নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভীষণ রকম ভালোবাসি

সাহিনুর

আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !

সাহিনুর › বিস্তারিত পোস্টঃ

অপসংস্কৃতি

০২ রা মার্চ, ২০২১ রাত ৮:২৯



এখন বিজেপি নাম শুনলে রক্ত গরম হয়ে যায় ।
বেকার জীবন টিউশন পড়িয়ে কোন ক্রমে মিটিয়ে চলেছি নিত্যদিনের চাহিদা তারপর যদি এভাবে তেল, গ্যাসের দাম বাড়তে থাকে তাহলে তো আমাদের মতো বেকার ছেলে মেয়েদেরকে রাস্তায় নামতে হবে ভিক্ষার জন্য ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২১ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনার চাকুরী আছে? আপনি কোন মুখ্যমন্ত্রীর সময়ে পড়ালেখা শেষ করেছেন?

০২ রা মার্চ, ২০২১ রাত ৮:৫০

সাহিনুর বলেছেন: না চাকরি নেই, আর লেখাপড়া এখনো শেষ করিনি পিএইচডি প্রস্তুতি নিচ্ছি ।

২| ০২ রা মার্চ, ২০২১ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন: না চাকরি নেই, আর লেখাপড়া এখনো শেষ করিনি পিএইচডি প্রস্তুতি নিচ্ছি ।

-ভারতে, নাকি বাহিরে?

০২ রা মার্চ, ২০২১ রাত ৯:০৬

সাহিনুর বলেছেন: ভারতে

৩| ০২ রা মার্চ, ২০২১ রাত ১০:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: মোদীজি একবিংশ শতকের বিস্ময়; যুগাবতার বৈকি। ভারতের 18 টি রাজ্যের জনগণ এই মুহূর্তে ওনাকে ম্যান্ডেট দিয়েছেন।এহেন মোদিজির লক্ষ্য গোটা ভারতকে গেরুয়া করন করা। নিন্দুকেরা অবশ্য ওনাকে গালমন্দ করার জন্য গুজরাট দাঙ্গা বা দিল্লি দাঙ্গার অভিযোগে অভিসম্পাত করেন। কিন্তু মোদীজি ভগবান এসব ফুৎকারে উড়িয়ে দিয়ে বিজেপির লক্ষ্য পূরণে অবিচল। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গবাসীও ওনাদের বরণ করার জন্য মুখিয়ে আছেন। গোটা ভারতবর্ষে গেরুয়াকরণ সম্পন্নের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব দেব সরকারের মতো কয়েকজনের কথাতে পরিষ্কার, আগামীতে ওনারা নেপাল, ভুটান, শ্রীলংকায় গেরুয়াকরনের কর্মসূচি নেবেন। বাংলাদেশকে কেন বাদ দিয়েছেন তা অবশ্য মাথায় আসেনা.... যাইহোক মোদিজির নিজস্ব ক্যারিশমায় পশ্চিমবঙ্গ বিধানসভায় আপাতত ভাবে যদি পর্যাপ্ত বিধায়ক নাও পান, তাহলে তৃণমূলের টিকিটে জয়ী' বিধায়কদের খুব সহজে বশ করে সাম্প্রতিক ভারতের কিছু রাজ্যের মত বিধায়ক ক্রয় করে তৃণমূল সরকারের পরিবর্তে নিজদলের সরকার প্রতিষ্ঠা করবেন। কাজেই সাবধান! অন্ধ মোদি বিদ্বেষ না ছড়িয়ে আসুন আমরা আকাশে বাতাসে সর্বত্রই মোদিজীর নামে জয়ঢাক পিটিয়ে গো ভারতের মহত্বকে বিশ্বময় তুলে ধরি। আর আশায় বুঁদ হই যেন মোদীজি খুব শিগগিরই চাঁদেও একটি স্টেডিয়াম বানাতে পারেন...। আমরা ধম্ম চাই অর্থনীতি নিয়ে ভেবে ভারতকে পিছনের ঠেলতে রাজি নই...

০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩০

সাহিনুর বলেছেন: আমাদের দেশের মানুষ যেভাবে মোদীকে ভোট দিচ্ছে তাতে তো তাই মনে হয় যে এদেশের বেশির ভাগ মানুষ ধর্ম ছাড়া আর কোন কিছুই চাই না । ধন্যবাদ আপনাকে ।

৪| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: ভারতে শিক্ষিত লোক বেকার কিন্তু মূর্খরা কেউ বেকার নাই।

০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩১

সাহিনুর বলেছেন: দাদাভাই আপনি একদম ঠিক বলেছেন ।

৫| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: সাহিনুর,





সবখানেই মানুষ কেন যে দিনদিন সাম্প্রদায়িক হয়ে উঠছে !!!!!!!
এই অপসংস্কৃতি আমরা এতোদিন লালন করেছিলুম মনের ভেতরে, জানতে দিইনি। এখন সেখানে রাষ্ট্রীয়, সামাজিক ভাবে জল ঢালাতে সে বীজ পাখনা মেলতে শুরু করেছে। আর তা মধু শিকারীদের জন্যে পোয়াবারো হয়েছে।

০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩৩

সাহিনুর বলেছেন: আসলে আমরা একটা নতুন বিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি তাই তার আগে শেষবার দেখে নেওয়া যে কে এই বিবর্তনেরর পক্ষে আর বিপক্ষে । ধন্যবাদ আপনাকে ।

৬| ০৩ রা মার্চ, ২০২১ ভোর ৪:২৯

কবিতা ক্থ্য বলেছেন: আমরা শিক্ষিত জনগন চাইনা, চই- ধর্মীয় দেশ।

০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:০৩

সাহিনুর বলেছেন: এই চাওয়ার পরিবর্তন হওয়া উচিৎ ।

৭| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ২:৫২

নেওয়াজ আলি বলেছেন: সামনে কী কলকাতায় বিজিপি এসে যাবে

০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:০৩

সাহিনুর বলেছেন: এবার তো না কিন্তু এভাবে সবাইকে ধর্মের আফিম খাওয়ানো হলে পরবর্তীতে নিশ্চয় আসতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.