নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি আমার দেশকে..আমার ভাষাকে

নাজমুল_হাসান_সোহাগ

আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।

নাজমুল_হাসান_সোহাগ › বিস্তারিত পোস্টঃ

হট টপিক !!!!!!!!!!!!!!!

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

সমগ্র দেশের মতন আজ ক্লাসরুমেও হট টপিক ছিল মুসা ইব্রাহীম!!! তিনি এভারেস্ট জয় করেছেন কি করেন নাই। আমি আসলেই জানিনা মুসা ইব্রাহীম আদৌ এভারেস্টে উঠেছেন কি উঠেন নাই। তবে সত্যিই যদি এভারেস্ট জয় করে থাকেন সেটা আমাদের জন্য গর্বের।



একটি বাস্তব ঘটনা নিয়ে এত বিতর্কের তো কোন মানে দেখিনা। যদি সে আসলেই এভারেস্ট জয় করে থাকে তাহলে এভারেস্ট জয় করার সময়ের প্রত্যেকটা ঘটনা তার জয়ের সাক্ষ্য দিবে। জাস্ট একটা উদাহরণ দেই,কাল যেমন আমি মাগুরা থেকে রাজশাহী এসেছি। আমার কাছে টিকিট আছে। আমি জানি আমি কত নম্বর সিটে বসেছিলাম। আমার পাশের সিটে বসে যে আসছেন সেও আমাকে দেখছেন। কোন কোন স্টপেজে কোন কোন সময় বাস থামিয়েছিল এটাও আমার জানা। সর্বোপরি প্রত্যেকটা মুহূর্তের প্রমাণ আছে যে আমি রাজশাহীতে এসেছি।



এটা নিয়ে বিতর্কের সুযোগই নাই। সত্যি কথা কি আমরা আর বিতর্ক দেখতে চাইনা,সত্যিটা জানতে চাই। মিথ্যা গল্প শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা। এখন সত্যিটা জানার সময় এসেছে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: মুসা - মুহিত সজল - নিশাত এরা আদৌ কি কেউ ম এভারেষ্টের চুড়া পর্যন্ত গিয়েছেন ?


গিয়ে থাকলে অরিজিনাল ছবি দেন না কেন ? যা দেন তাতে এডিটের প্রশ্ন থাকে কেন ? গ্রহণযোগ্য ছবি দেন না কেন ?

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৫

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: @সাইবার অভিযত্রী,আপনার সাথে আমি সহমত। যদি সত্যিই যেয়ে থাকে তাহলে ছবিগুলো কোথায়!!! আর ছবিগুলো এডিটের প্রস্নই বা উঠবে কেন। আপনার প্রতি শুভ কামনা রইলো।

২| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: পাহাড় চুরি ? মুসা-মুহিত- সজল সবাই করেছে !

Click This Link

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৪

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ আপনার লিঙ্কের জন্য। ধারণা পেলাম অনেক কিছুর।

৩| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশের এভারেষ্ট জয় বিতর্কিত কেন ?

Click This Link

৪| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৬

দালাল০০৭০০৭ বলেছেন: চোর চোর মুহিত চোর!! আর এই টপিক ভাল লাগে না দয়া করে বিরত থাকুন।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩২

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: টপিকটা আসলেই ভাল লাগার মত কিছুনা। এই ব্যাপারটা নিয়ে আমরা আর কোন বিতর্ক দেখতে চাইনা। তবে আমরা সত্যটা জানতে চাই। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যেন মিথ্যা কোন তথ্য পাঠ্য বইয়ে না পড়ে।
শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.