নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মহিলা সিটে পুরুষ বসলে জেল জরিমানা আর পুরুষ সিটে মহিলা বসলে মহিলাদের কি হবে ?

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৬


আরে সবারই মা বোন আছে ,এবং স্ত্রী, কন্যা,ও আছে তাই বলে
সব দোষ একক ভাবে একদিকে ফাসিয়ে দেওয়াটাও অন্যায় ।
যেমন এই যে নতুন আইন করছেন মোবাইল ফোনে কথা বললে এবং মহিলা সিটে পুরুষ বসলে জেল ও জরিমানা ।
অবশ্য গাড়ি ড্রাইভ করার সময় চালককে তার গাড়ি গতিবিধির
উপরেই নজর রাখা উচিত,অর্থাত চালককে গাড়ি কন্ট্রল করে চলাতাই বেষ্ট।আর সে ক্ষেত্রে গাড়ি চলাকালিন চালকের সাথে
গাড়ির কোন যাত্রী কোন বিষয় কথা না বলাই উত্তম ঠিক একই ভাবে গাড়ির চালককেও এ বিষয়গুলো মাথায় রেখে
গাড়ি ড্রাইভ করার সময় চালকের কোন যাত্রী এবং মোবাইল ফোনে কোন কথা না বলাটাই উচিত এবং এ বিষয়গুলো
মেনে চলা উচিত ।আর সে দিক দিয়ে গাড়ি ড্রাইভের সময় ফোনে কথা বললে জেল জরিমানা ঠিক আছ

কিন্তু তাই বলে কোন পুরুষ যদি গাড়িতে উঠার পরে তিনি মহিলা সিট খালি পেয়ে বসেন আর সে জন্য তাকে জরিমানা
এবং জেলে যেতে হয় তাহলে যখন একজোড়া দম্পতি একটি গাড়িতে উঠার পড়ে স্বামী শ্ত্রী দুজনে এক সিটে বসে যান,
তখন তার পাশে বহু পুরুষ যাত্রী বাসের লোহা ধরে বাদড়ের মত ঝুলে দাড়িয়ে থাকেন সে ক্ষেত্রে ওই সকল পুরুষেরা
আইনের কি সহয়তা পাবেন । স্বামী শ্ত্রীদের কথা বাদই দিলাম আজকাল অনেক সময় দেখা যায় মহিলারা বাসে উঠে
সামনে মহিলা সিট খালি থাকা স্বর্তেও তারা পিঁছনে যেয়ে পুরুষের সিঁট দক্ষল করে বসে থাকেন,আর সেসব ক্ষেত্রে অনেক
সময় অনেক পুরুষকে দাড়িয়ে গাড়ি ভ্রমন করতে হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যত এরকম আইন করবে তত মহিলাদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাবে তারা নিগৃহীত হবে। আমরাইতো দেখেছি, মহিলার দাড়িয়ে থাকলে তাদেরকে সম্মানের সহিত উঠে বসতে দেওয়া হতো কিন্তু এখন আইন করে তাদেরকে বসার ব্যবস্থা করতে হচ্ছে; কারণ কী? নিঃশ্চয় কারণ বলার অপেক্ষা রাখেনা, তাই নয় কি?

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য সহমত।

২| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: পুরুষ সিট বলে কিছু আছে নাকি?

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

মামুন ইসলাম বলেছেন: নারীর বিপরীত পুরুষ হয় জানি অন্তত হিজড়া নয়।

৩| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৭

শোভ বলেছেন: এই কথাটাই আমি ভাবছিলাম ,আমি ভাবলেতো আর হবেনা যারা আইন করে তাদের মাথায় কি ঘিলু নাই তারা কি একবার ভাবেনি ?

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য হ্যা আপনার কথায় সহমত আছি।

৪| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের দেশে তো কত আইন আছে মানে কজন

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

মামুন ইসলাম বলেছেন: সেটাইতো কথা মানে কজন ।

৫| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪

সুখী মানুষ বলেছেন: নারী সিট, পুরুষ সিট বলতে কিছু নাই।
নারীদের জন্য স্পেশাল সম্মান দেখাতে, কিছু সিট আলাদা করা। বাকী সিটগুলা কমন।
সুন্দর লেখা।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য ধন্যবাদ ।

৬| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এই তো,আমরা নারীদের সম্মান বাড়ানোর জন্য আইন করছি।কিন্তু সত্যি বলতে কি,এসব উল্টাপাল্টা আইনের মাধ্যমে নারীদের সম্মান উলটো ক্ষুণ্ণ হয়।যত্তসব। X((

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য এবং সত্য কথা বলার জন্য অনেক ধন্যবাদ ফয়েজ ভাই।

৭| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: আগে পরিবহন ব্যবস্থার উন্নতি করেন--- তারপর আইন করেন।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য এবং সত্য কথা বলার জন্য অনেক ধন্যবাদ । সহমত।

৮| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

সৌমিক আহমেদ খান বলেছেন: ৫. ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪ ০
সুখী মানুষ বলেছেন: নারী সিট, পুরুষ সিট বলতে কিছু নাই।
নারীদের জন্য স্পেশাল সম্মান দেখাতে, কিছু সিট আলাদা করা। বাকী সিটগুলা কমন।
সুন্দর লেখা।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য ধন্যবাদ ।

৯| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৬

দারাশিকো বলেছেন: বাসে দুই ধরনের সিট। এক, নারী-প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন এবং দুই, সাধারণ আসন। পুরুষ আসন বলে কিছু নেই। সাধারণ আসনে নারী-পুরুষ সকলেরই সমান অধিকার।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ১২:০২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.