![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
তোমাকে হারিয়ে আমি কবিতা কে আঁকড়ে ধরেছি !
রাস্তায় রাস্তায় অনেক খুঁজে ক্লান্ত যখন আমি ,
তখন কবিতার মাঝে তোমাকে পেয়েছি !
উন্মাদ মন যখন আমাকে উত্তলা করে ,
তখন তুমি শান্ত হয়ে নেমে আসো কবিতা হয়ে !
সারাদিন শেষে যখন মৃদমন জানালার পাশে বসে ,
তখন সব আবেগ যেনো তোমাকেই খোঁজে !
রাত যখন গভীর হয়
তখন আকাশের তারা গুনে কাটে কিছুটা সময় ,
তার থেকেও আরো আরো অনেক বেশি সময় তোমার স্মৃতির মাঝে কাটায়
মিষ্টি চাঁদের আলো আজ যেন বিষন্ন লাগে
তোমার দেওয়া স্মৃতির মাঝে রুপকথা খুঁজে !
তাই সেই রূপকথায় এখন আমি থাকি
আর কবিতাতে তোমাকে রাখি !
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০
সাহিনুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সময় করে অবশ্যই পড়ব আপনার গল্প ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১
সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া সময় করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুবই সুন্দর সহজ ভাষার কবিতা। ভালো হয়েছে। আমার লেখা শোভার মৃত্যু গল্পটি আলোচিত ব্লগে এসেছে। সময় করে পড়ার অনুরোধ রইলো।