| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাণ্ডা গুণ্ডা ষণ্ডা
(প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
পাণ্ডা গুণ্ডা ষণ্ডা দেশটা করলো টুণ্ডা
লুটে পুটে খায় যে ওরা মিটাই এবং মন্ডা ।।
রুই কাতলারা পুষেন ওদের করতে ব্যবহার
ওদের দিয়ে চালান তারা দুইনম্বর কারবার
অনেক সময় তাদের মাঝেও লাগে দারুন ঝুন্ডা।।
অস্ত্র দিয়ে টাকা দিয়ে পুষেন অবিরতো
নির্বাচনের সময় কাজে লাগান মনের মতো
কাজ ফুরাইলে লাত্থি মেরে খাবান ঘোড়ার আন্ডা।।
এদের হাতে সমাজটা ভাই জিম্মি কেন আজ
দেশটা মোদের এগিয়ে নেয়া প্রধান বড় কাজ
জাগো তরুণ সব জালিমদের করো এবার ঠান্ডা।।
©somewhere in net ltd.