নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা ছোট ছোট একহালি অখাদ্য কবিতা

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

১। সমুদ্র পাড়ি
সাত সমুদ্র তের নদী দিয়ে পাড়ি
এলো লাল বাবু বাড়ি
সেথায় তিনি করলেন যত শওদাগিরি
আনলেন তত সোনাকড়ি ।
দেখে খুশি ফুলমতি
কোথায় থেকে কোথায় ছুঁটে পায়না খুঁজে দিকগতি ।
আনছে যত সোনা রূপা ভরি রতি
সবই লাভ ছাড়া নাইযে ক্ষতি ।

২।দূর থেকে দূর
দূর থেকে দূর আরো বাকি রয়েছে বহুদূর
ফুরাবে কি ফুরাবে না তা যে শুধুই অজানা ।
পথ বড় অতি মাত্রা
এটা হলো ভাগ্যের এক নিরুদ্দেশ যাত্রা।
পথে হলো বহু অজানার জানা
সুখের সাথে ছিল জড়িত বহু বেদনা ।
হাসি মাখা সুখ হাসি মাখা দুখ
কষ্টের পাহাড়ই যেন এই পাজর ভাঙ্গা বুক ।
যত চায় সুখকে ঘোরাতে
ততই দুঃখ আসে তার দিকে ফেরাতে ।

৩।রূপসম চমৎকার
তাহার রূপসম চমৎকার
কাহারো সাধ্য কি করেনু তিরস্কার
গবরে যেন পদ্ম
শুকনো পুকুরে জল হলো সত্য ।
সুন্দরের উপমা সুন্দর
বহু সুন্দরের উপমা বহুসুন্দর
সরলের উপমা যেমন সরল
জলের উপমা তেমন তরল।
দেখার পথে লাগলো হুরহুরি
তাহার অলংকার সে বড় সুন্দরি।
এটাই বা কম কিছে,
সবই যেন তার রূপ সুন্দর বাকি সব মিছে ।

৪।শোন কমলা
শোন কমলা
তুই ছাড়া আমি বড় একালা
তোর জন্য কাটে প্রহর ঘুমহীন
কি করে বাচি বল তুই বিহীন।
তুই ছাড়া করি যাপন রাতি একা অন্তহীন
এক নজর দেখিবার জন্য চোখ করে ইনচিন।
তুই কি বুঝতে পারোছ না
আমার প্রেম জলের মত খাঁটি,
আমি তোর রোদ বৃষ্টি
তুই যে শুধু আমারই ছাতি ।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২০

নাবিক সিনবাদ বলেছেন: ভালো হইছে

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.