![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
আমি শান্ত
শুনতে শুনতে আজ আমি ক্লান্ত,
কখনো এই কোণে তো কখনো দেশের ঐ কোণে
সবাই মিলে আমার বোনকে করছে নগ্ন ।
কখনো টাকার জোরে তো কখনো নেশার ঘোরে
কখনো নির্জন রাস্তার ধারে তো কখনো বদ্ধ ঘরে
আমার বোনকে ওরা করছে নগ্ন,,,।
আচ্ছা এই যে তোমাকে বলছি,,
হ্যা তোমাকে বলছি
তোমার কি কষ্ট হয় না ?
যখন ছিড়ে খায় আমার বোনের অঙ্গ
তুমি তো দেখছোসব ঘরে বসে রঙ্গ,,,
আর এদিকে ওরা
কোন এক নির্জন রাস্তায় আমার বোনকে করছে নগ্ন
তারপর গলায় ফাঁস দিয়ে ক্ষতবিক্ষত করছে তার অঙ্গ
কখনো ইট তো কখনো পাথর
কখনো কেরোসিন তো কখনো পেট্রোল ।
দাউ দাউ করে জ্বলছে বোনের দেহ
সাথে ওদের উল্লাস নাচ ওরা পুড়িয়েছে সব প্রমানসহ।
খবর এলো
পুলিশের গাড়ি এলো
"ওরা নাকি প্রথমে টানতে টানতে নিয়ে গেছে
তারপর চিঁড়েছে তার জামা,যত ছিল,নিয়েছে সব কেড়ে গহনা। তারপর চড় ঘুষি সাথে মেরেছে নাকি লাথি । তারপর মাতাল জানোয়ার অমানুষ বেজন্মারা মিটিয়েছে তাদের খিদে,খিদে মিটলেই ইট পাথর দিয়ে তেতলে দিয়েছে মুখ,তারপরেও মিটিনী তাদের ভূখ,শেষে কেরোসিন পেট্রোল এনে ধড়িয়েছে তার দেহ"
খবর শুনে সাথে সাথে আকাশ ভাঙ্গা বৃষ্টি
মাযের বুক ভাঙ্গা কান্নায় থামে না সে বৃষ্টি,
তারপর সেই একই নাটক একই রাজনীতি হয় সৃষ্টি।
এইসব দেখতে দেখতে আমি আমি ক্লান্ত ,।
দেখুক না শান্ত মন একবার উগ্রতা
দেখুক না দুনিয়া একবার
জ্বলুক না আমার বোনের পরিবর্তে উগ্রতা।
ওদেরকে কে টানতে টানতে সবার সামনে নিয়ে আসা হোক,
হাত পা বেঁধে ওদেরকে উলঙ্গ করা হোক,
গরম লোহা ওদের শরীরে ডুকানো হোক,
গলার কাছে গেঁথে দেওয়া হোক এক মাইক তাতে শুনুক সবাই তার আর্তনাদ,তার কষ্টময় চিৎকর,কেঁপে উঠুক পুরো আকাশখানি।
তারপর ছোঁড়া হোক ইট পাথর ক্ষত বিক্ষত হোক তার দেহ ।
তার চিৎকারে আজ উল্লাস করো সবাই
ছুঁড়ে মারো গরম তেল তার দেহে
সাথে সাথে কেঁপে উঠুক সমস্ত অনুভূতি
কেঁপে উঠুক সমস্ত মানুষ,
কাটা হোক তার লিঙ্গ,
দরকার নেই এমন অঙ্গ,
যে অঙ্গ একা দেখলে লালসায় ক্ষেপে উঠে।
তারপর আনো যত আছে সব আনো
কেরোসিন পেট্রোল সব আনো ,
ধরিয়ে দেওয়া হোক তার দেহ
দাউ দাউ করে জ্বলুক
চারিদিকে তার চিৎকরে
সবার মুখে একটাই কথা ফুটুক
আজ উগড়ে নেবো তোর উগ্রতা
আজ উগড়ে নেবো তোর নগ্ন হিংস্রতা।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫
সাহিনুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদাভাই ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: ভীষণ ভালো লেগেছে আপনার কবিতা। বিশ্বাস করুন আর নাই করুন, শেষের দিকের কথাগুলোর সাথে আমারা ভাবনার অনেকটা মিল খুঁজে পেয়েছি। অবশ্য আমার ভাবনাগুলো আরো বেশী তীব্র আর ভয়ংকর। ধর্ষণকারী চামড়া জীবন্ত অস্থায় তুলে নেয়া হোক সাথে মাংশে লবন, মরিচের গুড়োর মাখিয়ে দেয়া হোক। তারপরই তাকে ফুটন্ত তেলের কড়াইয়ে ভাজা হোক। মাইকের সাথে সাথে লাইভ টেলিকাস্টেরও ব্যবস্থা করা হোক। এদের মৃত্যু কিভাবে আরো কঠোর ও যন্ত্রনাময় করা যায় তার জন্য গবেষণার প্রয়োজন।
ভাবনাগুলো কবিতায় প্রকাশের জন্য অনেক ধন্যবাদ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৭
সাহিনুর বলেছেন: ঠিক বলেছেন দাদাভাই এদের যতই শাস্তি দেওয়া হোক সেটা অনেক কম হয়ে যাবে এদের জন্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হিংস্রতার বিনিময়ে হিংস্রতা হতে পারে না ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫
সাহিনুর বলেছেন: এই মহান উক্তি ঢাল করে আর কতদিন চলবে, সব সময় এটা ব্যবহার করে এর সৌদর্যটি নষ্ট করবেন না,না চাইলেও মাঝে মাঝে নিজেকে নিষ্ঠুর হতে হয় সবার ভালোর জন্য । আশা করি বুঝবেন,।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪২
নেওয়াজ আলি বলেছেন: ওটা কেটে হাতে ধরিয়ে দিতে হবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৭
সাহিনুর বলেছেন: একদম ঠিক বলেছেন দাদাভাই ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: চমৎকার।