![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাষ্ট্রপতির কাজ
নাজমুল ইসলাম মকবুল
রাষ্ট্রপতির কাজটি হলো
অট্টালিকায় বসে
জনগনের ট্যাক্সের টাকা
মজা করে খাওয়া।
যেদল তাকে আয়েশ করার
চেয়ারে বসায়
দিবানিশি উজাড় করে
বন্ধনা তার গাওয়া।
রাষ্ট্রপতির কাজটি হলো
দলীয় খুনি লুটেরাদের
এক নিমিষেই ফাঁসি কিংবা
দন্ড করা মাফ।
বিবি বাচ্ছা শালা শালির
বাড়িয়ে নিতে আরও সুযোগ
সময় এবং জায়গামতো
একটু দেয়া চাপ।
রাষ্ট্রপতির কাজটি হলো
মাগনা টাকায় উড়াল দিয়ে
ঘন ঘন সিঙ্গাপুরে
সোনার বদন উল্টে পাল্টে চ্যাক।
আম জনতার শরির নাকি
পাথর কিংবা লোহায় গড়া
দুই নয়নে একটু চেয়ে দেখ।
রাষ্ট্রপতির কাজটি হলো
দেশটা পুড়ে ছারখার হলেও
নিরোর মতো বাঁশি ফুকা
কিংবা চেয়ে দেখা।
এই ছিল ভাই শোষন পীড়ন
অত্যাচারের যাতাকলে
পিষ্ট জাতির পোড়া কপাল
শক্ত করে লেখা।।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: লিখাটি ডিলেট করে দিন। মামলা হওয়ার জন্য যথেস্ট।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
িটউব লাইট বলেছেন: এক হাতে নাকের লুম ছিড়া
অন্য হাতে ধোন নাড়ানো