![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
......মাঝে মাঝে কেন জানি মনে হয় আমাদের অনুভূতিগুলো আস্তে আস্তে ভোতা হয়ে যাচ্ছে। বাস ভর্তি মানুষ পুড়তে দেখে এখন আর আমাদের চোখে পানি আসে না। গুলিবিদ্ধ অবস্থায় কোন যুবক রাস্তায় পড়ে থাকলে আমরা তার নিস্তেজ দেহটার দিকে একবার ফিরেও তাকায় না। বাস্তবে ধারালো অস্ত্রের আঘাতে তীর বেগে রক্ত ঝরা দৃশ্য আমাদের কাছে অ্যাকশান সিনেমার ট্রেইলার মনে হয়। এতটুকু বিচলিত করে না আমাদের মনকে।
.......মানুষ কতদিন বন্দী থাকবে ঘরে??? নিজের জীবন বাঁচানোর তাগিদে বা তার পরিবারের জন্য হলেও তাকে ঘর থেকে বের থেকে বের হতেই হবে। এই সুস্থ সবল মানুষটি যখন লাশ হয়ে ঘরে ফেরে তখন তার পরিবারের কথা কি আমরা একবার চিন্তা করতে পারি!!!!
......যারা আন্দোলনকারী তারা মারা পড়ছে সাথে মারা পড়ছে পুলিশ ও। এরা সবাই আমাদের লোক। হয়তো আমদেরই কারো ভাই,কারো আত্মীয় কিংবা পরিচিত। আর কত লাশ পড়লে আমরা এগুলোকে মৃত্যু বলবো। রক্তের রঙ আরও কত গাড় হলে আমরা তাকে রক্ত বলবো।
.......গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরাতে বা ককটেল ফাটাতে আমাদের নেতারা ঠিকই বেঁছে নিবেন ঐ দিনমজুরের ছেলেকে। সে ও রাজি হবে কিছু টাকার লোভে। নিজের ছেলেকে অ্যামেরিকা,লন্ডনে পাঠাবেন উচ্চ শিক্ষার্থে। নিরাপত্তার অভাব যে দেশে,মান্ধারতা আমলের শিক্ষা ব্যবস্থা যে দেশে সে দেশে আপনার ছেলে বেড়ে উঠবে কি করে!!!!! আপনার স্ত্রী শপিঙে যাবে পাজেরো গাড়িতে করে। যে গাড়িতে ঢিল ছোড়া তো দূরের কথা ছুঁয়ে দেখার সাহস পর্যন্ত কারো নেই। শাহবাগের মোড়ে জনবহুল বাসে আগুন দিবেন,পুড়ে দগ্ধ হবে পেটের দ্বায়ে গার্মেন্টস’এ কাজ করা আমারই কোন বোন। ককটেলের বিস্ফোরণে ঝলসে যাবে টোকাইয়ের কাজ করে দুই বেলার খাবার জোগাড় করে এমন কোন অবুঝ শিশু।
সাধারণ খেটে খাওয়া মানুষের মাংস পোড়ার গন্ধটা আপনাদের সব থেকে প্রিয়... তাইতো এত আয়োজন।
-সমাপ্ত-
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ,আপনাকে।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
মুহামমদ মিনহাজ বলেছেন: সবার যখন সুবুদ্ধি হবে দেশ সেদিন শান্তিতে থাকবে
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: হুম। সেই বহু প্রতীক্ষিত শুভ বুদ্ধি উদয়নের অপেক্ষায় রইলাম।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
মুহামমদ মিনহাজ বলেছেন:
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: নির্মম বাস্তবতা!!!! ধন্যবাদ আপনাকে।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ক্ষমতার লোভ বড্ড ভয়াবহ। এই লোভের ফাঁদে যে পা দিয়েছে সে মানুষের খাতার বাইরের জীবনটাকে ভালোবাসে।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: হুম। আর আমরা সেই ক্ষমতার লোভের আগুনে পুড়ে নরক যন্ত্রণা অনুভব করছি। কিন্তু আর কতদিন???!!!???
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
নীল-দর্পণ বলেছেন: সাধারণ খেটে খাওয়া মানুষের মাংস পোড়ার যাওয়ার গন্ধটা আপনাদের সব থেকে প্রিয়... তাইতো এত আয়োজন।