নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছোট্ট,আমাকে মারবেন না ।

আমি সুস্থ ব্লগিং করতে চাই ।

ছোট্ট নাকাশ

আমি ভালা মানুষ ।

ছোট্ট নাকাশ › বিস্তারিত পোস্টঃ

ক্লোজআপ ওয়ানের আহমেদ ইমতিয়াজ বুলবুল

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আহমেদ ইমতিয়াজ বুলবুল ক্লোজ আপ ওয়ান বাংলাদেশ এর আরেকজন বিচারক। আহমেদ ইমতিয়াজ বুলবুল এর জন্ম ১৯৫৬ সালের ১লা জানুয়ারী। তিনি একাধারে একজন সংগীত লেখক, কম্পোজার, মিউজিক ডিরেক্টর এবং গায়ক। ১৯৭০ সাল থেকে তিনি মূলত এই দেশের সংগীত জগতে প্রবেশ করেন। তিনি তাঁর সংগীত জীবনে অনেক এ্যাওয়ার্ড জিতেছেন তার মধ্যে আছে বাংলাদেশ এর সংগীত এর জন্য জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার অন্যতম। তিনি নিজে গান করার পাশাপাশি বাংলাদেশ এর অনেক সিনেমা এর জন্যও গান কম্পোজ করেছেন। তিনি সিনেমাতে সর্ব প্রথম গান কম্পোজ করেন ১৯৭৮ সালে মেঘ বিজলি বাদল ছবিতে এছাড়াও সিনেমা এর মধ্যে প্রেমের তাজমহল ছবিতে গান কম্পোজ করা অন্যতম। এছাড়াও তাঁর একক অনেক গান এবং অ্যালবাম আছে তার মধ্যে বিজয়ের প্রাপ্তি অন্যতম। তবে আহমেদ ইমতিয়াজ বুলবুল এর সবথেকে বড় দিক হল তিনি নিজের জন্য কম গান কিন্তু বাংলাদেশ এর অনেক বিখ্যাত শিল্পদের জন্য গান লিখেছেন এবং কম্পোজ ও করেছেন। তাঁদের মধ্যে সামিনা চৌধুরি, আন্ড্রু কিশোর অন্যতম। আহমেদ ইমতিয়াজ বুলবুল গানের পাশাপাশি সামাজিক যে সমস্ত কাজ করেন তার মধ্যে যুদ্ধাপরাধী দের বিচারের দাবি তে বাংলাদেশ এর মানুষকে সোচ্চার করা। এমনকি তিনি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল এ জামাত-ই-ইসলামি এর সাবেক আমীর গোলাম আজম এর বিরুদ্ধে সাক্ষি দেন। তিনি এই সাক্ষিটি দেন ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গোলাম আজম এর দ্বারা শিনু মিয়া এবং তাঁর ছেলে আনোয়ার কামাল কে হত্যার কেসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.