![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
সম্পর্ক ব্যাপারটা অন্যরকম। ব্যাপারটা অনেক জটিল। কোন সম্পর্ক স্থিতিশীল আবার কোনটা অস্থিতিশীল। অস্থিতিশীল সম্পর্কের দৌড় অনেক যা আমাদের চিন্তা শক্তিকেও হার মানিয়ে দেয়। কখনও তা ধৈর্যের সীমা ছাড়িয়ে নিশ্চিহ্ন করে দিতে চাই আমাদেরকে,আবার কখনও বেঁধে রাখে মায়ার বাঁধনে যা সব থেকে সুন্দর,নৈসর্গিক।
কিছু সম্পর্ক তৈরি হয় এক তরফা। হয়তো আরেকজনের কাছে অজানাই থেকে যায়,বলতে না পারার বাস্তবতায়। জমাট বাঁধা দ্বিধাগুলো আন্দোলিত হয়ে বিস্ফোরিত হতে চাই,নয়তো জমে আরও শক্ত,আরও কঠিন হয়।
সময় বাড়ে,সময়ের সাথে বাড়ে আমাদের বয়স। একদিন আমরা হারিয়ে যায় এই পৃথিবী থেকে,সকল পার্থিব সম্পর্ক বিছিন্ন করে। হয়তো নতুন কোন সম্পর্কের আশায়। এইটুকুই স্বপ্ন দেখি,কোন সম্পর্ক যেন অপূর্ণ থেকে না যায়। পূর্ণতা পাক পৃথিবীর সকল সম্পর্ক। বেঁচে থাকি আমরা সম্পর্কের জালে জড়িয়ে। কিন্তু বাস্তবতা আমাদেরকে শিখিয়ে দেয় যে,তুমি যা ভাবছো তা আসলে তা না ও হতে পারে। তখন বিষাদের ছাপ চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে,ভালো লাগে না কিছুই। ফিরে যেতে হয় জরাজীর্ণ,তেঁতো হয়ে যাওয়া পুরাতন সেই সম্পর্কের কাছে। নিজের অজান্তেই কষ্ট দিলে ভুল মানুষকে,আমি যে বেদনা বিলাসী। আমি কষ্ট পাই না,কষ্টের সাথেই যে আমার বসবাস।
©somewhere in net ltd.