![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
কিছু বন্ধু কিছু গান। কিছু সময় অসময়ের আহবান। কিছু স্বপ্ন কিছু মেঘ। কিছু চেপে রাখা অপ্রকাশিত আবেগ। কত কথা,কত না পাওয়া বেদনা। কত ব্যস্ততা,কত গাম্ভীর্যতা উড়ে গেছে হাসির ঠেলায়। কত কাটিয়ে দিয়েছি রাত খোলা মাঠে,ঘাসের স্পর্শে। রুপালী আলোর উঁকি দিয়ে যাওয়া ভয়ঙ্কর সৌন্দর্যে। আলো ছায়ার খেলায় তোদের কোন গল্পে খুঁজে চলেছি আমি আমার নিজেকে। নিশ্চুপ ব্যস্ততায় কি এক অবারিত মোহে বলে চেলেছি আমি আমার গল্প তোদেরকে;আমি আমার নিজেকে। কখনো হেঁটে চলেছি কনক্রিটের রাস্তা ধরে। চেপে রাখা তাপ যখন বের করে দিচ্ছে একাকী মানসিকতাহীন সাম্যাবস্থার এই জগতে। আরও হেঁটেছি অনেক দূর দেবদারু দিয়ে ঘেরা চির অচেনা তবু সব থেকে পরিচিত;নিজেকে নিজে খুঁজে পাওয়ার এ পৃথিবীতে।
পাওয়া না পাওয়া কত সব হিসাব নিকাস। সব যেন মিলে যায় তোদের পাশে বসলে। নিজের ভিতরে পুঁজি করে রাখা একগাদি দুঃখ আর অনিশ্চিত ভবিষ্যৎ সবই যেন ঠিকানা পায়। নিজের অজান্তেই। খুব বেঁচে থাকতে ইচ্ছা করে। তোদের মাঝেই বেঁচে থাকতে ইচ্ছা করে।
©somewhere in net ltd.