নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড় হচ্ছি আর লেখালেখি করি মনের ইচ্ছামত, যা আমাকে পরিচয় করিয়ে দেয় আমার সত্ত্বাকে।

নাঈম মাহমূদ

ছাত্র

নাঈম মাহমূদ › বিস্তারিত পোস্টঃ

আমার অর্ধাঙ্গিনী

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

আমি থাকা সত্ত্বেও
আছো তুমি, আমার সাথে এক হয়ে।
জানি না কবে তুমি,
এসেছিলে আমার কাছে?
এসেছিলে, বলতে বুঝি
একটু আলতো নয়নে, পারিনি বুঝতে তোমাকে?
কেন তুমি এসে মনে
দোলা দিয়ে যাও, আর বলো তুমি কী?
এ যেন তুমি আমাকে বলছো,
আমি নির্বাক হয়ে শুধু দেখছিলাম তোমায়।
কী করে বলি তোমায়,
আমি ভালবাসি কত, কেন বোঝ না তুমি?
তুমি বুঝি একারণে
আমায় বোঝাতে, তুমি ভালবাস কত আমায়!
কারণটা কী? জানা হয়নি
কখনোও, আমি কতটুকু চেয়েছি তোমায়!
নির্বাক বিস্ময়ে তুমি
বোঝালে, কতটুকু চেয়েছো আমায়!
আমি অবাক হয়ে
শুনছিলাম, কিন্তু বলিনি কোনো কথা।
তুমি কষ্ট পাবে,
আর আমি শয়ে যাবো, হয়না কখনোও!
এজন্যই তুমি বাস্তব বাদী,
আমার অর্ধাঙ্গিনী বুঝিনি তোমাকে তখনোও!
এটাই তোমার ভাষা,
আমাকে দোলা দেয় আর ছুঁইয়ে যায় এখনোও!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.