নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি আমার দেশকে..আমার ভাষাকে

নাজমুল_হাসান_সোহাগ

আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।

নাজমুল_হাসান_সোহাগ › বিস্তারিত পোস্টঃ

গুণী মানুষকে সম্মান করতে না শিখলে এদেশে গুণীরা জন্মাবেন না

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে আপনি যদি ১০০% গ্রহণযোগ্য কথাও বলেন দেখবেন ঠিকই আপনার একজন সমালোচক জুটে গেছে।



...আনিসুল হক’এর একটা পেজে আমার লাইক দেয়া আছে। অসাধারণ লেখেন লোকটা। আমি ফেবু’তে নিয়মিত তার লেখাগুলো পড়ি। বিশেষ করে সাম্প্রতিক বিষয় নিয়ে লিখতে তিনি অনেক ভালবাসেন এটা তার লেখা দেখলেই বুঝতে পারি। তার লেখায় লাইক দেই কমেন্ট করতে ইচ্ছা হলে কমেন্টও করি। তো কমেন্ট করতে গেলেই দেখি ধুন্দুমার কাণ্ড-কারখানা। কোন পোস্ট তিনি হয়তো লিখেছেন আট-দশ লাইন। কমেন্টে যেয়ে দেখি বিভিন্ন জ্ঞানী-বিজ্ঞানী তার পোস্টের থেকে কয়েকগুণ আকারে বড় কমেন্ট করছেন যেখানে তাদের উপদেশ বাণী থাকে যেমনঃ কীভাবে লেখা উচিৎ,কি কি বিষয় নিয়ে লিখতে হবে,অমুক অমুক বিষয় নিয়ে কেন লেখেন না,অমুক রাজনৈতিক দলের কাছ থেকে টাকা খাইছেন কেন। এসব কথাও পড়তে হল :|



একজন লেখককে যদি সমালোচনা করতে হয় তাহলে সমালোচককে প্রথমে সেই লেখকের মানসিকতার পর্যায়ে পৌঁছনো উচিৎ হবে। তাকে ভালোভাবে জানতে হবে। এই অনলাইন সোস্যাল নেটওয়ার্কের যুগ অনেক কাছে এনে দিয়েছে আমাদের সবাইকে। আমরা সহজেই আমাদের প্রিয় মানুষের অ্যাক্টিভিটিস দেখতে পারি,তাকে নিজের মতামত জানাতে পারি। তবে কিছু খারাপ গুণ দেখা দিয়েছে যা ক্রমেই আমাদের সহ্যসীমা অতিক্রম করে চলেছে। অনলাইনে কারো সমালোচনা করা বা তার নামে খারাপ কিছু বলা এখন একটা কমন ট্রেণ্ড হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা অনেকটা শাহাবাগের কোন চায়ের দোকানে বসে কারো চৌদ্দ-গোষ্ঠী উদ্ধার করার মতন। কেউ যদি শাহাবাগে চায়ের দোকানে বসে কারো নামে বুলি আউড়ায় সেক্ষেত্রে কোন সমস্যা নেই এই অর্থে যে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি সেখানে উপস্থিত নন,তিনি জানেনও না তার নামে কি বলা হচ্ছে। যা ইচ্ছা বলতে পারছেন। কিন্তু কেউ আনিসুল হকের মত কোন লেখকের পোস্টে উল্টা-পাল্টা কমেন্ট করে বসে আর যখন লেখক নিজের পোস্টে এরকম কমেন্ট দেখতে পান সেটা আসলেই দুঃখজনক।



...আনিসুল হক স্যার এর কিছুদিন আগের একটা পোস্ট পড়লাম সেখানে তিনি নিজের ক্ষোভের কথা প্রকাশ করেছেন। এমনকি কোন দলের থেকে যে তিনি টাকা খান কি না এমন উত্তরও তাকে দেয়া লেগেছে। আনিসুল হকের মতন একজন লেখককে যখন তার একটি লেখার জন্য টাকা খাওয়ার মত মন্তব্য শুনতে হয় সেটা আসলেই অনেক কষ্টদায়ক। শেষ পর্যন্ত লেখাটা পড়লাম এবং শেষে স্যার একটা কথা বলেছেন-



“... আমার অনুরোধ, নিজের দেয়ালে লিখুন। আপনার পণ্য, মত, আদর্শ, রাগ, ক্ষোভ, প্রতিবাদ প্রকাশের জন্য আপনার নিজের ওয়াল ব্যবহার করুন। আমার কোনো স্টাটাস নিয়ে আপনি নিশ্চয়ই মন্তব্য করতে পারেন। তীব্র প্রতিবাদ করতে পারেন। ভুল ধরিয়ে দিতে পারেন। দয়া করে শালীনতা বজায় রাখুন। আপনার মত আর আমার মত আলাদা হবেই। তা না হলে তো আমরা দুটো আলাদা মানুষ হতাম না। ভিন্নমত সুন্দর করে প্রকাশ করা যায়। আসুন আমরা তর্ক করি, ভিন্নমত প্রকাশ করি, কিন্তু একটু সুন্দর ভাবে সুন্দর ভাষায়।”



কথাগুলো থেকে অনেক কিছু শেখার আছে।



সত্যি কথা বলতে কি, গুণী মানুষকে সম্মান করতে না শিখলে এদেশে গুণীরা জন্মাবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.