নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন কবিরা গুনাহসমূহ কি ?

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২


গুনাহ বা পাপ যাই বলুন ইসলামি ধর্মশাস্ত্রের এটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। আল্লাহুর নির্দেশের পরিপন্থী হয় এমন সকল কাজকেই মুসলিমরা গুনাহ হিসেবে বিবেচনা করি এবং ধর্মীয় আইন লঙ্ঘন করাকে অধার্মিকতা হিসেবে বিবেচনা করা হয়। গুনাহ হল এমন সকল কাজ যেগুলো থেকে বিরত থাকার জন্য ইসলাম শিক্ষা দেয়। বিশ্বাস করা হয় কিয়ামতের দিন আল্লাহু প্রতিটি মানুষের ভালো-মন্দ কাজ গুলোকে পরিমাপ করবেন এবং যাদের মন্দ কাজের পরিমাণ ভালো কাজের তুলনায় বেশি হবে তাদেরকে শাস্তি প্রদান করবেন। ওই ব্যক্তি পরকালে জাহান্নামের আগুনে দগ্ধ হবে বলে বিশ্বাস করা হয়।পবিত্র কুরআনে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে পাপ বোঝানোর জন্য।
যেমনঃ (১) যানব (২) ইসম[ (৩) খাতিয়াহ (৪) জুরম (৫) জুনাহ/হারাজ।
তিরমিযী গ্রন্থে একটি হাদিসে উল্লেখ করা হয়েছে,
প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা নিজেদেের পাপকে বুঝতে পারে এবং তওবা করে।
সহিহ মুসলিম থেকে আরেকটি হাদীসে উল্লেখ করা হয়েছে,আবু আইয়ুব আনসারি এবং আবু হুরায়রা বর্ণনা করেন,আল্লাহর রাসূল বলেন, "সেই সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, মানুষ যদি পাপ না করতো তবে আল্লাহ তাআলা মানবজাতিকে উঠিয়ে নিয়ে এমন এক সম্প্রদায়ের অবতারণা করতেন, যারা পাপ করত এবং নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন।

হাদিসে পুণ্যের সংজ্ঞা প্রদান করা হয়েছে। আন নাওয়াস বিন সামআন হতে বর্ণিত;
নবী মুহাম্মাদ বলেছেন,পুণ্য হল সদ্ব্যবহার, আর পাপ হলো
যা সন্দেহ তৈরি করে এবং তুমি পছন্দ কর না যে লোকজন তা জেনে ফেলুক।

"ওয়াবিসা বিন মাবাদ হতে বর্ণিত,,
'--আমি আল্লাহর রাসুলের কাছে গেলাম এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন: “তুমি কি পুণ্য সম্পর্কে জানতে এসেছ?” আমি ইতিবাচক উত্তর দিলাম। তখন তিনি বললেন: “তোমার হৃদয়কে জিজ্ঞাসা কর। পুণ্য হল যা আত্মাকে প্রশান্তি এবং হৃদয়কে প্রস্বস্তি দেয়, আর পাপ হল যা সন্দেহ সৃষ্টি করে এবং হৃদয়কে বিচলিত করে, এমনকি লোকে যদি তা বৈধ বলে এবং বারবার তা ন্যায়সঙ্গত বলে তোমাকে বোঝাতে থাকে তাঁর পরও।---,

কি করিলে কবিরা গুনাহ হয় ?
শির্‌ক আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করা
আল্লাহ্‌র রহমত হতে নিরাশ হওয়া
পিতামাতার অবাধ্যতা
ব্যভিচার
সমকামিতা
চুরি
মদ্যপান
জুয়া
গীবত
হস্তমৈথুন
নামাজে অবহেলা
রোজা ভঙ্গ করা
যাকাত না দেয়া
জাদুবিদ্যা চর্চা করা
আল্লাহ্‌র নির্দেশিত উপযুক্ত কারণ ব্যতীত কাউকে হত্যা করা
অনাথের সম্পত্তি দখল করা
সুদ গ্রহণ, সুদ প্রদান এবং সুদ সংক্রান্ত কিছুর সাক্ষী হওয়া
সেনাবাহিনী আগ্রগামী হবার পরে পৃষ্ঠপ্রদর্শন করা
মুমিন নারীদের ওপর মিথ্যা অভিযোগ আনায়ন করা

তথ্যসূত্রঃ Click This Link

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮

সিফটিপিন বলেছেন: তাইলে তো আমরা সবাই কবিরা গুনাহের মধ্যে আছি।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩

মামুন ইসলাম বলেছেন: মনে হয় ।মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮

শাহিন-৯৯ বলেছেন: আল্লাহ আমাদেরকে এইসব গুনাহ হইতে হেফাজত করুক. আমিন

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪

মামুন ইসলাম বলেছেন: আমিন ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহ আমাদেরকে সকল কবীরা গোনাহ থেকে রক্ষা করুন।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪

মামুন ইসলাম বলেছেন: আমিন ।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ১৯ টার মধ্যে ১৬ টা কাজ আমরা জেনে বা না জেনে নিয়মিত করে যাচ্ছি।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৫

মামুন ইসলাম বলেছেন: এগুল করা থেকে আমাদের বিরত থাকা উচিত।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭

গোধূলির * পথচারী বলেছেন: আল্লাহ আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন। আমীন

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ । আমীন।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

কানিজ রিনা বলেছেন: যে সব গুনা কবীরা গুনাহ মানুষ জেনেও
করে অন্তরে কোনও ভয় উদয় হয়না যেমন
মদ্যপান ব্যভিচার নিজের অপরকে মিথ্যা
কলঙ্কে ঘায়েল করা। ধার দেনা করে মদপান
ব্যভিচার আনন্দে লিপ্ত হওয়া। প্রলভন
দেখিয়ে অন্যের স্ত্রী বা কোনও যুবতীর
সাথে মিলিত হওয়া। নিজের সার্থে সতি
সাদ্ধী স্র্রী সন্তানের মিথ্যা কলঙ্ক দেওয়া বা
হক বন্চিত করা। একজন মদ্যপ ব্যভিচারী
মিথ্যা কথা বলা তারপর নামাজ আদায়
লোক দেখানি কতটা কবীরা গুনা।
যা আমার চোখের সামনে ঘটেছে।
তথাপী জেনে শুনে এসব পাপ কার্জ
জীবনের শেষে এসে তওবা করলে
কবুল হবে কিনা কিনা জানাবেন?
এমন একজন লোক মৃত্যু বিছানায়
খুব কষ্ট পাচ্ছে। তাকে অনেক বার
তওবা পড়ান হয়েছে। ধন্যবাদ,

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৯

মামুন ইসলাম বলেছেন: আপু আপনার চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।আল্লাহ আমাদেরকে সকল কবীরা গোনাহ থেকে রক্ষা করুক।আমীন ।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

নাইম রাজ বলেছেন: আল্লাহ আমাদের এইসব কবিরাগুনাহ থেকে দুরে রাখুক।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ নাইম রাজ ভাই।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর লিখেছেন +

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

ওমেরা বলেছেন: আল্লাহ আমাদের কবীরা গুনাহ থেকে হেফাজত করুন ! আমীন

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১০| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩

ঠ্যঠা মফিজ বলেছেন: সকলে বলেছেন আল্লাহ আমাদের কবীরা গুনাহ থেকে হেফাজত করুন ! আমীন

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.