![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদকে নিয়ে
নাজমুল ইসলাম মকবুল
ঈদকে নিয়ে লিখতেছিলাম
কবিতা আর ছড়া
হঠাৎ দেখি হয়ে গেলো
লেখাটি মোর কড়া।
টাউট বাটপার লুটেরারা
ফুর্তি করে ঈদে
গরিব দুঃখী অসহায়রা
ধুকে মরে ক্ষিধে।
অসাধু ওই রাজনীতিকরা
চুরি করে টাকা
লুটপাট করে নিতে নিতে
দেশটা করে ফাঁকা।
ঘুষখোরেরা ঘুষের টাকায়
ফুর্তি করে বেশ
আম জনতা দিনে দিনে
পায়যে শুধু ক্লেশ।
জেগে উঠো মজলুমেরা
চেপে ধরো গলা
ঘুষখোর এবং লুটেরাদের
কানে লাগাও মলা।।
©somewhere in net ltd.