নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের কিছু দূর্লভ ছবি

৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:১৩

১।১৮৯৫ সাল থেকে ১৯০০সালের সময়কালে পিলখানা এলাকায় হাতির পালের দৌড়।
২। ১৮১৪ সালে অঙ্কিত তাঁতি বাজারের একটি সেতু।
৩।হোসেনী দালান ইমামবাড়া ১৯০৪সাল
৪।১৮৭০ সালে তোলা বড় কাটরার ছবি
৫। ১৯২৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালীন আলোকচিত্র।
৬।১৯০৭ সালে নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের সাথে ঢাকার সর্বপ্রথম হকি দল
৭। এটা ১৯১২ সালে নবাবদের দরবার হল যা বর্তমানে মধুর ক্যান্টিন নামে পরিচিত।
৮। এটা১৯১৫ সালে নবাবজাদীগনদের ছবি। এরা হলেন নবাব সলিমুল্লাহের তিন কন্যা, বা দিক থেকে শুরুঃ বিলকিস বানু, বাদশাহ বানু এবং আমিনা বানু।
৯।ঘুড্ডি চলচ্চিত্রের একটি দৃশ্যে রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তফা
১০। খালেদা জিয়া এবং তারেক রহমান

ছবি তথ্যসূত্রঃ ইন্টারননেট

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২২

চাঁদগাজী বলেছেন:



খালেদা জিয়া ও তারেক জিয়া নবাবী আমলেও ছিলেন, ওমা এরা তো বিশ্ব রেকর্ড করলো!

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ গাঁজী ভাইয়ু । !:#P এখানে কে নবাব আমলে ছিল আর ছিলনা তা নিয়ে কোন প্রকার দালালী চলবে না । /:)

২| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৪

মাদিহা মৌ বলেছেন: চমৎকার সব ছবি!

তখনকার বাংলায় এত হাতি ছিল!!!

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭

মামুন ইসলাম বলেছেন: জী আপু সে আর বলতে হয় তখনকার সময় বন জঙ্গলও ছিল পশু পাখীও ছিল ।চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু ।

৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: খালেদা জিয়ার বাম পাশে কে? আর ওনাদের পেছনে দেয়ালে কার ছবি??

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

মামুন ইসলাম বলেছেন: মনে হয় এক পাশে তারেক আরেক পাশে কোকো

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো।

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।

৫| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুরনো ছবিগুলো দেখানোর জন্য ধন্যবাদ।

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৬

মামুন ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই ।

৬| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৫

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: বিলকিস বানু, বাদশাহ বানু এবং আমিনা বানু এই যদি নবাবজাদীগনদের চেহারা X( হয় তাহলে আমার কোন ইচ্ছা নাই ১৯১৫ সালে যাওয়ার। B-)
++

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৮

মামুন ইসলাম বলেছেন: !:#P

৭| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
খালেদা ও তারেক জিয়া তো নবাব জাদি ও নবাব জাদা!!

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৮

মামুন ইসলাম বলেছেন: আপনি যা মনে করেন ।

৮| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১

নিউ সিস্টেম বলেছেন: ভালো ছবি শেয়ার করছেন ।

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো ছবি শেয়ার

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.