![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
মহিমা,সারা শরীর জুড়ে তুমি থাকো ।তোমার আগমন হোক সকাল থেকে সন্ধ্যা -সন্ধ্যা থেকে সকাল।
তোমায় দেখেছি রোজ স্বপনে স্বপনে,তুমি মোহ মায়ার সরম্ভড়,তুমিই আমার মহিমা।
- কি ভাবছো শুরু থেকেই আমি মহিমা কে নিয়ে পড়লাম কেন? কে এই মহিমা ? আমি রোজ তাকে স্বপ্নে দেখি, তুমি শুনবে কি তার কথা , তবে শোনো বলি ....
এই মহিমাকে কোথায় যেন আমার দেখা,
মনের কোথায় যেন তার সবকিছু তুলে রাখা,
রোজ স্বপ্নে দেখি, তাকে আমার কল্পনায় রাখি,
সেই টানাটানা চোখ
নমনীয় তার ঠোঁট
খোলা চুলের মাঝে,
মহিমা আমার
লাল টিপ কপালে সাজে ।
পরনে লাল শাড়ি
পায়ে আলতার বাহারি,
তার নূপুরের ঝমঝম শব্দে
জেগে ছিল ভালোবাসা মোর রন্ধে।
কি অবিশ্বাস্য ছিল সেদিন !
সেই স্বপ্নের মহিমা এসেছিল নেমে
আসমান হতে যেন আমারী টানে....
সেদিন গিয়েছিলাম ছুটে
ভয়হীন নিয়েছিলাম টেনে বুকে,
সে যে ছিল মোর চেনা
ভালোবাসা দিয়ে তাকে কেনা ।
মাটিতে বসে বলে ছিলাম তারে
তুমি হবে ...
তুমি কি আমার প্রেম হবে !
দুরন্ত সুরে বলেছিলাম তারে
যারে পুষিয়াছি এতোদিন মোর ঘরে
সেই তুমি আসিয়াছ নামি
আসমান হতে,আমি মানি ।
ওগো মহিমা
ওগো প্রিয়তমা
তোমায় দেখি রোজ স্বপ্নে আমি ।
তুমি হবে ...
তুমি কি আমার প্রেম হবে !
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৮
সাহিনুর বলেছেন: দাদাভাই এটা তো কাল্পনিক,বাস্তবে এটার সাথে কোন সম্পর্ক নেই ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৭
নেওয়াজ আলি বলেছেন: অনুপম
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৯
সাহিনুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদাভাই ।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দাদাভাই এটা তো কাল্পনিক,বাস্তবে এটার সাথে কোন সম্পর্ক নেই ।
তাহলে ভালো। তবু সাবধান থাকা ভালো। মানুষের মনের গভীরে যেটা লুকিয়ে থাকে সেটাই বের হয়ে আসে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৪
সাহিনুর বলেছেন: হ্যাঁ দাদাভাই সব সময় সাবধান থাকবো,,
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: কাঊকে এতটা লাই দিবেন না।