![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাশ
নাজমুল ইসলাম মকবুল
চার সিটিতে শাসক দলকে
জনগনে বাশ দিলো
সবাই বলে তাদের জন্য
বাশ পাবার ওই কাজ ছিলো।
নীরিহ ওই আলেমদেরকে
মারলো তারা শাপলাতে
পাঁচটি বছর কাটিয়ে দিলো
লুটপাট এবং গাফলাতে।
পিলখানাতে করলো হায়রে
অনেক মায়ের বুক খালি
দাদা নাকি এই খবরে
মারলো জোরে হাততালি।
পয়লা নম্বর শেয়ার মার্কেট
খাইলো তারা লুটিয়া
কালা বিলাই খাইলো ভাইরে
রেলের মাঝে উঠিয়া।
আবুল খাইলো পদ্মা সেতু
মারলো মানুষ মখা
আদপাগলে বোগাস রাবিশ
করলো বকাঝকা।
সমকামী মাইয়া করলো
কতই তেলেসমাতি
হিন্দুও নয় মুসলিমও নয়
হেইটা আরেক জাতি
মদের বোতল সাথে রেখে
জোরসে মারে টান
জাতির সাথে ইনু বিলাই
করলো কতো ফান
আমার দেশ আর টিভি চ্যানেল
বন্ধ করে হাসে
বুঝবে যখন পড়বে তাহার
পিটের সাথে বাশে।
সম্পাদককে জেলে নিয়ে
মারলো কতো মার
ওই মারেরই বদলা হবে
পাবেনাতো পার।।
©somewhere in net ltd.