![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
ও সুখ, সুখরে
তুই বড় অচেনা বড় বিবাগী
তুই তো সুদূরের পাখি,
তোকে পাব না জানি জানিরে সব
তবু কেন মানে না এ মন
কেন খুঁজি সারাক্ষণ
কেন জলে ভরে যায় দু'টি আঁখি।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৪
মাহবুবুল আজাদ বলেছেন:![:(](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_15.gif)