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২১
মিথমেকার বলেছেন: ডাইনি হাসিনা কূটবুদ্ধিতে ভালোই পারদর্শী সে কথা বলা বাহুল্য। কিন্তু কূটবুদ্ধি দিয়ে বেশিদিন সত্যকে দেহে রাখা যায় না।
৫| ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৫
দূর মিয়া বলেছেন: পোস্ট আর কমেন্ট পড়ে বুজলাম দেশে বলদ গরুর আবাদ ভালই হইছে। এবাইর মনে হই গরুর দাম কমবে
১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৬
মিথমেকার বলেছেন: আওয়ামী গরুগুলোকে এখন খোয়াড়ে দেয়ার সময় হয়েছে। বদমাইশগুলোর মালটি নিকে এখানে সেখানে মলত্যাগ এই ব্লগে সহ্য করা হবে না। সময় বুঝে, কোন আওয়ামীগরুর মালটি নিক সেটা এক্সপোজ করা হবে।
৬| ১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২১
দূর মিয়া বলেছেন: গুজবপ্রচার বাংলাদেশিরা ভালই পারদর্শী। যাই খারাপ হবে সব আওয়ামী এর দুশ আর জা ভাল করছে সব আপনার করছেন। আর ব্যাবহার দেখে মনে হই মা-বাবা অনেক শিক্ষা দিয়েছে।
১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
মিথমেকার বলেছেন: আপনি ইন্ডিয়ান?
ইন্ডিয়ান একটি গোষ্ঠীকে গুজব ছড়ানোর ভালো ট্রেনিং দিয়েছে গোদি সরকার।
৭| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৪
পবন সরকার বলেছেন: আওয়ামীলীগ ছাড়া সবাই বলদ। সাধারণ পাবলিক যা দেখে সেটা মিথ্যা আর আওয়ামীরা যে বলে সেটাই সত্য।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৫
মিথমেকার বলেছেন: আওয়ামীলীগ যে এই পাবলিকগুলোকে কী মাদক দিয়ে লোয়ালিস্ট বানিয়েছে বলা মুশকিল! ভালো মন্দের হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়েছে এই পাবলিক গুলোর।
৮| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩১
দূর মিয়া বলেছেন: স্বরাষ্ট্র মন্ত্রি সত্য কথা বলায় ওনাকে প্রমোশন দিয়ে দিছে। এখন বুজতেছি বাক্বস্বাধিনতা
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৮
মিথমেকার বলেছেন: আপনাকে ওপরের প্রোডাক্ট মনে হচ্ছে! মন্ত্রী এবং উপদেষ্টা এর ভেতর তালগোল পাকিয়ে ফেলেছেন।
আবারও বলছি, ননসেন্স মন্তব্য করে নিজেকে নিজেই এক্সপোজ করেন না; ফ্রম হয়ার ইউ বিলং।
৯| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২২
করুণাধারা বলেছেন: উনি যখন মেট্রো রেলের ভাঙচুর অবস্থা দেখে কেঁদে আকুল হয়ে গেলেন, তখনই আমি নিশ্চিত হলাম এটা তাদেরই কাজ। আমি মেট্রো রেল ভাঙার পিছনে কারা সেটা সন্দেহ করে একটা পোস্ট দিয়েছিলাম। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে খুব বেশি কিছু লিখতে পারিনি। কয়দিন অপেক্ষা করেন, মেট্রোরেল কারা ভেঙেছে সেটাও বের হয়ে আসবে। সেটাও আওয়ামী লীগেরই কাজ।ইতিমধ্যে বের হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা স্বেচ্ছাসেবক লীগ আর তাদের লোকজন ভেঙেছে।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৪
মিথমেকার বলেছেন: আপনি যখন কোনো কিছু লিখতে লিখতে থেমে যাবেন, বুঝে নিবেন আপনি স্বাধীন নন। আপনি যখন কিছু লিখে প্রকাশ করতে ভয় পাবেন বুঝে নিবেন আপনি স্বাধীন নন।
ওই ডাইনি শেখ হাসিনার কুমিরের কান্না দেখে জনগণ তখনই বুঝে গিয়েছিল এটা ওই বদমাইশটাই ঘটিয়েছে।
১৬ বছরের স্বৈরাচারী শাসনে শেখ হাসিনা বহু কালো আইন তৈরি করেছে।
১০| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৩
রানার ব্লগ বলেছেন: আমার সব সময়ের জন্য বিশ্বাস ছিলো উহা ছত্রদের কাজ না ।
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৪
মিথমেকার বলেছেন: সত্য কখনোই চাপা থাকে না। আজ হোক বা কাল বের হয়ে আসবেই।
১১| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: আসলে কোনটা গুজব? কোনটা সত্য মাথায় আসে না।
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬
মিথমেকার বলেছেন: নিরপক্ষ বিশ্লেষণ করার চেষ্টা করুন সহজেই মাথায় ঢুকে যাবে।
১২| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৭
মিরোরডডল বলেছেন:
ভিডিওটা দেখেছি।
সঠিক তদন্ত করে অপরাধীদের বিচার করতে হবে।
এ ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজনকে গ্রেফতার করলেই বাকি ধ্বংসযজ্ঞের পেছনে কারা ছিলো সেটাও বের হয়ে আসবে।
১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩২
মিথমেকার বলেছেন: ঠিক কথা বলেছে ডল।
১৩| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব কুকামের মূলে আওয়ামীরা।
১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৭
মিথমেকার বলেছেন: এদের বিচার করবে জনতা।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৫
জুল ভার্ন বলেছেন: 'স্কর্চড আর্থ' বা পোড়ামাটি নীতি উদাহরণঃ
সংসদ ভবনে ভাংচুর, লুটপাট করেছে- সংসদ ভবনে থাকা এমপি নামক লুটেরা এবং তাদের সহযোগী সন্ত্রাসীরা। একই ঘটনা ঘটিয়েছে মেট্রোরেল, সেতু ভবন সহ অন্যান্য স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী।