নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল

জীবন একটা.......................

নাজমুল ইসলাম মকবুল › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা ডাকাত গ্রামীণ ফোন : জোতা মারুন ওসব ডাকাতের দলকে

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯



বিশ্বের সেরা ডাকাত গ্রামীণ ফোন : জোতা মারুন ওসব ডাকাতের দলকে



অভিনব কায়দায় গ্রামীণ ফোন কোম্পানী প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেবার লোমহর্ষক খবর পাওয়া যাচ্ছে। ভুক্তভোগী গ্রাহকরা গ্রামীণ ফোনের শোষনের শিকার হয়ে এ প্রতিনিধিকে জানিয়েছেন নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন অফারের প্রলোভন দিয়ে প্রতারণার ফাঁদে ফেলেও তারা গ্রাহক হয়রানী করছে বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম হলো গ্রাহকের ব্যালেন্স থেকে হঠাৎ করে টাকা কেটে নেয়া এবং অফারের মিনিট কেটে নেয়া। আজ ১১ মার্চ শনিবার সকালে হঠাৎ করে এ প্রতিবেদকের গ্রামীণ ফোন নং ০১৭১৮৫০৮১২২ থেকে ৩৪.৫০ টাকা কেটে নেয়। সাথে সাথে ১২১ নং এ ফোন করে টাকা কেটে নেয়ার কারণ জানতে চাইলে এর কোন সদুত্তর দিতে পারেনি কর্তৃপ। এর আগেও একাধিকবার এ প্রতিবেদকের মোবাইল ফোন থেকে অন্যায়ভাবে টাকা কেটে নিয়েছে গ্রামীণ ফোন কোম্পানী। এ প্রতিবেদকের মতো অনেকেই তাদের হয়রানীর শিকার হয়েছেন বলে জানা গেছে।

তাদের প্রতারণার আরেকটি ফাঁদ হলো ওয়েলকাম টিউনস এর অফার। এতে মাসিক ৩৪.৫০ টাকা কেটে নেয়। এ অফার কেহ না চাইলেও গ্রাহকদের মোবাইল থেকে টাকা কেটে নিচ্ছে। এ প্রতিবেদকও গ্রামীণ ফোনের কোন ওয়েলকাম টিউনস এর অফার গ্রহণ করেননি এবং চানওনি, বরং কোম্পানীর ওয়েলকাম টিউনস এর অফারের জবাবে তা গ্রহণ করবেননা বলে জানিয়ে দেন গ্রামীণ ফোন কর্তৃপকে। কিন্তু এর পরও তারা ওই গ্রাহকের মোবাইল নং থেকে টাকা কেটে নিচ্ছে। গ্রামীণ ফোনের প্রতারণায় অতীষ্ট হয়ে অনেকেই সীম কার্ড পরিবর্তন করে অন্য কোম্পানীর সীম গ্রহণ করছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

ভিটামিন সি বলেছেন: আসেন সবাই মুবাইল ব্যভার বন্ধ হইরা দেই। এক কথা এক স্লোগান। দেশের টাকা রাখব দেশে, মোবাইল থাকবে শোকেসে।

২| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

নক্ষত্রহৃদয় বলেছেন: দু:খের বিষয়

৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

আিম এক যাযাবর বলেছেন: একই বিষয় আর লেখা নিয়ে ৩ দিন ৩ পোস্ট, শুধু শিরোনাম আলাদা, কারণ কি ভাই????

৪| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

নাজমুল ইসলাম মকবুল বলেছেন: মানুষকে সচেতন করার জন্য

৫| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

এসএমফারুক৮৮ বলেছেন: এ প্রসংগে একটা কথা বলি, একদিন গ্রামীন ফোন সেন্টারে কোন এক কাজে গিয়েছিলাম। এক ছাত্র কাস্টমার কেয়র সার্ভিসে গিয়ে বলল, ভাই আমি টাকা ভরছি আর টাকা দ্রুত ফুরিয়ে যাচ্ছে, কেন এমন হচ্ছে ? তখন সহজ,বন্ধু,আপন নামে নতুন অফার দিয়েছে। ছেলেটি যে কোন একটি অফার বেছে নিয়েছে। অন্য অপারেটরে ঢুকলেই টাকা কেটে নিচ্ছে দিগুন। বেচারা ছাত্র মানুষ, মোবাইলে খরচ করার মত এত টাকা পাবে কোথায় ? রাগে ক্ষোভে মারামারি অবস্থা। তখন কাস্টমার কেয়ার সার্ভিসের লোকটি অবলীলায় বলে ফেলল সত্য কথাটি। কোম্পানী লাভের জন্যই অফার দেয়। আমার আর বুঝতে বাকি রইল না। আমি নিজে গ্রামীন ফোন ব্যবহার করি কিন্তু তাদের কোন অফারেই সাড়া দেই না। সাড়া দিলেই বিপদ !

৬| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

নাজমুল ইসলাম মকবুল বলেছেন:
ধন্যবাদ ভাই,
মুল্যবান তথ্য দেয়ার জন্য

৭| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

হাসি .. বলেছেন: আমারটা আমি চুলায় গরম পানিতে দিয়ে সিদ্ধ করেছিলাম অনেক আগেই।

৮| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: ভেজাল তাড়াইতে হবে
নয়ত বিনাশ না জানি এরা কতটগ ।

৯| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

princejohn বলেছেন: আপনার সাথে একেবারেই একমত

১০| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

শাহাদাত হোসেন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.