নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

##আমার পড়ন্ত বিকাল##

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:০১


# এই কবিতার মধ্যে এক অন্তনিহিত অর্থ লুকিয়ে রাখার চেষ্টা করেছি যদি পারেন খুঁজার চেষ্টা করবেন #

আমার পড়ন্ত বিকাল
ঝলমল মৃদু রোদ মাখে ।
আমার চেনা পড়ন্ত বিকাল
আজ অচেনা মেঘে ঢাকে !
আমার ঝলমলে রোদ আজ
পড়ন্ত বিকালের বৃষ্টি মাখে ।
এমন মিলিয়ে মিলিয়ে যদি আজ
সাজাই বিকালের কথা, তবে
আমি বুঝি পাবো তোমার দেখা ।
জেনে রেখো তবে সে দেখাই হবে
আমার আর তোমার শেষ দেখা ।
আমি লিখবো আমার মতো করে
যেখানে আমার অনুভুতি রং মাখে।
##################
আজ বৃষ্টিকে দেখলাম ..
আছড়ে পড়েছে আমার পড়ন্ত বিকেলে ।
বজ্রপাতের গুমড়ানো আওয়াজে ..
নিভে গেছে কৃত্রিম যতো আলো সব ।
অন্ধের মাঝে বদ্ধ যতো সব ..
যদি পারো কোনদিন ভাঙ্গতে এসব
তবে লিখে যেও কিছু নিজের কথা ।
সাথে দিয়ে যেও স্মৃতি মাখা দিন
যেমন থেকে গেছে মাটির বুকে বৃষ্টির ঋণ ।

# কিছু কথা -আজ বিকালে সত্যিই এক অসাধারণ প্রকৃতির রূপ দেখলাম .কিছু ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল টা ধরিয়ে দেয়ে আমাকে উপকৃত করিবেন আশা করি.
শান্তিনিকেতন , বোলপুর !
ভিডিও -collect from google

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


ঝড় দেখে ভয় পেয়ে গেছি, কবিতা পড়ার মতো অবস্হা নেই, কবিতা অন্য সময় পড়ে দেখবো।

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩১

সাহিনুর বলেছেন: হাহাহ্হাহাহাহ...
আমি দুঃক্ষিত ভয় পাওয়ানোর জন্য ।
ধন্যবাদ ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৬

ডার্ক ম্যান বলেছেন: কবিতা ভাল ছিল না

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩১

সাহিনুর বলেছেন: ডার্ক ম্যান আপনাকে ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩২

সাহিনুর বলেছেন: রাজীব ভাইয়া আপনাকে ধন্যবাদ খারাপ কবিতায় আমার মনোবল বাঁচিয়ে রাখার জন্য।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩২

আরাফআহনাফ বলেছেন: সাহিনুর শুভেচ্ছা জানবেন - সুন্দর কবিতার জন্য।
কিছু টাইপো রয়ে গেছে - কিছু অসামঞ্জস্যতাও -( শ্রুতিমধুরতার ক্ষেত্রে - যেমন বিকাল না বলে বিকেল হলে বেশ সুন্দর শোনায়)।

"এমন মিলিয়ে মিলিয়ে যদি আজ
সাজা বিকেলের কথা, তবে
আমি বুঝি পাবো তোমার দেখা ।
জেনে রেখো তবে সে দেখা হবে
আমার আর তোমার শেষ দেখা ।
আমি লিখবো আমার মতো করে
যেখানে আমার অনুভুতি রং মাখে।
##################
আজ বৃষ্টিকে দেখলাম ..
আছড়ে পড়েছে আমার পড়ন্ত বিকেলে
বজ্রপাতের গুমরানো আওয়াজে ..
নিভে গেছে কৃত্রিম যতো আলো সব ।
।"

"কিছু ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল টা ধরিয়ে দেয়ে আমাকে উপকৃত করিবেন আশা করি" বলেছেন বলেই এত কিছু বললাম - ধারনা করছি সমালোচনা/পুন:সম্পাদনা সুন্দর দৃস্টিতেই দেখবেন।

শেষ চারটি লাইন এককথায় অসাম!!!! ++++

ভালো থাকুন সবসময় - শুভ কামনা।

০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৮

সাহিনুর বলেছেন: আরাফ ভাইয়া আপনাকে ধন্যবাদ জানালেও কোথাও যেনো কিছু কম হয়ে যায়। আমি খুবই খুশি হয়েছি সাথে সাথে উপকৃত ও ।
আপনাকে অনেক অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভাইয়া এবং ধন্যবাদ ।
ভালো থাকবেন ভালবাসার সাথে এই কামনা করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.