নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি আমার দেশকে..আমার ভাষাকে

নাজমুল_হাসান_সোহাগ

আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।

নাজমুল_হাসান_সোহাগ › বিস্তারিত পোস্টঃ

সাকিবকে নিয়ে সমালোচনা করুন ঠিক আছে। আগে ভেবে দেখেছেন কি!!!

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫

সাকিবকে নিয়ে আমাদের চুলকানির শেষ নাই। সে এখন যা কিছুই করুক না কেন সমালোচনার গন্ধ খুঁজে ফিরবে কিছু মানুষ। সাকিব কোন মহা মানব না। আমাদের মতই রক্তে মাংসে গড়া মানুষ। তবে এটা ঠিক,সে যে মানের প্লেয়ার তাতে তার আচরণে আরেকটু সহনশীল হওয়া উচিৎ। তাই বলে এতকিছু!!! আমি তুলনা দিতে চাইনা তারপরও বলি সাকিব মাঝ মাঠে দাড়িয়ে কখনো কোহেলির মতন মিডল ফিঙার দেখায়নি তবুও কোহেলি অন্নেক কিউট!!! হানড্রেড মারার পর গালি দিয়ে তা উদযাপন করেনি। তারপরেও কোহেলি হ্যান্ডসাম!!



আসুন নিজেকে সাকিবের জায়গায় দাড় করিয়ে একটা ব্যাপার ভেবে দেখি। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন আপনার স্ত্রী/মা/বোনকে নিয়ে এমন অশালীন কথা বললো যা কোন স্বাভাবিক মানুষ গ্রহণ করতে পারার কথা না। সেক্ষেত্রে আপনি কি করবেন জানিনা। অন্তত আমি মেনে নিতাম না। সেক্ষেত্রে নিজেকে শান্ত করার বুটিকা কলিকাতা হারাবালে পাওয়া যায় কিনা জানিনা। তাই ঐসব সমালোচকদেরকে বলছি, ভাই পাইলে এনে দিয়েন। আর আমাদের দেশের বস্তির অশিক্ষিত টিনেজ পুলাপানগুলানের মুখ দিয়ে যে কি অমিয়বাণী নির্গত হতে পারে তা আপু সমাজ সবথেকে ভালো জানে। এক্ষেত্রে অনেকের কমেন্ট এরকম, ‘এটা নিয়ে সাকিবকে রাগারাগি করা মোটেও ঠিক হয়নি। উচিৎ ছিল তার সাথে কোলাকুলি করা। এক জায়গায় বসে দুই একটা পান সিগারেট খাওয়া। তারপর তার পিঠ চাপড়ে বাহবা দেয়া!!!’



যারা ক্রিকেট খেলে তাদের কাছে ক্রিকেটই ধ্যান জ্ঞান। এটা তাদের নেশা-পেশা। আর সাকিবের মত প্লেয়ার ক্রিকেট পুজো করে তাই সে সাকিব। আমার আপনার মতন না। নিজে কোনদিন একটা কাঠের বল হাতে নিয়ে দেখিনি তারপরও টিভির সামনে বসে বিরাট বিরাট বুলি আওরায়,ধুর শটটা এভাবে খেললে কি হত!!! ভাইরে এতই সহজ!!!!



ধরে নিলাম সাকিব কোচকে কথাগুলো বলছে যে ‘সে দেশের হয়ে আর ওয়ানডে আর টেস্ট ক্রিকেট খেলবেনা।’

ক্রিকেট হল একজন ক্রিকেটারের ধ্যান জ্ঞান। অন্তত একজন ভালো ক্রিকেটারের কাছে। সে স্বপ্ন দেখে ক্রিকেট নিয়ে। সে দেশের হয়ে ম্যাচ খেলবে,আইপিএলে খেলবে,সিপিএলে খেলবে। ভালো কোন জায়গায় খেলতে যাওয়া একটা আবেগ কাজ করে। নিজেকে ধন্য মনে করে। এখানে শুধুই কি টাকার লোভ!!!! আচ্ছা আমরা বাইরে পড়ালেখা করতে যাই। আমরা কি শুধুই টাকার জন্য যাই!!! না কি আরও বড় কোন স্বপ্ন থাকে। পারলে প্রশ্নটার উত্তর দিয়েন। অবশ্য কে কিভাবে ভাববে সেটা তার মানসিকতার উপর নির্ভর করে।



সাকিব সিপিএল খেলতে গিয়েছিল অনুমতি নিয়ে। কার কাছ থেকে অনুমতি নিছে??? আকরাম খানের কাছ থেকে অনুমতি নিছে। এখন প্রশ্ন হতে পারে আকরাম খান কে?? আকরাম খান নিশ্চয় আল-বা*-ছাল কেউ নয়। সে নিশ্চয় অনুমতি দেয়ার যোগ্যতা রাখে। এই অনুমতি আর সিপিএলে খেলার স্বপ্ন নিয়ে বিমানে ওঠে অর্ধেক পথ পাড়ি দেয়া একজনকে যদি বলা হয়, না তোমাকে যেতে দেয়া হবেনা। তুমি কাল থেকে দেশের মাটিতে প্র্যাকটিস করো!!! কেমন লাগবে তখন। একবার নিজেকে সাকিবের জায়গায় ভেবে দেখুন। উপরের ঐ কোটেড বাক্যটা বলে ফেলা কি খুব অস্বাভাবিক কিছু হয়ে যাবে!!! কারো সাথে এরকম কোন ঘটনা ঘটলে তার মানসিকতা কতটা ছোট হয়ে যেতে পারে?? খুব কি ক্ষতি হত সাকিব যদি সিপিএলে খেলতো??



ব্যাপারটা অনেকটা এরকম আপনি আমেরিকার কোন ভার্সিটিতে এমএস করার জন্য ডাক পেলেন। বিমানে উঠে অর্ধেক পথ যাওয়ার পর আপনাকে ফিরিয়ে আনা হল। বলা হল, ‘না তোমাকে যেতে দেয়া হবেনা। তুমি দেশেই কোন একটা ভার্সিটি থেকে এমএস করো!!’ কি ফিরে আসবেন তো??



সাকিব হেলিকপ্টারে উঠলে প্রবলেম।

সাকিব আমেরিকায় বিয়ে করলে প্রবলেম।

আরও কতকি...............

রোনালদো-মেসি ফেরারি আট দশটা একসাথে কিনলেও আমরা চোখ ছানাবড়া করে তার খবর পড়ি। আর সাকিব হেলিকাপটারে ঘুরলেও চুলকানি!!!



অনেকের কমেন্টে দেখলাম। ‘সাকিবের মতন প্লেয়ার কত যাবে আর আসবে!!!’। ভাইরে এতই সহজ!!!! সাত আট বছর ধরে সাকিব ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। এর মধ্যে সাকিবের মতন কাউকে কি আমরা পেয়েছি??? তো সামনের আট দশ বছরেও তার মতন কাওকে আমরা পাবো তার নিশ্চয়তা কি!!!



জ্ঞানী-গুণীদের সম্মান যে আমরা যে কম দেই তার একটা একটা গল্প দিয়ে শেষ করতে চাই। রবীন্দ্রনাথ বেঁচে থাকা অবস্থায় কোন একটা পাবলিক পরিক্ষায় রবীন্দ্রনাথের কোন একটা গদ্যের একটা প্যারা উঠিয়ে দিয়ে বলা হয়েছিলো, ‘ভুল খুঁজে বের করো!!!’



ঐযে নতুনের অভ্যাসের পুরাতন ভার্সন, শেক্সপিয়ারকে পুজো দিবো আর রবীন্দ্রনাথের গদ্য নিয়ে এক্সপেরিমেণ্ট চালাবো। আমরা পারি বটে।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০

হেডস্যার বলেছেন:
একটা জিনিস কি খেয়াল করছেন?
অন্যায় থাক বা না থাক, খারাপ খেলুক বা ভালো খেলুক... যারা সব সময় সাকিবের পক্ষ হয়ে কথা বলছিলো তারা ও এখন সাকিবের উপর ক্ষেপছে.....কারন সাকিব যদি আসলেই ঐ টাইপের কথা বলে থাকে সেইটা অন্যায় এবং এর শাস্তি হওয়া উচিত।

সাকিবের সাথে কারো ব্যক্তিগত শত্রুতা নাই তাহলে কেন সবাই সাকিবের বিরুদ্ধে বলছে?

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্ট'এর জন্য।
আপনার কথার সূত্র ধরেই উত্তরটা দেই। সাকিবের পক্ষে যেমন কিছু মানুষ আছে বিপক্ষেও তেমনি কিছু মানুষ আছে। যারা সবসময় বিপক্ষে আছে তাদের বিপক্ষে থাকার কারণটা কি!!! সাকিবের সাথে তাদের সকলের নিশ্চয় কোন ব্যক্তিগত শত্রুতা নেই,তাহলে কেন??? উৎসটা কিন্তু একই।

লেখাটার ভিতর একটা আমি একটা কথা বলতে চেষ্টা করেছি , "একটা ঘটনা নিয়ে কে কিভাবে চিন্তা করবে সেটা তার মানসিকতার উপর নির্ভর করে।"

তবে,এটা ঠিক সাকিবকে অবশ্যই আরও সহনশীল হওয়া উচিৎ।

২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২

রাকীব হাসান বলেছেন: Click This Link

৩| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

রাকীব হাসান বলেছেন: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) না খেলে বিসিবির নির্দেশে লন্ডন থেকে সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শাহজালাল বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের সামনে জাতীয় দলে না খেলার হুমকির কথা অস্বীকার করেছেন সাকিব। বলেছেন, দেশের হয়ে আরও অন্তত ১০ বছর খেলতে চান তিনি।



তাঁকে নিয়ে ওঠা সাম্প্রতিক বিতর্কের বিষয়ে নিজের দিক দিয়ে পরিষ্কার বলেই মন্তব্য করেছেন তিনি। অনুযোগ করেছেন, ‘দুই পক্ষের কথা শুনেই যেকোনো বিষয়ে মন্তব্য করা উচিত।’ ব্যক্তিগতভাবে সব বিতর্ক এড়িয়ে চলতে চান বলেই জানিয়েছেন তিনি, ‘আমি কখনোই বিতর্কে আসতে চাই না। আমি চাই ক্রিকেট খেলতে। এটা আমার প্যাশন। ক্রিকেট না খেলাটা আমার জন্য খুবই কষ্টকর বিষয়। খেলাটিকে আমি খুবই পছন্দ করি।’



দেশাত্মবোধেও কোনো ঘাটতি নেই বলেও দাবি সাকিবের। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা আমার টিমমেটদের জিজ্ঞেস করতে পারেন এ ব্যাপারে। এই তো ভারতের বিপক্ষে সিরিজের আগেই আইপিএল জিতে এসে ওদের বলেছিলাম দেশের হয়ে একটা ম্যাচ জেতাতে যে আনন্দ, সেই আনন্দ কি আর আইপিএল জয়ে আছে?’
সবশেষে তাঁর আশাবাদ, ‘দেশে ফিরেছি। আশা করছি সব ভুল বোঝাবুঝির অবসান হবে।’

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: আশা করছি সব ভুল বোঝাবুঝির অবসান হবে। :-)

৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৪

সুমন আহমদ বলেছেন: পৃথিবীতে কারো জন্য কেউ আটকে থাকে না। আমার মনে হয়না অংহকারী মানুষের খেলায় তো দূরে থাক পৃথিবীতে থাকারই অধিকার নাই। যার মনে দেশের জন্য ভালবাসা নাই তাকে দেশদ্রোহীই তো বলে।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫১

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
একদম ঠিক বলেছেন কারও জন্য কিছু আটকে থাকেনা। একজন মানুষ খুরিয়ে চলতে পারে আবার দৌড়েও চলতে পারে। এখন নির্ভর করছে আপনি কোনটা চান। কিছুই থেমে থাকবেনা।

দেশদ্রোহী তকমাটা এত সহজেই লাগিয়ে দিলেন ভাই!!!

৫| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৯

রাজিব বলেছেন: @রাকিব হাসান- আশা করছি সব ভুল বোঝাবুঝির অবসান হবে।’
এর অবসান হবে না। সাকিব কেন এত সুন্দরী মেয়ে বিয়ে পড়লো, সাকিবের বউ কেন বোরখা পরে না, সাকিব কেন নিজের আয় দিয়ে হেলিকপ্টারে চরে, সাকিব ভাল খেলে কিন্তু অন্যেরা কেন ভাল খেলেনা তাই এটাও সাকিবের দোষ, সাকিব নিজের জন্য খেলে দেশের জন্য খেলে না (সাকিব ৫ উইকেট বা সেঞ্চুরি করলে বোধহয় অন্য দেশের স্কোরে গিয়ে জমা হয়), সাকিব কেন এত টাঁকা আয় করে, সাকিবের অনেক দেমাগ, সাকিব কেন আইপিএল এ এত ভাল খেলে, সাকিব কেন এত ঘন ঘন বিদেশ গিয়ে খেলে,
যার এত দোষ তার সম্পর্কে ভুল বোঝাবুঝির অবসান হবে কি করে?

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: হুম। এখন মনে হচ্ছে আসলেই ভুল বোঝাবুঝির সমাধান সম্ভব না। এগুলো চুলকানি থেকে উদ্ভূত প্রশ্ন যার উত্তর সাকিব কেন?? কোন সবজান্তাও পারবেনা। এদের একটা কথাই বলার মলম লাগায়েন না চুলকাইতে থাকেন। যতদিন জীবন আছে চুলকাইতে থাকেন।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৯

ঢাকাবাসী বলেছেন: হিংসা বা পরশ্রীকাতরতা।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

সহমত।@ ঢাকাবাসী

৭| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২০

পথহারা সৈকত বলেছেন: যদি সত্যিই বাংলাদেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন সাকিব বা বিসিবি যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে ক্ষতিটা কিন্তু সাকিবের হবে। দলে সাকিবের জায়গা একটি ঠিকই পূরণ হয়ে যাবে, হয়তো আরো পাঁচজন সাকিবের জন্ম হবে, কিন্তু সাকিবের ক্যারিয়ার আর বেশি দূর এগোবে না।
বিশাল মাপের ক্রিকেটার হয়েও শচীন টেন্ডুলকারের বিনয় এবং দেশ, দেশের মানুষ শ্রদ্ধা-ভালোবাসার কারণে তিনি ভারতের জনগণের কাছে পেয়েছেন ক্রিকেট ঈশ্বরের সম্মান...

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: সাকিবের সিদ্ধান্তের কথা তিনি এয়ারপোর্টে নেমে জানিয়েছেন। তারপরও যদি কোন কনফিউশান থাকে তাহলে আরেকটু ওয়েট করা উচিৎ। তিনি আরও বলেছেন, অন্যায় হলে বোর্ড যে শাস্তি দিবে তা তিনি মেনে নিবেন। আরও বিনয়ী হতে বলছেন!!!

"দলে সাকিবের জায়গা একটি ঠিকই পূরণ হয়ে যাবে, হয়তো আরো পাঁচজন সাকিবের জন্ম হবে!!!!" মাত্র পাচজন!! একটু কম হলনা?? অবশ্য পাঁচজন হলেই অনেক খুশি হব।

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। শুভ কামনা রইলো।

৮| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৭

সোহানী বলেছেন: সহমত @ রাজিব । আসলেই তাই.... আমরা এতোটাই নীচে নেমেছি যে নিজের ভালো ও বুঝি না.....

৯| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭

ফিলিংস বলেছেন: সোহাগ আপনি কি কখনও মিরপুর স্টেডিয়ামে খেলা দেখেছেন ???

১। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন আপনার স্ত্রী/মা/বোনকে নিয়ে এমন অশালীন কথা বললো ---কোথায় এ ঘটনা ঘটেছিল যানেন ???
আপনি যেই হোন না কেন খেলা চলা অবস্থায় কেউ ড্রসিং রুম ছেড়ে বাইরে যেতে পারেনা ???

২।সাকিব সিপিএল খেলতে গিয়েছিল অনুমতি নিয়ে। কার কাছ থেকে অনুমতি নিছে??? আকরাম খানের কাছ থেকে অনুমতি নিছে। ----মৌখিক অনুমতি নেয়ার সুযোগ নেই, লিখিত নিতে হয়। ওখানে খেলতে যেয়ে যদি আহত হয় আর দেশের হয়ে সিরিজ খেলতে না পারে এর দায় ভার কে নেবে???

আপনারতো কথায় হয়না, দেশের বেতন ভোগী একজন খেলোয়ার, অন্যের হয়ে অন্য দেশে খেলা আর একজনের বিদেশে এম এস করতে যাওয়া কি এক ???

এত খেলোয়ার থাকাতে বার বার সাকিব কেন এমন করে ???

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আর কথা শিখতে চেষ্টা করছি। দোয়া করবেন কেমন।

১। একজন খেলোয়াড় নিশ্চয় সারাদিন ড্রেসিং রুমের ভেতর থাকেন না। তাকে প্র্যাকটিস করতে হয়। বাইরে বেরোতে হয়। আমি তামিমের পক্ষে-বিপক্ষে কিছু বলছিনা ,তামিম ইকবালের একখান ভিডিও আছে ইউটিউবে। দেখছেন কিনা জানিনা। মাঠে প্র্যাকটিস করছিলেন তামিম। পেছন থেকে কয়েকজন দর্শনার্থীর কমেন্ট শুনে দেইখেন একবার। তারপর বুঝতে পারবেন কেন তামিম তাকে ব্যাট দিয়ে পিটাইতে চাইছিলো।

২। সাকিব খেলতে যায় বোর্ডকে টাকা দেয়। বোর্ড মাঙনা সাকিবকে খেলতে যেতে দেয় না। আহত হলে তার দ্বায়ভাড় একটু হলেও বোর্ডের উপর বর্তায়। ক্যান আইপিএলের সময় এই প্রশ্নখানা করলেন না যে??? তখন কি বিধাতার ঐশী বাণী পাইছিলেন,যে সাকিব আহত হবেন না!!!

৩। ইয়েস,ভাই আমার কথা হয়না। কথাখানা বলে পাণ্ডিত্যের পরিচয় দিলেন।
দেশের শিক্ষাব্যবস্থায় বিশ পচিস বছর পড়ে,সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে চলে যাওয়া!! এটা কম কোন ক্ষেত্রে তা মাথায় ঢুকলো না। টিচার নিশ্চয় আমাকে পড়ানোর জন্যই বেতন নিচ্ছেন।
হ্যাঁ পার্থক্য আছে।কেউ পড়তে যেয়ে ফিরে নাও আসতে পারেন কিন্তু সাকিব খেলতে যেয়ে ঠিকই ফিরে আসতো। "পড়ালেখা শেষ বিদেশ গেলেন দেশের প্রতি কোন কর্তব্যবোধ নেই??? চাকরী করলেই কি সব কর্তব্যবোধ??" প্রশ্নখানার উত্তর কি!!

উপরের একজনের কমেন্টেটাই আপনাকে পেস্ট করলাম. 'হিংসা বা পরশ্রীকাতরতা।'

"এত খেলোয়ার থাকাতে বার বার সাকিব কেন এমন করে ???"
সাকিব কেন এমন করে তা নয়, সাকিবের সাথে কেন এমন হয়??

সমস্যাটা খুঁজে বের করাই উচিৎ হবে। কেন এমন হয়??? হয়তো সাকিবের মত মেধা আমরা ঠিকঠাক হ্যান্ডেল করতে পারছিনা।

১০| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১২

দখিনা বাতাস বলেছেন: সবাই আপনারা এত বেশি কথা পেচান কেনো? দোষ করছে, ঐটা স্বীকার করার মানসিকতাও নাই কারো।

আমার ছেলে আমাকে যতই আরাম আয়েশে রাখুক, যত বড় বিখ্যাত মানুষ হোক, ছেলে যদি কোনদিন আমার কোন কিছু নিয়ে সমস্যা হলে,প্রাসন্গিক কথা না বলে উল্টা বলে, আমি আর তোমার জন্য কিছু করবো না। তোমার সাথে নাই, তাইলে ঐ ছেলেকে আমার আর দরকার আছে?

সাকিবের সমস্যা ছিল অনুমেতি নিয়ে, কোচর সাথে-- ঐটা নিয়ে যা ইচ্চা করতো, গালাগালি কোরে বিবৃতি দিতো মিডিয়ায়- কোন সমস্যা নাই। কিন্তু দেশের জন্য আর খেলবে না- এইসব কোন ধরনের স্বভাব????

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: কথাটা কিন্তু এখনো প্রমানিত নয়...যে সে এই কথা বলেছে , দেশের জন্য আর খেলবেনা।

দোষটা প্রমানিত হওয়ার সুযোগটা আমরা দিতে রাজি নই। সমস্যাটা এখানেই।

১১| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

দখিনা বাতাস বলেছেন: এখন কি মনে হয়? দোষ প্রমানিত হইছে?

৬ মাস নিষিদ্ব।

পাপনের সাথে কি আলাপ হইছে বলে ধারনা করতেছেন? ১ নং কমেন্টের জবাবে লাস্ট লাইনটা াপনি কি বলছেন, নিজেই একটু পরেন, তাইলেই বুজবেন সাকিবের প্রবলেমটা কোথায়

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১২

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: লাস্টের লাইন কি লিখছি,সেটা পড়লাম। তার জন্য সে একবার শাস্তি পাইছে। যদি সত্যি অন্যায় হয়ে থাকে তবে আবারও শাস্তি পাওয়া উচিৎ। মনে হচ্ছেনা সবকিছু একটু বেশি হয়ে গেল!!!! হ্যাঁ প্রবলেমটা সেখানেই।

আপনি "বুজবেন" তার জন্য ধন্যবাদ,আমিও বুঝছি সাকিবের প্রবলেমটা কোথায়। আপনি এখনো 'বুজেন' নাই যে আসল প্রবলেমটা বিসিবি'তেই আছে। ওকে।

দেরী হলেও "বুজবেন"।

১২| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৬

ফিলিংস বলেছেন: লেখক বলেছেন: ১। একজন খেলোয়াড় নিশ্চয় সারাদিন ড্রেসিং রুমের ভেতর থাকেন না। তাকে প্র্যাকটিস করতে হয়। বাইরে বেরোতে হয়।

------আপনি কখনও মিরপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ দেখেছেন ???

------খেলাড় নিয়ম ও জানেন না। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড় ড্রেসিং রুমের বাইরে যেতে পারবেনা।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৩

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: আমি অ্যামেরিকা যায়নি কিন্তু আমি ঠিকই জানি আমেরিকার প্রেসিডেন্ট কে!!!
আমার জানা আর না জানা নিয়ে আপনি মনে হয় অনেক চিন্তিত।
যাহোক আসল কথায় আসা যাক।

আচ্ছা সাকিব ড্রেসিং রুমের বাইরে গিয়েছে খেলা চলাকালীন সময়ে। আপনার কথা মেনে নিলাম। বিসিবির নিশ্চয় এমন লোকবল যারা এই দিকগুলার দায়িত্বে থকেন। কেউ ড্রেসিং রুমের বাইরে গেলেন কিনা। বা কেউ বাইরে থেকে ড্রেসিংরুমে ঢুকলেন কি না। সাকিব যখন বাইরে গেলো তখন তাকে বাধা দেওয়া হলনা কেন??? সাকিবকে যদি ড্রেসিংরুম থেকে বের হতে দেয়া না হত তাহলে নিশ্চয় এই ঘটনাটা ঘটতো না?? তাহলে কি সাকিবের সমান দোষী বিসিবির ঐ কর্মকর্তা নয়?? বিসিবি ঐ কর্মকর্তাকে শাস্তি দিলনা কেন??? তাহলে,বিসিবিকে শাস্তি দিবে কে??

পত্রিকা থেকে জানতে পেরেছি সাকিব বাইরে যেয়ে বিসিবির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছিলো। এই ব্যাপারটা নিয়ে। সেখানে বিসিবির কর্মকর্তারা কেন ব্যাপারটা নিজেরা হ্যান্ডেল না করে সাকিবকে সাথে নিয়ে গ্যালারিতে গেলো???
আপনি অনেক জানেন। আশাকরি উত্তরগুলো আমাকে জানিয়ে দিবেন কেমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.