![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
জীবনে অনেক শিখেছি আমার প্রিয় এক বন্ধুর কাছ থেকে। আমার জীবনে একটা রিভোলিউশন ও বলতে পারি। হতে পারে তা আমার চিন্তা চেতনায় আবার তা হতে পারে নিজেকে আবিষ্কারের ক্ষেত্রে। আমার ঐ রিভোলিউশনারি বন্ধুর সাথে দেখা হয়েছে অনেকদিন আগে,অবশ্য তখনো পর্যন্ত সে আমার জন্যে রিভোলিউশনারি ছিল না। সামনা সামনি দেখেছি কিন্তু কথাও বলা হয়ে ওঠেনি কখনো। এখনকার চিন্তা করলে ঐ সময়টাকে কেমন যেন শূন্য আর নিঃস্ব মনে হয়। অবশ্য ব্যাপারটা এক হিসাবে ঠিকই আছে। প্রকৃতি আমাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নেই যাতে আমরা একে অপরকে বুঝতে পারি। আর এই একে অপরকে বুঝতে পারার মধ্যবর্তী সময়ের উপরই হয়তো নির্ভর করে সম্পর্কের দৃঢ়তা।
আমি এটা আগে থেকেই জানি যে কেউ আমার বন্ধু হতে চাই না সহজে। কারণ,বন্ধু আকর্ষণ করার মত কোন গুনই আমার নেই। পারি না গান গাইতে,পারি না দিতে খামোখা খেয়ালে সাঁই,সামর্থ্য হই না আশর জমাতে। তবে যখন কেউ আমাকে বন্ধু করতে চাই,চেষ্টা করি সর্বচ্চো অধিকার দিয়ে সেটাকে রক্ষা করতে। তবুও মাঝে মাঝে মনে হয় যেন বন্ধুর জন্য হয়তো আরেকটু বেশি করতে পারতাম।
বন্ধুত্ব অন্যান্য সকল সম্পর্ক থেকে ভিন্ন। এটা আমার কাছে যেন একটা সম্পর্ক সংবিধান। আমি এই সম্পর্কের সাথেই মিলিয়ে দেখি অন্যান্য সম্পর্ক গুলোকে। আমার সেই বন্ধুর সাথে আমার সম্পর্ক। বন্ধুত্বের আসলেই থাকেনা কোন পদবী। বন্ধুত্বের বয়েস বাড়ে না কখনো। থাকেনা কোন জাত। এটা একটা সবুজ রং যা কখনো ফ্যাকাসে হয় না। তাই চির সবুজ এই বন্ধুত্ব।
খুব অল্প কয়েকটা দিন তোর সাথে মেশার সুযোগ হয়েছে। সামনে হয়তো আরও সুযোগ আসবে। তবে এই কয়েকটা দিনে এত কাছে চলে আসবি ভাবতেও পারিনি। খুব সাধারণ একটা কথাকে মজা করে বলা। হাসির মাধ্যমে নিজের না পাওয়া চাপা কষ্ট ভুলতে হয় কিভাবে তা তুই আমাকে শিখিয়েছিস। আমার পকেটে টাকা না থাকা স্বত্বেও নিয়ে গেছিস দামী নামকরা কোন রেস্তুোরায়। আমিও হয়তো তোকে কোন একদিন নিয়ে যাবো দামী কোন রেস্তোরায়। তবে সেই স্মৃতি আর ভিন্ন অনুভূতিগুলো হয়তো আমি ফেরত দিতে পারবোনা তোকে। কারণ সেটা ঐ সময়ের সাথে গেঁথে আছে। ফ্রেমে বাঁধানো জীবন স্মৃতির পাতায়।
জীবনে অনেক চড়াই উৎরায় পেরোতে করতে হবে। হয়তো কখনো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নয়তো আসন্ন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। আশা রাখি পাশে থাকবি তুই আমার। কাছে রাখবি এই অধম বন্ধুটাকে। মুখে অনেক কিছু বলা হয়ে ওঠে না। তাইতো লিখতে হল আজ। তোকে উদ্দেশ্য করেই লিখলাম আজ।
অসীম ভালোবাসা আমার এই বন্ধুত্ব সম্পর্কের প্রতি...বন্ধুকে নিয়ে লেখা একটা প্রিয় গানের কথা তাই আজ মনে পরে গেলো...গানটি লেখা অঞ্জন দত্তের...যখনি আমি তার গান শুনি,লোকটি আমাকে নষ্টালজিক করে দেন .
“আকাশটা আজ বড়ই নীল
আজ আমায় পিছু ডেকো না।
যে রং তোমার চোখে শামিল,সে চোখ ভিজিয়ে দিও না
বন্ধু তোমার আমি তাই অন্য দাবি রেখো না। ডেকো না।
বন্ধুত্বের হয়না পদবী। বন্ধু তুমি কেঁদো না।
বন্ধু সবুজ চিরদিন। বন্ধুত্বের বয়স বাড়ে না।
বন্ধু তোমার আমি তাই। আত্মীয়তায় বেঁধো না।
কেঁদো না।
..........................................।”
©somewhere in net ltd.