![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
আমি অন্য মেয়ের মতো সাজিনা ।
আমি চুপচাপ বেশি কথা বলি না ।
আমি বেশি - বন্ধু কম তাই ..
বাবা-মার আমায় নিয়ে ভাবনা কম ।
ছাদে আমি পড়ন্ত বিকাল-ভাবনা অসাড়
আকাশে পরাস্ত লাল সূর্য্য, এক ঝাঁক পাখির দল ।
মাঝে মাঝে আমার পায়ের নুপুর
খুঁজে পাই তোকে সারা দুপুর ।
আমার খোঁপা চুল- সেই একটাই ভুল
ভাবি তুই আসবি-গুজবি ফুল ।
আমার আনমনা এ মন ভাবে সারাক্ষণ ,
তুই থাক না - আমার পাশে আর কিছুক্ষণ ।
দিন শেষে রাতে তুই -জাপটে ধরে আমি শুয় ।
ঘুম ভাঙ্গলেই তোর মুখ - সারাদিন একই অসুখ ।
বলতো আমি কেমন মেয়ে -বাসবি ভালো আমায় পেয়ে ?
মেঘ বালিকা কে ধন্যবাদ , উনি না থাকলে এটা লিখা মনে হয়না হয়ে উটতো ।
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
সাহিনুর বলেছেন: মুজীব ভাইয়া আপনাকে আন্তরিক ধন্যবাদ । ভালো থাকবেন ।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
সাহিনুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় করে এটি পড়ার জন্য ।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
আরোগ্য বলেছেন: মেয়টিকে চেনা মনে হয়।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫
সাহিনুর বলেছেন: হা হা হা ভাইয়া মেয়েটি আমার কল্পনায় বাস করে। আমার মনে হয় আপনারও কল্পনাতে বাস করে এমন মেয়ে । ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য ।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া সব সময়ের মত এবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ । ভালো লাগলো।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সাহিনুর বলেছেন: আপনার লেখা পরলাম। দারুন লেখেন আপনি এবং ধন্যবাদ সময় করে আমার লেখা পড়ার জন্য ।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার স্বপ্নের রাজকন্যা কে কি পেয়েছেন আদৌ?
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
সাহিনুর বলেছেন: ফারিয়া জী কোথায় ছিলেন এতদিন ? পেয়েগেছি কিন্তু স্বপ্নে । অনেক খুশি হলাম সময় করে মন্তব্য করার জন্য ।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১
সাহিনুর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে সত্যি স্যার নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ কাছে আপনার সুস্বাস্থ্ কামনা করি । অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে কে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
অর্ক বিন মুজিব বলেছেন: এমন কবিতা যে লিখতে পারে তাকে ভাল না বেসে উপায় কি আছে ??