![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
জীবন থেকে কতোগুলো এলোমেলো পাতা নিয়ে তোমাকে দিয়েছিলাম। তুমি গুছিয়ে দিবে বলে। স্বপ্নের বাকি অর্ধেক তোমাকে তোমাকে দেখিয়েছিলাম। তুমি পূর্ণতা দিবে বলে। নিজের সাথে আমি প্রতারণা করিনি। তুমি ভালোবাসতে বলে। হারিয়ে যাচ্ছে সময়,বুড়িয়ে যাচ্ছে চারপাশ। ক্রমাগত ক্রন্দনে স্যাঁতসেঁতে চারিদিক। তবুও আমি বেঁচে আছি,থাকবো বেঁচে। মুছে যেতে চাওয়া স্মৃতির পসরা সাজিয়ে রেখেছি,তুমি এসে দেখবে বলে। ইস একবার যদি তুমি আসতে চলে।
©somewhere in net ltd.