![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাড়ীর পাশে
নাজমুল ইসলাম মকবুল
আমার বাড়ীর পাশে ভোটের সময় যায় আসে
জানিয়া তার কুকীর্তি
আমি কেমনে যে হই তার সাথী।।
সালাম কালাম করে সে ভোটেরও আগে
বাড়ী এসে বলে সে কুটুমও লাগে
গলাতে ধরিয়া বুকে বুক মিলাইয়া
ভোট নিয়া যায় পাতি পাতি।।
ভোটেরও পরে গেলে তার ঘরে
চিনেও না চিনার বাহানা করে
বলে আসেন পরে দালালও ধরে
পদে পদে মারে লাথি।।
দেশটা ওরা খায়যে চাটিয়া
নীরিহ মানুষ মারিয়া কাটিয়া
পকেটও ভরে, গলাবাজি করে
এটাই তাদের রীতি নীতি।।
©somewhere in net ltd.