![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেশ সম্পাদক ও অধিকার সম্পাদককে অবিলম্বে মুক্তি দিন
সত্যের পথের লড়াকু সৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে অবিলম্বে মুক্তি প্রদানের জোর দাবী জানিয়েছেন ৭১ এর গর্বিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্য আজিজুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং অধিকার সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেফতার ও নির্যাতনের মধ্য দিয়ে প্রমাণ করেছে এ সরকার মানবাধিকারের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নয়। তারা অবিলম্বে আমার দেশ দীগন্ত টিভি ও ইসলামিক টিভি খুলে দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
২| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২০
রসায়ন বলেছেন: দেশের জেল থেকে সব অপরাধীদের মুক্তি দেওয়া হউক
কেউ সমাজে ভুল তথ্য দিয়ে গণ্ডগোল লাগাতে চাইলে তাকে সাহায্য করা হোক
রাজাকারদের ছেড়ে দেয়া হোক
দেশকে আবারো দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর খাদ্য ঘাটতির দেশে পরিণত করা হোক
আর আমার মত ম্যাংগো পিপলদেরকে বঙ্গপসাগরে ডুবিয়ে মারা হোক যাতে শয়তানের তাফালিং দেখা না লাগে
৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মেদভেদ বলেছেন: <<@ রসায়ন>>১০ টাকা কেজি চাউল খাইতে চাইলে এবং ভারতেকে ফ্রি সেবা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিনঃ হাসিনা - বাংলাদেশ জিন্দাবাদ
৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
মেদভেদ বলেছেন: <<@ রসায়ন>>
তুমি মহারাজ, সাধু বলে আজ, আমি অপরাধী।
হাসিনা মহারানী আজ
বাকশালিরা সাধু আজ,
আবুল দেশপ্রেমিক আজ,
তায় ভিন্নমতালম্বীরা আজ অপরাধী।
৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মেদভেদ বলেছেন: কমেন্ট দুটো রসায়নের উদ্দেশ্যে
৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন: আমার এই দুটি লেখা পড়ুন -
বিরামহিন নির্লজ্জভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর দায়ে অধিকারের সম্পাদক আদিলুর রহমানের কঠিন শাস্তিই কাম্য
Click This Link
৩০০০ লাশ গুম! যেভাবে?
Click This Link
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চোরারে ধর্মের কথা বলি লাভ নাই ।