![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
কি এক অবিরাম চাওয়া। কি এক অবিরাম না পাওয়া। কি এক অপূর্ণতা করেছে আমায়,বিচ্ছিন্ন তোমার থেকে। হয়তো আমি হারিয়ে যাবো না ফেরার দেশে। তখন খুঁজো আমায় ভবঘুরে হয়ে।
জ্বলজ্বলে পড়ন্ত বিকেলে। আমার সামনে দিয়ে যাও তুমি নির্লিপ্ত ভঙ্গিতে। খুঁজে ফিরি তোমাকেই ঐ ক্রমশ ফ্যাকাসে হয়ে যাওয়া ঘাস আর ধূসর ঝাপসা নদীটির তীরে। যেখানে পিপীলিকার বসবাস, মানসিকতাহীন শুধু বেঁচে থাকার সংগ্রামের নগরীতে। আর আমার সামনেই ঝুপ করে ডুবে পরা লালচে সূর্যটার কৌশলের বেড়াজালে।
ধীরে ধীরে নেমে আসে রাত। অন্ধকার আরও অন্ধকার। গাঢ় অন্ধকারে নিমজ্জিত চারপাশ। কোথাও কেউ নেই। চারিদিকে শবযাত্রীর আনাগোনা। আমি হেঁটে চলি নিয়ন আলোর রেখা ধরে। যেন আমার সাথেই হেঁটে চলেছে এই আলো। আমার ব্যথায় কেঁদে চলেছে কনক্রিটের বুকে। কখনো ভুলে যায় আমার ঠিকানা। নেই ঠিকানা তবুও ছুটে চলা এই রাস্তাটি ধরে। কোথাও হয়তো মিলবে আমার ঠাই। অনেক দূরে এই শহর,আকাশ,নদী সীমান্তের বেড়াজাল পেরিয়ে।
©somewhere in net ltd.