নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।
"জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করবে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই এই বিচার কার্যক্রম শুরু হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার।"- কালের কণ্ঠ।
এ ধরণের মানবতাবিরোধী বিচার কার্যে নিরপেক্ষতা এবং সচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অত্যন্ত আলোচিত একটি বিষয়। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার সরাসরি সম্প্রচার একটি দারুণ সময় উপযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্ত। এর আগে বিশ্বে বেশ কয়েকটি মানবতা বিরোধী অপরাধের বিচার রেকর্ড করা হয়েছিল, এবং পরবর্তীতে প্রচার করা হয়েছিল। কিন্তু সরাসরি কোনো বিচারকার্য সম্প্রচার করা হয়েছে কিনা আমার জানা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিচারকার্য শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত করতে পারে, তাহলে সমগ্র বিশ্ব পরিমণ্ডলে এই বিচার একটি নজির সৃষ্টি করবে। মানবতা বিরোধী যেকোনো ধরনের কার্যকলাপ করার আগে অপরাধী শতবার ভাববে!
নিউজ লিঙ্ক
নিউজ লিঙ্ক ২
নিউজ লিঙ্ক ৩
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
মিথমেকার বলেছেন: গ্র্যাব ইওর পপকর্ন, দিস ট্রাইল গোনা বি এ ইন্টারন্যাশনাল ব্লকবাস্টার!!!
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দ্বিধাহীন ভাবে ইহা ভালো উদ্যোগ।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬
মিথমেকার বলেছেন: খুবই ভালো উদ্যোগ। লাইভ ব্রডকাস্ট করলে বিচার নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৬
মিথমেকার বলেছেন: হুম!
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৮
নতুন বলেছেন: বিচার কাজ লাইভ প্রচার হবেনা।
কিন্তু আমাদের পত্রিকা, টিভিগুলি পুরোটাই কভার করবে, সবার নজর থাকবে ঐখানে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৪
মিথমেকার বলেছেন: দেখাযাক কী হয়। তবে সচ্ছতা এবং নিরপেক্ষতা অত্যন্ত প্রয়োজনীয়।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪২
ধুলো মেঘ বলেছেন: কাদের মোল্লার বিচার লাইভ তো দূরে থাক, বিবাদীর আইনজীবিরাও সুযোগ পায়নি সাক্ষীকে জেরা করার। শাহবাগের দাবী ফাঁসি দিতে হবে, তাই জোর করে ফাঁসি দিয়েছে।
বিচার লাইভ হলে সারা বিশ্বের মানুষ খুব চমৎকারভাবে বুঝতে পারতো বিচারের নামে তামাশা কাকে বলে!
মুজাহিদের বিচারের রায় ঘোষণার আগে বিচরকের দাম্ভোক্তি ছিল - এই বিচারের রায়ের কোন সমালোচনা করা যাবেনা। যনি করবেন, তিনি দন্ডিত হবেন।
এখন তাদের বসের বিচার লাইভ টেলিকাস্ট হবে। আল্লাহ্র মাইর একদম দুনিয়ার বাইর - কথাটা এমনি এমনি বলেনা।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭
মিথমেকার বলেছেন: শেখ হাসিনা সহ যারা গণহত্যায় জড়িত সকলের বিচারে নিরপেক্ষতা এবং সচ্ছতা অপরিহার্য।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৫
ঢাবিয়ান বলেছেন: আইনিজীবিরা বলেছেন এখন পর্যন্ত যেসব মামলা হয়েছে তা দ্বীতির ধাপও পেরোতে পারবে না। পিলখানায় নিহত অফিসারদের পরিবারবর্গ শুধু প্রেস কনফারেন্সই করল , কিন্ত মামলা করল না। সেনাবাহিনী , রাস্ট্রপক্ষ বা পুলিশ যতক্ষন না বাদী হয়ে মামলা করবে , ততক্ষন পর্যন্ত সুবিচার পাওয়ার আশা নাই।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪
মিথমেকার বলেছেন: শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে ১০০ এর অধিক। মামলাগুলোর বেশিরভাগই হত্যা মামলা। তবে এত এত মামলার ভেতর কিছু মামলার গ্রাউন্ড এবং স্ট্রেংথ বেশ ভালো এবং শক্ত এভিডেন্সেও আছে।
পিলখানা হত্যাকাণ্ডে প্রায় সকল তথ্য, প্রমাণ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ধ্বংস করে ফেলার সম্ভাবনা আছে। এটা নিয়ে যদি মামলা হয়ও মামলা তথ্য প্রমাণের অভাবে মনে। হয় না হালে পানি পাবে।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫
আমি সাজিদ বলেছেন: ভাগ্যের কি নির্মম পরিহাস! কেউ কল্পনা করতে পারে নাই যে এমন স্বৈরাচারের বিচার হবে। ছাত্ররা দেখিয়ে দিলো। এ থেকে যেন শিক্ষা হয়ে যায় বাকি রাজনৈতিক দলদের। অবশ্য আমি মনে করি, বাংলাদেশের এই সময়ের কোন রাজনৈতিক দলই সভ্য নয়। যারা বিএনপি / আওয়ামী লীগের অন্ধ সাপোর্টার তারা আরও অসভ্য ও সুবিধাবাদী।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬
মিথমেকার বলেছেন: বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই অসভ্য এবং সুবিধাবাদী কিছু সাপোর্টার আছে। এরা সাপোর্টের নামে দলের ক্ষতি করে।
শেখ হাসিনা সহ সকল খুনি সৈরাচারীরা যে অপরাধ করেছে সেসকল অপরাধের বিচার এই বাংলার মাটিতে হবেই!
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আমি ওর জন্য ফাঁসি নয়, ফায়ারিং স্কোয়াড চাই। আর সেটা সরাসরি সম্প্রচারের দাবী জানাই।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৩
মিথমেকার বলেছেন: ফায়ারিং স্কোয়াড এ দণ্ড কার্যকরের বাংলাদেশে খুব একটা নজির পাওয়া যায়না। আর যেকোনো মৃত্যুদণ্ডই খুবই গোপনীয়তা সহকারে পরিচালনা করা হয়।
কিন্তু খুনি স্বৈরাচারী শেখ হাসিনার ওপর বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ এবং ঘৃণা বিদ্যমান সেদিক বিবেচনা করলে তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার একটি গণদাবি হতে পারে!
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সে আশা করে কীভাবে যে দেশে সে ফেরত আসতে পারবে
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩
মিথমেকার বলেছেন: পিপীলিকার পাখা গজায় মরিবার তরে!
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ফায়ারিং স্কোয়াড এ দণ্ড কার্যকরের বাংলাদেশে খুব একটা নজির পাওয়া যায়না। আর যেকোনো মৃত্যুদণ্ডই খুবই গোপনীয়তা সহকারে পরিচালনা করা হয়।
কেন? আর মৃত্যুদন্ড জনসম্মুখে আনা হলে আমার ধারনা মানুষ অপরাধ সম্পর্কে আরো বেশী সচেতন হবে।
কিন্তু খুনি স্বৈরাচারী শেখ হাসিনার ওপর বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ এবং ঘৃণা বিদ্যমান সেদিক বিবেচনা করলে তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার একটি গণদাবি হতে পারে!
হওয়া উচিত। এক্স্যামপ্লরি পানিশম্যান্ট না হলে এই ধরনের গল্প এই মাটিতে বার বারই হবে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫১
মিথমেকার বলেছেন: কারণ; বিশ্বে প্রায় অধিকাংশ দেশের আইনেই মৃত্যুদণ্ড গোপনে হয়ে থাকে। এর কারণও বেশ কিছু রয়েছে; যেমন ধরুন দণ্ড কার্য পরিচালনার সময় যেন কোনো প্রকারের বাধা না আসে, দুর্বল চিত্তের মানুষের মনে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে। মূল কারণ হলো; বাংলাদেশের বেশির ভাগ আইনই ব্রিটিশ আমলের, যেগুলো বাংলাদেশ এডপ্ট করেছে। এখনও সেই আইনের বিধি বিধান অনুসরণ করেই সকল দণ্ড কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
শেখ হাসিনা যদি বিচারে মৃত্যুদণ্ড পেয়ে থাকে, তবে তার মৃত্যুদণ্ড জনসম্মুখে হলে এটা দেশ সহ সমগ্র বিশ্বে একটি নজির হয়ে থাকবে। সকল খুনি স্বৈরাচারের বুক কাঁপবে অপকর্ম করার আগে।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৬
অস্বাধীন মানুষ বলেছেন: সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুর কাছে একটাই প্রার্থনা এই ধরনের জঘন্য খুনিদের বিচার মিত্যু কার্যকর যেন দেখার সৌভাগ্য হয় আমাদের।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩০
মিথমেকার বলেছেন: খুনি স্বৈরাচারী হাসিনার বিচার দেখার অধীর অপেক্ষায় আছি!
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১০
কামাল১৮ বলেছেন: কোন আদালতে চলছে বিচার।সরাসরি দেখানো হোক।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩১
মিথমেকার বলেছেন: সরাসরি দেখানোর কথা রয়েছে।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আচ্ছা তাই নাকি ! কে সরাসরি সম্প্রচার করবে ? কার এত বড় বুকের পাটা ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩১
মিথমেকার বলেছেন: দেখা যাক কে সম্প্রচার করে। কার এত বুকের পাটা।
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০১
জিকোব্লগ বলেছেন:
যতদিন পর্যন্ত সন্ত্রাসী আওয়ামীলীগার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু আর
খুনি হাসিনার আত্মীয় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ক্ষমতায় থাকবে ,
ততদিন খুনি হাসিনার বিচারের নামে নাটক চলবে।
অন্যদিকে ভারত কখনোই খুনি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে না
কারণ সে খুন গুলো করেছেই ভারতের স্বার্থ রক্ষার জন্যেই। এছাড়াও খুনি
হাসিনার ভারতীয় নাগরিকত্ব আছে। ভারত কী কখনোই এই রকম ভারতপ্রেমীকে
ভারতীয় নাগরিককে বিচারের সম্মুখীন করার জন্যে বাংলাদেশে পাঠাবে!
কাজেই যারা হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখতে চাচ্ছেন , তাঁরা আসলেই
আবালের মত চিন্তা করছেন।
ডঃ ইউনুস ফেইল করলে খুনি হাসিনার সন্ত্রাসীলীগ বাহিনী ও র , ছাত্র-জনতাকে
এবার কচুকাটা করবে। তাই এখন ডঃ ইউনুসকে ক্ষমতায় রেখে কিভাবে দেশ শান্তি ও
উন্নয়নের পথে যেতে পারে এই বিষয়ে বেশি চিন্তা করা উচিত।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪০
মিথমেকার বলেছেন: মহামান্য রাষ্ট্রপতি এর মত গুরুত্বপূর্ণ পদ থেকে খুনি স্বৈরাচারী হাসিনার আস্থাভাজন চুপ্পুকে সরানো এখন সময়ের দাবি। সেনা প্রধান এর ব্যপারটা আরও কমপ্লিকেটেড। বেশকিছু জেনারেলকে বাধুতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রাণপণ চেষ্টা করছে সবকিছু সাভাবিক করার।
ভারত খুনি স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার সম্ভাবনা খুবই কম। তবে ভারতকে বহু ভাবে চাপ দেয়ার কৌশল বাংলাদেশের হাতে আছে। বাংলাদেশ যদি সেসব কৌশল ঠিকমতো প্রয়োগ করতে পারে তাহলে ভারত খুনি স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত দিয়ে আরও বাপ বাপ করবে।
বাংলাদেশের মাটিতে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা শেখ পরিবারের সকল অপরাধী, আওয়ামীলীগ/অঙ্গসংগঠন এর সকল অপরাধী এবং স্বৈরাচারে সকল দোসরদের যদি বিচার করে নায্য শাস্তি না দেয়া যায় তবে জুলাই বিপ্লব পূর্ণতা পাবে না।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪
জুল ভার্ন বলেছেন: গণহত্যার প্রধান আসামি হাসিনাকে ফাঁসিতে ঝুলানোও লাইভ দেখতে চাই।