![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অন্তরায়
নাজমুল ইসলাম মকবুল
টিয়ারশেল মারিল বুকে মরি হায় হায়
আমার অন্তরায় আমার কলিজায়।।
করিয়া মিছিলে গুলি উড়াইয়া নেয় মাথার খুলি
কোন বুকে মিছিলে গুলি করেগো
সাউন্ড গ্রেনেড মারে বুকে গণতন্ত্র মরে ধুকে
দেহ থইয়া প্রাণটি লইয়া যায়
আমার অন্তরায় আমার কলিজায়।।
শাপলা চত্ত্বর মানুষ মারল জেলে নিয়া পিটাইল
এমসি কলেজ আগুন জ্বালাই দিলোগো
ইলিয়াস আলী গুম করিয়া সাগর রুনি কাতল কইরা
নাস্তিক মুরতাদ রাখে ডানে বায়
আমার অন্তরায় আমার কলিজায়।।
আমার দেশকে বন্ধ করলো সম্পাদককে জেলে নিলো
কোন বুকে রিমান্ডে নিয়া মারলোগো
শেয়ার মার্কেট খাইলো লুটে মানুষ মরে মাথা কুটে
পদ্মা সেতুর ঘুষের টাকা খায়
আমার অন্তরায় আমার কলিজায়।।
গণতন্ত্রের মুখে তালা বিলাই পুষে শুধুই কালা
টাকার বস্তা কোথায় লইয়া গেলগো
জনগনের বুকে আগুন গুলি কইরা বাড়ায় দ্বিগুন
এখন বলে কী করি উপায়
আমার অন্তরায় আমার কলিজায়।।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০
মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ...ভালো লিখেছেন ।।