![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
Rob reiner এর পরিচালনায় Flipped(2010) এক কথায় একটি অসাধারণ মুভি। মুভিটি Wendelinvan Draanen নামক একজন শিশু সাহিত্যিকের ফ্লিপড্( Flipped) নামক বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা।
ছোটবেলার পছন্দ,চাওয়া-পাওয়া,ভালোবাসা,জীবনের অন্য যেকোন বয়সের থেকে ভিন্ন। কৈশোরের অনেক যৌক্তিক-অযৌক্তিক ভাবনা,চাওয়া পাওয়া আবাগের সাথে মিশে দেয় নতুন এক মাত্রা। আর তাই নিজের অজান্তেই আপনি হাতড়ে বেড়াবেন ছোটবেলায় ফেলে আসা অনেক স্মৃতি। হয়তো এই কারণেই মুভিটা আমার কাছে এতটা ভালো লেগেছে। কোন একটা ঘটনা আমরা সাধারণত দেখি যে কোন এক দৃষ্টিকোন থেকে,কারণ আমরা এভাবেই চিন্তা করে অভ্যস্ত। কিন্তু মুভিটিতে দেখানো হয়েছে একই ঘটনার ভিন্ন ভিন্ন মানে আছে ভিন্ন ভিন্ন লোকের কাছে। আছে ভিন্ন ভিন্ন প্রভাব। আর মুভিটিতে সেই ব্যাপারটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন Medeline Carrol আর Callan McAuliffe । দুই জনই অসাধারণ অভিনয় করেছেন। তবে Juliana (Medeline Carrol) চরিত্রটি আমার কাছে বেশি স্বতঃস্ফূর্ত লেগেছে। মনে হয়েছে Juliana অনেক Mature রোল প্লে করেছে মুভিটিতে। ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ সুন্দরভাবে ফুটে উঠেছে।
মুভিটির প্লট সম্পর্কে এক কথায়ই বলে ফেলা সম্ভব। আবার দেখা যাচ্ছে বলে বা লিখে কিছুই বোঝানো যাবে না। কারণ পুরো মুভটিতে আছে ড্রামা আর ঘটনার ঘন ঘটা। মুভির কাহিনীটা প্রত্যেক মুহূর্তে আপনাকে চমকিত করবে আবার কখনো আবেগে আপ্লুত করবে।
গল্পটি ১৯৫৭ সালের,এরকমটা বলেই মুভিটা শুরু হতে দেখা যায়। বাইরে থেকে সদ্য আসা Bryce Loski(Callan McAuliffe) নামের এক প্রতিবেশীর প্রেমে পড়ে যায় Juliana চরিত্রটি। Bryce প্রথম থেকেই মেয়েটির প্রতি তার আবেগ সম্পর্কে দোটানায় ভোগে। অপর পাশে নিজের ভালোবাসা প্রকাশের এক অসীম আকুতি দেখা যায় Juliana নামক নারী চরিত্র থেকে। এভাবেই এগিয়ে চলে মুভিটির গল্প । ঘটতে থাকে হৃদয় স্পর্শী অনেক ঘটনা। মুভিটার ফিনিসিং আমার কাছে ভিন্ন লেগেছে আর অবশ্যই ভালো লেগেছে।
মুভিটি থেকে নেয়া আমার একটা প্রিয় ডায়ালগ বলে আমি শেষ করব-
“A painting is more than the sum of its parts”
সমাপ্ত
©somewhere in net ltd.