![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে কেনো মেঘ আসে বারে বার ! সে মেঘ সাদা নই কালো রং মাখে বারে বার !
ভারতবর্ষে বেশ জমে উঠছে ধীরে ধীরে এই খেলা। আর আমরা কেমন যেন নেশার মতো জড়িয়ে পড়ছি এই খেলায় । একদল অসাধু ব্যক্তি বেশ চালাকির সাথে খেলছে । আমরা সবাই সব জানি কিন্তু কিছু করতে পারি না, কেমন যেন নিজেদের মস্তিস্ককে অসাড় করে ফেলেছি দিনের পর দিন।
এখনো সময় আছে যদি কিছু করতে না পারি তবে এই খেলা আমাদের সব শেষ করে দেবে । আজ আসামে গো হত্যার বিরুদ্ধে আইন এনেছে কাল গোটা দেশে আনবে ।
আমাদেরকে পরাধীন হয়ে থাকবে হবে নিজের দেশেই ।
১৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৪০
সাহিনুর বলেছেন: একদম ঠিক বলেছেন আপনি । এর পরিণতি খুব ভয়াবহ ।
২| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
কামাল১৮ বলেছেন: আমাদের দেশে দিন দিন ধর্মের বিকাশ,এটা ভালো লক্ষন।দুই দেশেই পাল্লাদিয়ে ধর্মের বিকাশ এটা অশনি সংকেত।সারা দুনিয়ায় ধর্ম বিলুপ্তির পথে আর আমাদের দুই দেশে বিকাশের পথে,আমরা মনে হয় উল্টদিকে হাটছি।
১৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৯
সাহিনুর বলেছেন: হ্যা এটা খুবই বিস্ময়কর একটা ব্যাপার , বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিন দেশ পুরো উল্টো ভাবেই চলছে ।
৩| ১৯ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সব কূ-কীর্তি
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৬
ঢাবিয়ান বলেছেন: ধর্মীয় উন্মাদনা একটা দেশকে কোথা থেকে কোথায় নামাতে পারে তার উজ্জ্বল উদাহরন আজকের ভারত।