![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
বি:দ্র :- কালো বলে মারতে হবে ? মেয়ে বলে তাকে করতে হবে ঘৃনা ? তুমি ক্যামন বাবা আমার মাও কে যে ছাড় দিলে না ! খুবই কষ্ট হয় যখন এমন কিছু কানে আসে ,,২৮/০৯/২০১৯ মানে গতকাল আমাদের গ্রামে তিন মাসে মেয়ে, সে কালো বলে , সে মেয়ে বলে তার বাবা , তার ঠাকুমা রা মেনে নিতে পারিনি তাকে , ভালবাসতে পারিনি তাকে । তিন মাস বয়স সেই কালো মেয়েটি আর নেই ...
গতকাল তার বাবা ,,,সে বাবা নয় ,,,সে বাবা হতে পারে না কখনো , তার মায়ের সাথে ঝামলার সময় মেয়টি কে তুলে আছাড় মেরে একেবারে মেড়ে ফেলেছে ! সবাই সেই নিস্পাপ মেয়েটির আত্মার শান্তি কামনা করবেন । যদি পারেন সবাই সবার কানে এটুকু কথা পৌঁছে দিন।
...."যে কালো হওয়া কোনো অপরাধ নয় "..
...."যে মেয়ে হওয়া কোনো অপরাধ নয় "..
"#দুঃসংবাদ"
এখনো ঘুম ভাঙ্গেনি তার..
সেই যে ভন্ড বাবার এক আছাড়ে
প্রাণ গিয়েছে যার ..
দোষ কি ছিল তার ?
কালো হয়ে জন্ম নিয়েছে
ছেলে না হয়ে মেয়ে হয়েছে
এটাই বুঝি দোষ ছিল তার ?
সেই যে ভন্ড বাবার এক আছাড়ে
প্রাণ গিয়েছে যার ..
এখনো ঘুম ভাঙ্গেনি তার !
আর কতদিন
তুমি কি বলতে পারবে আর কতদিন ..
এমন ভাবেই শিশু গুলোর বোঝার আগেই মরতে হবে ?
এমন ভাবেই শিশু গুলোর খেলার আগেই হারতে হবে ?
এমন ভাবেই শিশু গুলোর জানার আগেই ধর্ষণ হবে ?
ও দিদিভাই
ও দাদাভাই
তুমি কি জানো ...
সেই যে ভন্ড বাবার এক আছাড়ে
প্রাণ গিয়েছে যার ,
এখনো ঘুম ভাঙ্গেনি তার !
চায়ের দোকানে তোমার আড্ডায়
এমন কথা হাজারো যে উটবে
মনের ভিতর তুমি ও যে ওরা
এ কথাটা কি আজ মানবে ?
না ওদের মতোই মুখে মুখে
এ কথাটিই বলবে ...
ওই যে ভন্ড বাবার এক আছাড়ে
প্রাণ গিয়েছে যার ..
এখনো ঘুম ভাঙ্গেনি যে তার !
ওরে অর্ধ বোকার দল
মাঠির বুকে পচে সে যে
পেয়েছে কালো হওয়ার ফল !
মাঠির বুকে পচে সে যে
পেয়েছে মেয়ে হওয়ার ফল !
এখনো কি পুষবি তোরা ...
শুধু মুখেই বলবি চল ...
যত আছে আড়সতা ভাঙ্গবি না তার হাল ?
নাকি ঘুমান্ত্ব সেই শিশুর মত
তোরা থাকবি চিরকাল ?
জানো ...দিদিভাই
জানো ...দাদাভাই
সেই যে ভন্ড বাবার এক আছাড়ে
প্রাণ গিয়েছে যার ,
এখনো ঘুম ভাঙ্গেনি তার !
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩
সাহিনুর বলেছেন: মানুষ আর কতটা নিচে নামবে ?
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
ভয়ংকর ঘটনা, ভয়ংকর পেছনে আছে আমাদের জাতি
০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৭
সাহিনুর বলেছেন: সেই খারাপ বাবা কে পুলিশ ধরেছে , এখন দেখা যাক কি শাস্তি হয় তার
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: What a pathetic!
০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৭
সাহিনুর বলেছেন: ব্যাপার তা সত্যিই মেনে নেওয়ার মতো না,,
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৭
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় লেখা।
০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৮
সাহিনুর বলেছেন: সেই বাবাকে পুলিশ গ্রেফতার করেছে
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৭
ল বলেছেন: অভিশাপ!!! ভয়ংকর!! বেদনাদায়ক।।।
০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৮
সাহিনুর বলেছেন: আমাদের মাঝে এমনি দানব লুকিয়ে আছে
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন: মানুষ কতোটা অভিশপ্ত হলে এমন কাজ করতে পারে?