নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।
১৬ জুলাই ঢাকার সাইন্স ল্যাব এ নিহত হন সবুজ আলী। সে ঢাকা কলেজে পরিসংখান বিভাগে পড়ত। তাঁর পরিবারকে চাপ দিয়ে বলতে বলা হয়েছিল সবুজ ছাত্র লীগ করতো! তখন তার ভাই মিনতি করে বলেছিল ভাই; "লাশ নিয়ে রাজনীতি করেন না ভাই, আমি লাশ নিয়ে যাই।"
নীলফামারীর সবুজ, ঢাকা কলেজে পড়ার পাশাপাশি রিকশা চালিয়ে পরিবারের আর্থিক সাহায্য করত। তাঁর পরিবার এখন হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।
একটি ঐতিহাসিক রাজনৈতিক দল নীতি নৈতিকতার কতটুকু স্খলন হলে এমন জঘন্য কাজ করতে পারে? এই তোদের মুক্তি যুদ্ধের আদর্শ? এই তোদের বঙ্গবন্ধুর আদর্শ? ছিঃ! তোদেরও তো পরিবার আছে! তোরাও তো রক্ত মাংসের তৈরি!
জানাজার সময় ভাইয়ের লাশ নিয়ে রাজনীতি না করার অনুরোধ করলেও সবুজের ভাইয়ের কথা শোনেনি আওয়ামীলীগ! সবুজকে ছাত্রলীগ বানিয়ে তাঁর জানাজা পড়িয়ে তাঁর লাশের সাথে সর্বোচ্চ জুলুম করেছে আওয়ামীলীগ। এমন পৈশাচিক কর্মকাণ্ড পৃথিবীতে অন্য কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে। তবে এটা বাংলাদেশ সহ পৃথিবীতে স্বৈরাচারী খুনি আওয়ামীলীগের অন্যতম আরেকটি কালো অধ্যায়!
এখনও যেসব আফসোসলীগ, কন্সপিরেন্সি লীগ এবং গুজবলীগ ছাত্র-জনতার খুনি স্বৈরাচারের বিরুদ্ধে মহান বিজয়কে কলঙ্ক লেপনের জন্য ষড়যন্ত্র করছে। তাদের অ্যাস সুন অ্যাস পসিবল আইনের আওতায় আনা উচিত। এরা দেশদ্রোহী ছড়া অন্য কিছুই না। কুলাঙ্গার!
থু তোদের মুখের ওপর! থু! তোরা নিজেদের মানুষ বলে পরিচয় দেয়া বন্ধ কর।
নিউজ লিঙ্ক
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৯
মিথমেকার বলেছেন: এসব দেখলে এখন আর সহ্য হয় না। মানুষ এখন এসব থেকে মুক্তি চায়!
২| ২১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
ঋষি ভৃগু বলেছেন: এটা সত্য যে সবুজ ছাত্রলীগের কেউ ছিলো না।
সবুজ আমার বন্ধুর বন্ধু, সুতরাং সত্য সম্পর্কে আমি ভালো ভাবে অবগত আছি। আওয়ামী লীগ সকল অনৈতিকতার শীর্ষে চলে গিয়েছিল, ওদের পতন অনিবার্য ছিলো
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩১
মিথমেকার বলেছেন: ওরা গত ১৬ বছরে যেসব জঘন্য অপকর্ম করেছে, যত মানুষ নির্যাতন, খুন করেছে সেটা বাংলাদেশের মানুষ কোনো দিনও ভুলবে না!
৩| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৮
নয়া পাঠক বলেছেন: এটা তো আওয়ামীলীগ ও বিএনপি'র একটা পুরোনো রাজনৈতিক কৌশল। এখন তো বিগত ১৭ বছরে আওয়ামীলীগ অনেক লাশ ফেলেছে আর তাদের লাশ নিয়ে রাজনীতি করার প্রয়োজন পড়েনি, কিন্তু স্বৈরাচারী এরশাদ এর পতনের আন্দোলনের সময় উক্ত দুই দল এরকম অনেক নাটক তৈরি করেছে, এমনকি লাশ নিয়ে কাড়াকাড়ির এক পর্যায়ে নতুন করে সংঘর্ষে লিপ্ত হয়ে আরও দুয়েকজনকে মেরে ফেলেছে। এরশাদ পরবর্তী বিএনপি এবং আওয়ামী শাসনামলেও এরূপ ন্যাক্কারজনক ঘটনা অনেক দেখতে হয়েছে।
এখন সময় এসেছে, আমরা এই দেশে আর কোন পরিবারতন্ত্র, ও গণতন্ত্রের নামে পরিবারতন্ত্রের রাজনীতি চাই না, আমরা রাজনীতিতে কোন সন্ত্রাসী কার্যকলাপ দেখতে চাই না। আমরা একটা সত্যিকারের গণতান্ত্রিক দেশের আম-জনতা হয়ে শান্তিতে দুটো ডাল-ভাত খেয়ে মরতে চাই।
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩২
মিথমেকার বলেছেন: পরিবারতন্ত্র থেকে মুক্তি না মিললে, বাংলাদেশের রাজনৈতিক মুক্তি মিলবে না।
৪| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: ...............একটি ঐতিহাসিক রাজনৈতিক দল নীতি নৈতিকতার কতটুকু স্খলন হলে................ ওনারা ঐতিহাসিক দল হওয়ার আগে থেকেই এমন!
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩
মিথমেকার বলেছেন: সেটা একপ্রকার ঠিকই বলেছেন।
৫| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০১
পাইকার ১.১.২ বলেছেন: view this link
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৪
মিথমেকার বলেছেন: তাঁর কলেজে জানাজা দিতে দিয়েছিল না মনে হচ্ছে।
৬| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪০
ঊণকৌটী বলেছেন: দীর্ঘদিনর ক্ষোভ দুঃখ হতাশা বেরিয়ে আসছে আজকের দিনে ,কিন্তু কোনদিনও তো বুঝতে পারিনি এতোটা রাগ জমে আছে জাতির মাঝে ,কারণ কি শুধু মাত্র হাসিনা না অন্য বঞ্চনার স্বীকার হয়েছে মানুষেরা
২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৫
মিথমেকার বলেছেন: শুধু মাত্র হাসিনা কারণ নয়। ১৬ বছরের জুলুমের শাসন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, ধর্ষণ, দুর্নীতি, কী করেনি ওরা বিগত ১৬ বছরে!!! শেখ হাসিনা আর ওর হায়নার পালেরা এমন কোনো জঘন্য কর্ম নেই যে করেনি।
৭| ২২ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৪৭
আহমেদ জী এস বলেছেন: মিথমেকার,
ঠিকই বলেছেন-------
"১৬ বছরে শেখ হাসিনা আর ওর হায়নার পালেরা এমন কোনো জঘন্য কর্ম নেই যে করেনি।"
মরার পরেও শান্তি নেই, লাশ নিয়ে রাজনীতি। হায়রে! আমার অভাগা স্বদেশ.......................
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৯
মিথমেকার বলেছেন: হতাশ হবেন না! এখন সকলকে একত্রিত ভাবে সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে।
৮| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৯
জুন বলেছেন: আমি গতকাল মনে হয় সমকাল পত্রিকায় পড়লাম দুদিন আগে শহীদ মিনারে একটি সমাবেশ হয়েছিল। সেখানে অনেক নিহত শহীদের আপনজন উপস্থিত ছিলেন। তার মাঝে একজন ছিলেন কাওরান বাজারে নিহত বাহাদুরের বাবা। তার একটি কথা আমার মনে দাগ কেটে গেছে। তিনি বলেছেন করোনার চেয়েও শক্তিশালী আমার ছাত্রলীগ, তা সেই কাদের এখন কই? একটু সামনে আইসা দাড়া তোরে দেখতে চাই"?
এত কষ্ট লেগেছে বাহাদুরের বাবা মায়ের জন্য। এমন সব পরিবারই এখন কঠিন শোকে আচ্ছন্ন যারা তাদের আদরের সন্তানকে বলি দিয়েছে একজনার মিথ্যা জেদের কাছে। সেই সুরা লাহাবের মত বলতে হয় "ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত তেমনি ধ্বংস হোক সকল স্বৈরাচারী।
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১০
মিথমেকার বলেছেন: ওরা সবে দল বেঁধে পালিয়েছে। ওদের সকল খুনি-স্বৈরাচারী অস্তিত্ব বাংলাদেশের মানুষ চির বিলিন করে দেবে।
আমার সব থেকে বেশি খারাপ লেগেছে নিষ্পাপ নিরপরাধ শিশুগুলোর মৃত্যু! আমি কেঁদেছিও! রক্ত মাংসের মানুষ কতটা পাষণ্ড হতে পারে! কতটা নির্দয় হতে পারে! ওদের হাত কাঁপল না!
৯| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি মর্মান্তিক পরিনতী !!!
২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১১
মিথমেকার বলেছেন: সব কিছু ইতিহাসের পাতায় লেখা হচ্ছে!
১০| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৫
নতুন নকিব বলেছেন:
ছি! মিথ্যাবাদী বাল (Bangladesh Awami League) এর কোনো অপকর্মই আর বাকি ছিল না! লাশ নিয়েও ওরা রাজনীতি করেছে! এসব কারণেই এই সীমালঙ্ঘনকারীদের উপরে আল্লাহর গজব পড়েছে! চূড়ান্ত পরিনতিতে দিল্লীর দয়ায় হাসিনাকে এখন পালিয়ে বাঁচতে হচ্ছে! ছি! এরচেয়ে আর লজ্জার কী থাকতে পারে!
২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯
মিথমেকার বলেছেন: ওরা ১৬ বছরের স্বৈরশাসনে এমন অসংখ্য জঘন্য কর্ম করেছে।
১১| ২২ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: একটা একটা করে সবগুলোর বিচার হোক এটাই প্রত্যাশা।
২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫০
মিথমেকার বলেছেন: সকল অপরাধীদের বিচার এই বাংলার মাটিতে করতেই হবে।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
অস্বাধীন মানুষ বলেছেন: জাতি বড়ই হতাশার মধ্যে দিন কাটাচ্ছে