![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
একটার পর একটা ঝড় আঁছড়ে পড়ুক
অলস দেহ বেশ দিন কাঠছে কাটুক
স্মৃতিময় পাতা গুলো অবহেলায় পুড়ুক
তারপর যখন আর কোন উপায় থাকবে না নিজেদের সত্বাকে বাঁচানোর, তখন একসাথে সবাই মিলে অন্যের গোলামী করবো চোখের জলে সিক্ত হয়ে অভিশপ্ত জীবন নিয়ে ।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪১
সাহিনুর বলেছেন: শুভকামনা রইলো দাদাভাই আপনার জন্য ।
২| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫২
শাহ আজিজ বলেছেন: শান্তি নিকেতনে বিশ্ব ভারতির ভি সি একজন নিষ্ঠাবান বি জে পি সমর্থক । মোদী পশ্চিম বাঙ্গলার বাম ঘরানার ঘেঁটুপুত্রদের সওয়ার হয়েছে রবি ঠাকুরকে উচ্ছেদের জন্য । এই বামরা পারলে রবিঠাকুরকে গঙ্গায় ফেলে দিত । কবিতা সরিয়েছে এবার জাতীয় সঙ্গীতে হাত দেবে । গুজরাটের আপদদের বাংলার উপর রাগ কেন ?
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪০
সাহিনুর বলেছেন: গুজররটি বলুন কিংবা অন্য কেউ, আসল কথা অবাঙালিরা যেন বাঙালিদের কে একদম দেখতেই পারে না । ওরা বাঙালির প্রতিভার জন্য হিংসে করে , বাঙালীকে শেষ করে দিতে চাই ।
আর আমরা বাঙালি সেটা বুঝতেই চাইছি না । কবে যে বুঝবে বাঙালি কে জানে ?
৩| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪০
সাসুম বলেছেন: কিসের বাংগালি ? আগে সর্গ নরক ও জান্নাত জাহান্নাম, পরে জাতীয়তাবাদ।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪১
সাহিনুর বলেছেন: এইসব জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে , না হলে মহামুস্কিল ।
৪| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: শিক্ষায় নৈতিকতা থাকলে কোন সমস্যা নেই । ধর্মীয় নৈতিকতা মন্দ নয়। কিন্তু কবিগুরুর লেখা পাঠ্যসূচি থেকে বাদ দেয়া অন্যায়।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২১
সাহিনুর বলেছেন: এরা ভারতের সংগ্রামের ইতিহাস থেকে বাঙালির কৃতিত্ব মুছে দিতে চাই ।
৫| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হিন্দুত্ববাদের স্লোগান উচ্চকিত করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদী৷
এরপর ২০১৭ সালে রাজ্যের ক্ষমতায় আসেন হিন্দু পুরোহিত যোগী আদিত্যনাথ৷
আগে সম্প্রীতি থাকলেও এখন তাঁদের প্রভাবে এলাকার সম্প্রীতি একেবারেই নষ্ট
হয়েছে বলে মনে করছেন নয়াবানের মুসলিমরা৷ ‘‘মোদী আর যোগী সব শেষ করে দিয়েছে৷
তাঁদের প্রধান এজেন্ডাই হিন্দু-মুসলিম বিভক্তি,’’
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২০
সাহিনুর বলেছেন: এই দুই ধর্মান্ধ আমাদের দেশকে আবার দাঙ্গার দিকে ঢেলে দিচ্ছে, এক সম্প্রদায়ের বিরুদ্ধে আর এক সম্প্রদায়ের মনে বিষ ঢালছে আর সাধারণ মানুষ সেগুল না বুঝে দিনের পর দিনের নিজেদের মধ্যে তা প্রতিস্থাপন করছে । এরা ক্ষমতায় থাকলে দেশ আর দেশ থাকবে না ।
৬| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: বিজেপির বাংলা সংস্কৃতির পিছনে লেগেছে বেশ শক্তভাবে। বাংলাদেশই এখন বাংলা চর্চার বধ্যভূমি। বামরা হিন্দু মৌলবাদিদের সঙ্গে আতাত করেছে মনে হয় ।
১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৩
সাহিনুর বলেছেন: এবার বাংলায় বিজেপি অনেক আসন দখল করেছে শুধুমাত্র ঐ একটা প্রবাদে যে বিজেপি হিন্দুদের দল । কি আছে আমার ভবিষৎয়ে আল্লায় জানে!
৭| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমরা ১৮ কোটি সাচ্চা মুসলমান।
১৬ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৬
সাহিনুর বলেছেন: হু মুসলমান আপনি, বাঙালি নন ?
৮| ১৬ ই জুলাই, ২০২১ রাত ৯:১৫
রানার ব্লগ বলেছেন: আমি মানুষ ও বাংলা ভাষি সেই সুত্রে বাংগালী!!
১৬ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৬
সাহিনুর বলেছেন: আপনার জন্য শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০২১ রাত ৩:৩৬
কামাল১৮ বলেছেন: আমি মানুষ