![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
সবুজ ঘাসের উপর শেষ বিকেলের মৃদু আলো ছায়ার খেলা। শ্রান্ত-ক্লান্ত ডানায় ভর করে পাখিদের ঘরে ফেরার পালা। চারিদেকে এক নিদারুণ মৌনতা। যেন চারিদিকে কেউ নেই তবুও সবাই আছে।
অন্য দিনগুলোর মতই আজ একটি সাধারণ দিন। অন্য যে কোন সন্ধ্যার মতই আজ সাধারণ একটি সন্ধ্যা। কয়েক বছর আগে ঠিক এই দিনটিতে,এই সবুজ মাঠে দেখা হয়েছিলো তোমার সাথে। কত সময় উড়িয়ে দিয়েছি তোমার চোখের দিকে চেয়ে। কত স্বপ্ন বুনেছি এই সবুজ ঘাসের উপর বসে। এক বছর আগে ঠিক এই দিনটিতে আমাকে একাকী রেখে চলে গেলে,এই সবুজ প্রান্তরে। তুমি নেই তবুও কেন যেন খুঁজে ফিরি তোমাকে। সেই পুরনো স্মৃতিগুলো ঘাটতে গেলে সরে যায় বাস্তবতা থেকে। তোমাকে খুঁজে পেলে হারিয়ে ফেলি আমি আমার নিজেকে।
©somewhere in net ltd.