![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শকুনের দল
নাজমুল ইসলাম মকবুল
দেশটা খাইলো শকুনের দল লুটপাট করিয়া
কেমন করিয়া হায়রে কেমন করিয়া।।
কথায় বলে চোরে চোরে চোরে নাকি হালি
এক চোরে বিয়া করে আরেক চোরের শালি
দেশটা যেন হয়ে গেছে চোরের দরিয়া, চোরের দরিয়া।।
কালা বিলাই সাদা বিলাই সকল চোরে খায়
দেশটা খেয়ে তলাবিহীণ ঝুড়ি যে বানায়
চোরে চোরে মাসতুতো ভাই যায়না সরিয়া, যায়না সরিয়া।।
টপ টু বটম ঘুষ দুর্নীতি চাটুকারের দল
পাবলিকেরা জিম্মি হয়ে ঝরায় চোখের জল
ওদের বিচার যায়না করা বন্দি করিয়া, বন্দি করিয়া।।
চুরি কইরা টাকা কামায় নেতা বলে লোকে
দেশের মানুষ ওদের জ্বালায় মরে ধুকে ধুকে
মুখোশ ওদের খুলে দাও ভাই সাহস করিয়া, সাহস করিয়া।।
©somewhere in net ltd.