![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিলাই কালা
(প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
ওরে ও বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা
ধরা পইড়া! ধরা পইড়া!! ধরা পইড়া! !!
করলি বিজালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা।।
কালা বিলাইর কালো চুল, করলি কতো গন্ডগোল
ঘুষের লাইগা! ঘুষের লাইগা!! ঘুষের লাইগা!!!
মুখে ঝরে লালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা।।
সত্তর লক্ষ ধরা পড়ল, কতো সত্তর হজম করল
দেশটা লুটে! দেশটা লুটে!! দেশটা লুটে!!!
খাইল ওই শালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা।।
দেশ বিদেশে টাকার পাহাড়, শেকড় তাহার ভারত কাছাড়
দিসনারে আর! দিসনারে আর!! দিসনারে আর!!!
জনগনরে জ্বালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা।।
আলেমদেরকে ব্যাঙ্গ করল, কতো টাকা বস্তায় ভরল
জনগনে! জনগনে!! জনগনে!!!
রাখছে জোতার মালারে বিলাই কালা, ধরা পইড়া করলি বিজালা।।
(প্যারডী গানের সুর: ওরে ও সাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা)
©somewhere in net ltd.